• প্রথম পাতা
  • আরবী সাহিত্যে শাইখুল হাদিস সেমিনার
    • হযরত পাহাড়পুরী হুজুর দা: বা:
    • শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী
    • মুফতি আব্দুল মালেক দা: বা:
    • মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন
    • মুফতি মাহফুজুল হক দা:বা:
    • মাওলানা শহিদুল্লাহ ফজলুল বারী ও উবায়দুর র
    • মাওলানা আব্দুল জব্বার দা: বা:
    • ড: শামসুল হক সিদ্দিকি দা:বা:
    • মাওলানা যায়নুল আবেদীন
  • শাইখুল হাদিস কনফারেন্স
    • উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য প্রö
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-২
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-৩
    • হাফেজ উমর রহ:
    • শাইখূল হাদিস মামুনুল হকের ভাষণ
    • তারানা- সাঈদ আহমাদ
  • রাহমানিয়া ছাত্র কাফেলা স্মৃতি আলোচনা
    • স্মৃতি আলোচনায় মাওলানা মামুনুল হক
    • স্মৃতি আলোচনায় মুফতি সাঈদ আহমাদ
  • জীবনের বাঁকে বাঁকে
    • আব্বার শাসন ও সযত্ন অনুশীলন
    • আমার আম্মার কথা
    • লেখাপড়ার সুচনা
    • হযরত শামছুল হক ফরিদপুরীর সাহচার্য আমার জী
    • আমার তালিম ও তরবিয়াতে হযরত ফরিদপুরির দরদ ও &#
    • হযরত রফিক আহমাদ কাশ্মিরী রহ. এর কথা
    • হাদিসে রাসুল সা. এর প্রথম পরশ
    • দাড়িয়ে তব দুয়ার মাঝে
    • অধমের মাথায় হযরত থানভীর পাগড়ি
    • হযরত হাফেজ্জী হুজুর রহ.
    • হুজুরের স্নেহের একটি নমুনা
  • সরাসরি সম্প্রচার
  • প্রধান কলাম সমূহ
    • বিদায় বাংলার শাইখুল হাদিস
    • উলামায়ে দেওবন্দের পতাকাবাহী
    • এক আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • শাইখুল হাদিস রহ. স্মরণে
    • আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক
    • হেফাজতে দ্বীনের জন্য শায়েখের আদর্শ গ্রহন 
    • শাইখুল হাদিসের স্মৃতিকথা, তাযকিরাতুল আজিö
    • শাইখুল হাদিস অনুদিত বুখারী শরীফ
    • জীবনের বেলাভূমিতে প্রিয়তম শাইখুল হাদিস
    • নবী প্রেমের কবি
  • জীবনউপলদ্ধি
    • তার জীবন আমাদের উপমা
    • ঘরে বাইরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক র
    • আদর্শ শিক্ষক যার শ্রেষ্ঠ পরিচয়
    • শাইখুল হাদিসের জীবনী পাঠ্য করা হোক
    • মওতুল আলেমি মওতুল আলমি
    • আজ আমি এতিম
    • অনন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
    • তিনি আমাদের বুখারীর ইমাম
    • আললামা
    • গন্তব্যে আমৃত্যু অবিচল
    • তিনি কোটি মানুষের প্রেরনা
    • দ্বীনের সফল মহানায়ক
  • গবেষনা
    • হকের উপর অটল এক ব্যক্তিত্ব
    • অসাধারন গুনাবলীর অপূর্ব সমাহার
    • হাদিস চর্চায় কালজয়ী অবদান
    • আমার দেখা শাইখুল হাদিস
    • তিনি কেন অসাধারণ
    • ঈমানদীপ্ত এক বীরের গল্প
    • রহমানিয়া ও শাইখুল হাদিস রহ.
