• প্রথম পাতা
  • আরবী সাহিত্যে শাইখুল হাদিস সেমিনার
    • হযরত পাহাড়পুরী হুজুর দা: বা:
    • শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী
    • মুফতি আব্দুল মালেক দা: বা:
    • মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন
    • মুফতি মাহফুজুল হক দা:বা:
    • মাওলানা শহিদুল্লাহ ফজলুল বারী ও উবায়দুর র
    • মাওলানা আব্দুল জব্বার দা: বা:
    • ড: শামসুল হক সিদ্দিকি দা:বা:
    • মাওলানা যায়নুল আবেদীন
  • শাইখুল হাদিস কনফারেন্স
    • উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য প্রö
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-২
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-৩
    • হাফেজ উমর রহ:
    • শাইখূল হাদিস মামুনুল হকের ভাষণ
    • তারানা- সাঈদ আহমাদ
  • রাহমানিয়া ছাত্র কাফেলা স্মৃতি আলোচনা
    • স্মৃতি আলোচনায় মাওলানা মামুনুল হক
    • স্মৃতি আলোচনায় মুফতি সাঈদ আহমাদ
  • জীবনের বাঁকে বাঁকে
    • আব্বার শাসন ও সযত্ন অনুশীলন
    • আমার আম্মার কথা
    • লেখাপড়ার সুচনা
    • হযরত শামছুল হক ফরিদপুরীর সাহচার্য আমার জী
    • আমার তালিম ও তরবিয়াতে হযরত ফরিদপুরির দরদ ও &#
    • হযরত রফিক আহমাদ কাশ্মিরী রহ. এর কথা
    • হাদিসে রাসুল সা. এর প্রথম পরশ
    • দাড়িয়ে তব দুয়ার মাঝে
    • অধমের মাথায় হযরত থানভীর পাগড়ি
    • হযরত হাফেজ্জী হুজুর রহ.
    • হুজুরের স্নেহের একটি নমুনা
  • সরাসরি সম্প্রচার
  • প্রধান কলাম সমূহ
    • বিদায় বাংলার শাইখুল হাদিস
    • উলামায়ে দেওবন্দের পতাকাবাহী
    • এক আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • শাইখুল হাদিস রহ. স্মরণে
    • আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক
    • হেফাজতে দ্বীনের জন্য শায়েখের আদর্শ গ্রহন 
    • শাইখুল হাদিসের স্মৃতিকথা, তাযকিরাতুল আজিö
    • শাইখুল হাদিস অনুদিত বুখারী শরীফ
    • জীবনের বেলাভূমিতে প্রিয়তম শাইখুল হাদিস
    • নবী প্রেমের কবি
  • জীবনউপলদ্ধি
    • তার জীবন আমাদের উপমা
    • ঘরে বাইরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক র
    • আদর্শ শিক্ষক যার শ্রেষ্ঠ পরিচয়
    • শাইখুল হাদিসের জীবনী পাঠ্য করা হোক
    • মওতুল আলেমি মওতুল আলমি
    • আজ আমি এতিম
    • অনন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
    • তিনি আমাদের বুখারীর ইমাম
    • আললামা
    • গন্তব্যে আমৃত্যু অবিচল
    • তিনি কোটি মানুষের প্রেরনা
    • দ্বীনের সফল মহানায়ক
  • গবেষনা
    • হকের উপর অটল এক ব্যক্তিত্ব
    • অসাধারন গুনাবলীর অপূর্ব সমাহার
    • হাদিস চর্চায় কালজয়ী অবদান
    • আমার দেখা শাইখুল হাদিস
    • তিনি কেন অসাধারণ
    • ঈমানদীপ্ত এক বীরের গল্প
    • রহমানিয়া ও শাইখুল হাদিস রহ.
    • আপনি ঘুমাতে পারেন না
    • রাজনীতিবিদ শাইখুল হাদিস
    • বাবরী মসজিদ লংমার্চ
  • অনুভূতি
    • আমার অনুভূতি
    • দীনের দরদী খাদেম
    • তার সাথে আমার জীবনাচার
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • হাদিসের দিকপাল
    • মহানুভবতার উজ্জল দৃষ্টান্ত
    • ইলম ও আমলের প্রানময় বটবৃক্ষ
    • স্বপ্নের ফেরিওয়ালা
    • শাইখুল কুরআন
    • আদর সোহাগে গড়েছেন এক আদর্শ পরিবার
    • যে রত্ন আজ হারিয়ে খুজিঁ
  • স্মৃতি আলোচনা
    • প্রিয় রাহবারের শবযাত্রার মিছিলে ৩০ ঘন্টা
    • কতো স্মৃতি কতো কথা
    • সুযোগ পেলেই তার কপালে চুমু খেতাম
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
    • যার জিকিরে গুন্ঞ্জরিত মাদরাসা
    • শাইখুল হাদিস জিন্দাবাদ নয়
    • স্মৃতিগুলো জেগে থাকে মনে
    • স্মৃতি ও স্বপ্ন
    • স্মৃতিতে শাইখুল হাদিস
    • স্মৃতিগুলো এলোমেলো
    • মনের মুকুরে
    • সবই আছে শুধু নানাজি নেই
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
  • একান্ত সাক্ষাতকারে শাইখুল হাদিস
  • শাইখুল হাদিসের বৈচিত্রময় জীবন-সাধনা
    • বংশ ও পূর্ব পুরুষ
    • জন্ম ও শৈশব কাল
    • শিক্ষা জীবন
    • উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ
    • শিক্ষকতা
    • রচনা ও সংকলন
  • স্মৃতি তারানা
    • তুমি সত্য ন্যায়ের বাতি
    • এতিম হলো দেশ
    • তার বিদায়ে কেঁদেছে মানুষ
  • ছবি গ্যালারী

মহানুভবতার উজ্জ্বল দৃষ্টান্ত শাইখুল হাদীস  রহ.
মুফতি ওয়াজেদ আলী

শাইখুল হাদীস  আল্লামা আজিজুল হক রহ. ছিলেন ভারত উপমহাদেশের একজন অন্যতম হাদিস বিশারদ। তার ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবন সবই ছিল নববী আদর্শের বাস্তব নমুনা। তার মতো একজন মহৎ মানুষ এই আখেরি যামানায় মেলা বড়ই দুস্কর। এমন একজন মহামানবের সুদীর্ঘ সোহবত লাভের সৌভাগ্য হয়েছিল এই অধমের। তারই কয়েকটি স্মরণীয় দৃষ্টান্ত নিম্নে উপস্থাপন করছি।
হযরত শাইখুল হাদীসের সাথে বিগত ১৬-১৭ বছর যাবত মাঝে মাঝে দেশের বিভিন্ন জায়গায় সফরে যাওয়া ও তার সহচর্যে থাকা আমার নসীব হয়। কয়েক বছর আগেও নেত্রকোনার ঝানজাইল, সিলেট ও মৌলভীবাজারে গিয়েছিলাম। তার সাথে দীর্ঘ দিনের সহচর্যে থাকায় তার ব্যক্তিগত অনেক আমল যেমন খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছিল, তেমনি খোসনসিব হয়েছিল রাজনৈতিক ময়দানেও তার অনুপম আদর্শ স্বচক্ষে দেখার। ব্যক্তিগত আমলের মধ্যে সর্বদাই দেখেছি তিনি সফরে বা ঘরে সারাক্ষণ হয় নফল নামাজ, নয় কুরআন শরিফ তেলাওয়াত অথবা যিকির-আযকার করতেই থাকেন। সফররত অবস্থায় গাড়িতে দু’রাকাত বিশিষ্ট নফল নামাজে সূরা ওয়াক্বেয়া, সূরা মুলক অথবা কোনো কোনো সময় সূরা ইয়াসীন, সূরা আর-রাহমান ইত্যাদি বড় বড়  সূরা তেলাওয়াত করতেন। 

একদিনের ঘটনা
গত পাঁচ বছর আগে হযরত আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ. কর্তৃক প্রতিষ্ঠিত গওহরডাঙ্গা মাদরাসার বাৎসরিক মাহফিলে শাইখুল হাদীস  রহ.-এর সঙ্গে সফরে যাওয়ার খোসনসিব হয়েছিল। ঢাকা হতে সকালে রওনা হয়ে সন্ধ্যায় পৌঁছি। দীর্ঘ সফরে সবাই ক্লান্ত-শ্রান্ত। শারীরিক ক্লান্তি কাটিয়ে তোলার জন্য হুজুরকে বিছানায় আরাম করতে বলি। তখন হুজুর ধমকের স্বরে বললেন, ‘আমাকে বেয়াদব বানাবে না কি? আমি হুজুরের কাছে [ শামসুল হক ফরিদপুরী রহ. ] হাজিরা দিয়েছি। যাও, এক্ষুণি নিয়ে যাও, আগে কবর জিয়ারত করে আসি, পরে বিশ্রাম নিবো’। কবরের কাছে যাওয়ার বেশ আগেই হুইল চেয়ার ছেড়ে খালি পায়ে অশ্র“সিক্ত নয়নে আমার কাঁধে ভর করে সামনে অগ্রসর হচ্ছিলেন।
মোনাজাতের সময় হুজুরের চোখ দিয়ে অঝোর ধারায় অশ্র“ ঝরছিলো। হুজুরের সাথে মোনাজাতে শরিক হতে পেরে নিজেকে তখন অনেক ধন্য মনে হচ্ছিলো।
মোনাজাতের পর অপলক নেত্রে চেয়ে চেয়ে মাদরাসার রুম পর্যন্ত আসেন। প্রিয় উস্তাদ ও মুরশিদের প্রতি তার ছিল কতই না ভক্তি! 