    • আপনি ঘুমাতে পারেন না
    • রাজনীতিবিদ শাইখুল হাদিস
    • বাবরী মসজিদ লংমার্চ
  • অনুভূতি
    • আমার অনুভূতি
    • দীনের দরদী খাদেম
    • তার সাথে আমার জীবনাচার
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • হাদিসের দিকপাল
    • মহানুভবতার উজ্জল দৃষ্টান্ত
    • ইলম ও আমলের প্রানময় বটবৃক্ষ
    • স্বপ্নের ফেরিওয়ালা
    • শাইখুল কুরআন
    • আদর সোহাগে গড়েছেন এক আদর্শ পরিবার
    • যে রত্ন আজ হারিয়ে খুজিঁ
  • স্মৃতি আলোচনা
    • প্রিয় রাহবারের শবযাত্রার মিছিলে ৩০ ঘন্টা
    • কতো স্মৃতি কতো কথা
    • সুযোগ পেলেই তার কপালে চুমু খেতাম
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
    • যার জিকিরে গুন্ঞ্জরিত মাদরাসা
    • শাইখুল হাদিস জিন্দাবাদ নয়
    • স্মৃতিগুলো জেগে থাকে মনে
    • স্মৃতি ও স্বপ্ন
    • স্মৃতিতে শাইখুল হাদিস
    • স্মৃতিগুলো এলোমেলো
    • মনের মুকুরে
    • সবই আছে শুধু নানাজি নেই
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
  • একান্ত সাক্ষাতকারে শাইখুল হাদিস
  • শাইখুল হাদিসের বৈচিত্রময় জীবন-সাধনা
    • বংশ ও পূর্ব পুরুষ
    • জন্ম ও শৈশব কাল
    • শিক্ষা জীবন
    • উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ
    • শিক্ষকতা
    • রচনা ও সংকলন
  • স্মৃতি তারানা
    • তুমি সত্য ন্যায়ের বাতি
    • এতিম হলো দেশ
    • তার বিদায়ে কেঁদেছে মানুষ
  • ছবি গ্যালারী


বাংলাভাষ্যে প্রথম বুখারি হাদিস চর্চায় কালজয়ী অবদান
ড. আ ফ ম খালিদ হোসেন

যে সব উলামায়ে কেরামের অসামান্য  খেদমত, নিরন্তর দাওয়াত, নিরবচ্ছিন্ন তা’লীম, সুগভীর আধ্যাত্ম সাধনা, ক্ষুরধার লেখনি, সম্মোহনী ওয়াজ-বক্তৃতা এবং তাগুতি শক্তির বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের কারণে বাংলাদেশে দীনের অনুকূলে সজীব পরিবেশ ও বাতাবরণ সৃষ্টি হয়েছে তাদের মধ্যে শাইখুল হাদীস আল্লামা আজিজুল হকের রহ. নাম সমসাময়িক কালে শীর্ষে রয়েছে। দীর্ঘ প্রায় ৬৫ বছর ব্যাপী হাদীসের খেদমত শাইখুল হাদীসের জীবনকে করেছে সফল ও বর্ণাঢ্য। ভারতীয় উপমহাদেশের বিস্ময়কর মননের অধিকারী বিপ্লবী উলামায়ে কেরামের দীর্ঘ সাহচর্য, কঠোর অধ্যবসায়, প্রখর মেধা শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. কে সফলতা ও স্বার্থকতার তুঙ্গে-শৃঙ্গে নিয়ে গেছে। নিরবচ্ছিন্ন সাধনা ও কঠোর অধ্যবসায় মানুষকে যে সফলতার স্বর্ণদ্বারে পৌঁছাতে পারে শাইখুল হাদীস তার প্রকৃষ্ট স্বাক্ষর। অনুবাদ ও হাদিস শিক্ষার ক্ষেত্রে অনেকের মূল্যবান অবদান রয়েছে কিন্তু শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. অন্যদের ছাড়িয়ে গেছেন। ‘শাইখুল হাদীস’ ও ‘আল্লামা আজিজুল হক রহ.’ একে অপরের পরিপূরক ও সম্পূরকরূপে পরিগণিত। এদেশের মানুষ শাইখুল হাদীস বলতে আল্লামা আজিজুল হককে বোঝেন যেমন শাইখুল হিন্দ, শাইখুল ইসলাম ও হাকিমুল উম্মাত বলতে যথাক্রমে আল্লামা মাহমুদুল হাসান রহ. আল্লামা সাইয়িদ হোসাইন আহমদ মাদানী রহ. ও আল্লামা আশরাফ আলী থানভী রহ. কে বুঝায়। ভারতে শাইখুল হাদীস বলতে আল্লামা যাকারিয়া রহ.  কে বোঝায় আর বাংলাদেশে বোঝায় আল্লামা আজিজুল হক রহ. কে।
শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-এর বর্ণাঢ্য জীবন, জ্ঞান সাধনা ও অমর কীর্তি আমাদের জাতীয় ইতিহাসের এক সোনালি অধ্যায়। জ্ঞান আহরণ, জ্ঞান বিতরণ ও জ্ঞানচর্চার মাধ্যমে জাতি ও দেশ গঠনে তার অবদান বিশাল ও বিপুল। দীর্ঘ অর্ধ শতাব্দীব্যাপী তিনি ঢাকার লালবাগ জামেয়া কোরআনিয়া, বরিশাল মাহমুদিয়া মাদরাসা, মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়ায় সিহাহ সিত্তার শীর্ষে অন্তর্ভুক্ত অন্যতম বিশুদ্ধ হাদিস গ্রন্থ বুখারি শরিফের দরস দিয়েছেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত যুগপৎ পাঁচটি মাদরাসায় পালাক্রমে বুখারি শরিফের দরস পরিচালনা করেন। হযরতের নিকট বুখারি শরিফ পড়ার জন্য ছাত্রদের মাঝে একটি বিশেষ আগ্রহ ও উৎসুক্য লক্ষ করা যেতো। তিনি প্রাঞ্জল ভাষায় ও যুক্তিগ্রাহ্য উপস্থাপনায় বুখারি শরিফের যে তাত্ত্বিক দরস দেন তা  যে কোনো ক্যাটাগরীর ছাত্রদের হৃদয় ছুঁয়ে যায়। যে কোন অধ্যায় শুরুর আগে তিনি উক্ত অধ্যায়ে অন্তর্ভুক্ত হাদিসগুলোর বিষয়বস্তু ও সারসংক্ষেপ সংক্ষিপ্ত আকারে বর্ণনা করতেন। ফলে সামনের হাদিসগুলোর অর্থ-মর্ম বুঝতে শিক্ষার্থীদের বেগ পেতে হয়নি। শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-এর দরসে শাইখুল হাদীস আল্লামা শাব্বির আহমদ উসমানী রহ. আল্লামা ইদরিস কান্দুলভী রহ. ও হযরত আল্লামা যফর আহমদ উসমানী রহ. এব্ং আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ.-এর ফয়েজ ও জ্ঞান সাধনার আলোক দ্যুতি ছিল লক্ষ্যণীয় । 
সর্বোচ্চ প্রামাণ্য হাদিসগ্রন্থ সহীহ আল বুখারির ১১ খণ্ডে বাংলার অনুবাদ ও ভাষ্য শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-এর অসাধারণ ও অমর কীর্তি। বাংলা ভাষায় এটাই সর্বপ্রথম বুখারি শরিফের তরজমা। কেবল অনুবাদ করেই তিনি ক্ষান্ত হননি বরং গুরুত্বপূর্ণ হাদীসের যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিয়েছেন। বলতে গেলে এটা বিশ্লেষণধর্মী অনুবাদ। পঞ্চম খণ্ডটা সীরাতুন্নাবী সংকলনরূপে তিনি তৈরি করেছেন। অন্যান্য হাদিস গ্রন্থ থেকে তথ্য এনে তিনি এটাকে প্রামাণিক করার প্রয়াস চালিয়েছেন। এটাই এ খণ্ডের বৈশিষ্ট্য। ভারতের সুরাটের ডাভিলস্থ ইসলামিয়া মাদরাসায় অধ্যয়নকালীন শায়খুল ইসলাম আল্লামা শাব্বীর আহমদ উসমানী রহ. সহীহ বুখারির বিভিন্ন হাদীসের যে তথ্য ও তত্ত্বপূর্ণ ব্যাখ্যা প্রদান করতেন আল্লামা আজিজুল হক তাৎক্ষণিক তা নোট করে রাখতেন এবং পরবর্তীতে হাদীসের ব্যাখ্যা সম্বলিত পাণ্ডুলিপি তাকে দেখিয়ে সংশোধন করে দিতেন। এভাবে তিনি ছাত্রজীবনে ১৮০০ পৃষ্ঠার বুখারি শরিফের ব্যাখ্যা গ্রন্থ রচনা সম্পন্ন করেন উর্দু ভাষায়। বর্তমান তা পাকিস্তানে মুদ্রিত হয়ে সুধী ও আহলে ইলমদের নিকট বেশ সমাদৃত। আল্লামা শাব্বীর আহমাদ উসমানী রহ. এই ব্যাখ্যা গ্রন্থের বিষয়বস্তু, উপস্থাপনা ও যুক্তির কারণে বেশ সন্তুষ্টি প্রকাশ করেন। বুখারি শরিফের বাংলা ভাষ্যে আল্লামা যফর আহমদ উসমানী রহ. আল্লামা শাব্বীর আহমদ উসমানী রহ. আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ.-এর ফয়েজ ও চিন্তাধারার প্রভাব অপ্রতিহতভাবে লক্ষ্যণীয়। লালবাগ জামেয়া কোরআনিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ. তার প্রিয়তম ছাত্র আল্লামা আজিজুর হকের দ্বারা যাতে বাংলা বুখারি শরিফের অনুবাদ কর্ম সম্পাদন হয় সেজন্য তিনি পবিত্র মক্কা মদিনায় বিনয়সহকারে  দোয়া করেছেন আল্লাহ তা‘য়ালার দরবারে। আল্লাহ পাক এ দোয়া কবুল করেছেন। ১৯৫৭ সালে লিখিত বাংলা বুখারি শরিফের ভূমিকায় আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ. শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-এর মূল্যায়ন করে যে মুখবন্ধ লিখেন তা এ ক্ষেত্রে বিশেষ প্রণিধানযোগ্য। 
“আমার পরম দোস্ত মাওলানা আজিজুল হক সাহেবের দরজা আল্লাহ বুলন্দ করিয়া দিন। তিনি এত বিরাট কাজে হাত দিতে সাহস করিয়াছেন তিনি জওয়ানে সালেহ, তিনি বাস্তবিকই এ কাজের যোগ্যতা রাখেন। যতদূর আমার জানা আছে বুখারি শরিফ বর্তমান যুগে বাংলাদেশে তাহার চাইতে অধিক যতœসহকারে আদ্যোপান্ত বুঝিয়া আর কেহ পড়েন নাই এবং বুখারি শরিফের  খেদমতও এতদুর কেহ করেন নাই। ... কাজেই তাহার যোগ্যতায় ও বিশুদ্ধতায় কোনো সন্দেহ থাকিতে পারে না। ... যখন বাংলাদেশের অভাব মিটাইবার জন্য তিনি বুখারি শরিফের বাংলা অনুবাদ করা শুরু করিয়াছিলেন তখন আমার খুশির আর সীমা রহে নাই। আল্লাহর শোকর করিয়াছি, মক্কা শরিফে গিয়া হাতীমে, মাতাফে, মাকামে ইব্রাহীমে দোয়া করিয়াছি, মদিনা শরিফের রওজা পাকে দাঁড়াইয়া দোয়া করিয়াছি এই বিরাট খেদমত আল্লাহ পাক তাহার দ্বারা নিন; বাংলার মুসলমানদের জরুরত মিটান।’
মাওলানা আজিজুল হক সাহেব লিখিয়া আমাকে দেখাইয়াছেন; অনেক জায়গায় আমি তাহাকে বুঝাইয়া দিয়াছি; অনেক জায়গায় দেখিয়া কিছু কিছু সংশোধন তাহার দ্বারাই করাইয়াছি। আল্লাহ পাক তাহার দরজা বুলন্দ করুন, কবুল করুন এবং পাঠকগণকে ইহা হইতে ফয়েজ দান করুন। ইহ-পরকালের ভালো করুন। আমি গোনাহগার আল্লাহ পাকের দরবারে করুণ সুরে দোয়া করি আমিন। ছুম্মা আমিন।’ হযরত ফরিদপুরী রহ.-এর এই করুণ দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে অক্ষরে অক্ষরে। আল্লামা আজিজুল হক রহ. এর জীবদ্দশায় বুখারি শরিফের বাংলা অনুবাদ এমন ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে যে, ১৯৯৬ সাল পর্যন্ত ঢাকার হামিদিয়া লাইব্রেরি-এর দ্বাদশ সংস্করণ বের করেছে। ষাটের দশকে আল্লামা আজিজুল হক রহ. বাংলা ভাষায় বুখারি শরিফের তরজমায় যখন হাত দেন তখন এদেশের আলিমগণ বাংলা চর্চায় ছিলেন দুঃখজনকভাবে পিছিয়ে। তারা বাংলার চাইতে উর্দু ভাষার চর্চায় স্বাচ্ছন্দবোধ করতেন বেশি। বুখারি শরিফের বাংলায় অনুবাদের প্রয়াস মাতৃভাষার প্রতি শায়খুল হাদীসের গভীর অনুরাগের পরিচয় মেলে। কারণ তিনি সম্যক বুঝতে পেরেছিলেন যে, ভিনদেশি ভাষার জ্ঞানচর্চা ও সাধনার দ্বারা স্বদেশি ভাষাভাষী বঞ্চিত থেকে যাবে। অপরদিকে ঐতিহ্য, বৈভব ও বিশ্বজনীনতার দিক দিয়ে বাংলা পৃথিবীর অন্যতম শক্তিশালী ভাষা ও প্রগতির বাহক। আধুনিক বাংলার অন্যতম পথিকৃৎ উইলিয়াম কেরির মন্তব্য এ ক্ষেত্রে অভিনিবেশযোগ্যÑ ঈড়হারহপবফ ও ধস ঃযধঃ ইবহমধষর রহঃৎরহংরপধষষু ংঁঢ়বৎরড়ৎ ঃড় ধষষ ড়ঃযবৎ ওহফরধহ ষধহমঁধমবং. 
“বাংলা ভাষা ভারতীয় অন্যান্য সব প্রচলিত ভাষার চেয়ে সর্বতোভাবে শ্রেষ্ঠ, এটা আমার ধ্র“ব বিশ্বাস।”
প্রসঙ্গক্রমে একটি কথা বলা প্রয়োজন যে, ভাষার ব্যবহার, বাক্যরীতি, বাক্যগঠন ও বানান পদ্ধতি সতত পরিবর্তনশীল। বিগত দু’শ বছরে বাংলা ভাষার রূপ ও বানান এমনভাবে বদলেছে যে, আগে তা কল্পনা করাও ছিল কঠিন। পঞ্চাশ বছর আগে লিখিত বুখারি শরিফের ভাষার প্রয়োগ, বাক্য বিন্যাস, শব্দ চয়ন এবং বর্তমানে ভাষার রূপ ও চেহারায় পার্থক্য এসেছে স্বাভাবিকতার পথ ধরে। বর্তমান ও আগামী প্রজন্মের পাঠকের মানস ও রুচির দিক বিবেচনা করে একটি শক্তিশালী সম্পাদনা পরিষদের মাধ্যমে ১১ খণ্ডের বাংলা বুখারি শরিফের আদ্যন্ত সম্পাদনা করা হলে অনাগত দিনগুলোতে এর আবেদন অব্যাহত থাকবে কালজয়ী অনুবাদ কর্মরূপে।
সুদীর্ঘ ৯৩ বছরের বর্ণাঢ্য জীবনে তিনি মুসলিম লীগের পক্ষে ইংরেজ বিরোধী আন্দোলন, আইয়ুব খানের আপত্তিকর মুসলিম পারিবারিক আইনের বিরুদ্ধে সংগ্রাম, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃত্বের প্রথম সারিতে অবস্থান, বাবরী মসজিদ পুনর্নির্মাণের লক্ষ্যে অযোধ্যা অভিমুখে লংমার্চের নেতৃত্ব দান, পার্বত্য শান্তি চুক্তির প্রতিবাদে লংমার্চের নেতৃত্বদান এবং সরকারের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদের কারণে কারাবরণ করে ইতিহাসের সোনালি অধ্যায় রচনা করেছেন। উপর্যুক্ত গুরু দায়িত্ব ও কঠিন কাজ সম্পাদন করেও হাদীসের পঠন-পাঠন থেকে তিনি নিজেকে কোনোদিন দূরে রাখেননি-এটা আশ্চর্য। শায়খুল হাদীসের উস্তাদ আল্লামা শাব্বির আহমদ উসমানী রহ. ও আল্লামা যফর আহমদ উসমানী রহ. যেমন  ইসলামি আন্দোলনের নেতৃত্ব দেয়ার পরও জ্ঞান আহরণ ও জ্ঞান বিতরণ করে যথাক্রমে ফতহুল মুসলিম ও এলাউস সুনানের মতো বিখ্যাত গ্রন্থ লিখে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছেনÑ তেমনি যোগ্য উস্তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে শাইখুল হাদীস বুখারি শরিফের বাংলা অনুবাদসহ আটটি গ্রন্থ রচনা ও অনুবাদ কর্ম সম্পাদন করে অক্ষয় কীর্তি রেখেছেন। ‘মুসলিম শরিফ ও অন্যান্য হাদীসের ছয় কিতাব’ নামক হাদিস শাস্ত্রের ওপর তাঁর লিখিত [অসম্পন্ন] গবেষণাধর্মী গ্রন্থটি বিদগ্ধ ও অনুসন্ধিৎসু হাদিস পাঠকদের কাছে বিপুলভাবে সমাদৃত।
একটি ইসলামি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে বাংলাদেশ  খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীরের গুরুদায়িত্ব পালন করেও পাঁচটি মাদরাসায় বুখারি শরিফের দরস দিয়েছেন। হাদিস চর্চা ও হাদিসের আলোকে সমাজ বিনির্মাণ ছিল শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-এর লাইফ মিশন। এ জ্ঞান সাধক, জ্ঞানতাপস ও সর্বজন শ্রদ্ধেয় মনীষীর রূহের মাগফিরাত কামনা করি আল্লাহ তা‘য়ালার দরবারে। 
 লেখক: অধ্যাপক, ওমরগনি এম.ই.এস ডিগ্রী কলেজ, চট্টগ্রাম।

Powered by Create your own unique website with customizable templates.