সফর শেষে আমরা রাতেই ঢাকার উদ্দেশে রওনা হয়ে গেলাম। ঢাকায় পৌঁছাতে প্রায় সারারাত লেগে গেল। তখন ভোর চারটা প্রায়। গাড়ি থেকে নেমে হুজুর জিজ্ঞাসা করলেন, ওয়াজেদ আলী, এখন কয়টা বাজে? উত্তরে বললাম, চারটা। বললেন, তাহাজ্জুদের সময় আছে তো? বললাম, দশ মিনিটের মতো বাকি আছে। সঙ্গে সঙ্গেই ওজু-ইস্তেঞ্জা সেরে দ্রুত নামাজে দাঁড়িয়ে গেলেন। দু’ রাকাত নামায আদায় করতে পেরে তার আনন্দের আর সীমা রইল না। অথচ আমরা কিন্তু ঠিকই বিছানায় গা এলিয়ে দিলাম। আসলে তিনি ছিলেন সাহাবায়ে কেরামের প্রকৃত নমুনায় রাতের আঁধারে যেমনি নিয়মিত তাহাজ্জুদগুযার, তেমনি দিনের বেলায় বাতিল মোকাবিলায় আপোসহীন সংগ্রামী সিপাহসালার।

মহানুভবতা ও অমায়িকতার বেনজির প্রতীক
নেত্রকোনার ঝানজাইলের উদ্দেশ্যে সফর। চলতে চলতে এক সময় সন্ধা ঘনিয়ে এল। চারদিক থেকে ভেসে আসছিল নানা রকম মধুর সুরে মাগরিবের আজান। হুজুর গাড়ি থামিয়ে মাগরিবের নামাজ জামাতে আদায় করে নেয়ার ইচ্ছা পোষণ করলেন। গাড়ি থামানো হলো এক জীর্ণ-শীর্ণ পুরোনো মসজিদের সামনে। সময় ছিল খুবই সংকীর্ণ। তড়িৎ ওজু সেরে নামায আদায় করে নিলাম। এদিকে অঘোষিত ভাবেই এলাকার সবাই জেনে গেল যে, শাইখুল হাদীস  সাহেব আমাদের মসজিদে নামাজ আদায় করেছেন। মসজিদের পাশেই ছিল একটি ছোট্ট চায়ের দোকান। লাকড়ি দিয়ে জ্বালানো হতো চায়ের উনুন। নামাজ সেরে গাড়িতে উঠতে যাবেন এমন সময় সেই ছোট্ট চায়ের দোকানদার  দৌড়ে এসে হুজুরকে অতিশয় আকুতির সুরে বলতে লাগলো, হুজুর! মেহেরবানী করে আমার গাভীর এক গ্লাস দুধ যদি পান করতেন, তবে নিজেকে বড় ধন্য মনে হতো!! সময়ের খুবই সংকীর্ণতার কারণে আমাদের সেখানে দেরি করার ইচ্ছা না থাকলেও হুজুর লোকটির আবেগভরা আকুতি ফেলতে পারলেন না। সম্মতি দিলে লোকটি দৌড়ে গিয়ে গাভীর দুধ দোহন করতে শুরু করল। দুধ দোহনের আওয়াজ আমরা নিজ কানে শুনতে পাচ্ছিলাম। মনে মনে আমরা বেশ বিরক্ত বোধ করলেও হুজুরের ইচ্ছাকে উপেক্ষা করতে পারলাম না। লোকটি সিলভারের গ্লাসে করে দুধ নিয়ে এসে চায়ের চুলোয় দিয়ে দ্রুত গরম করে অপরিচ্ছন্ন গ্লাসটিই হুজুরের সামনে পেশ করল। হুজুর নিজ হাতে গ্লাসে লেগে থাকা কালি পরিষ্কার করে নির্দ্বিধায় তা পান করে নিলেন। লোকটি যারপরনাই খুশি হয়ে আনন্দের আতিসহ্যে বুকে হাত দিয়ে উচ্চস্বরে বলতে লাগল, আল্লাহ! ‘শাইখুল হাদীস কে আমি দুধ পান করাতে পেরেছি, আমার জীবন ধন্য’। অতঃপর হুজুর আমাদেরকে বললেন, দেখো, পাঁচ মিনিট সময় দেরি হলেও মানুষের ভালোবাসা ও আবেগের মূল্যায়ন করা উচিত। এই ছিল হুজুরের অমায়িকতা ও মহানুভবতার অপরূপ দৃষ্টান্ত। তার-এরূপ অমায়িকতা ও মহানুভবতার ফলে মানুষেরও ছিল তার প্রতি অগাধ ভক্তি-শ্রদ্ধা ও সীমাহীন ভালোবাসা।
শাইখুল হাদীসের প্রতি শেষ শ্রদ্ধা : লক্ষ জনতার ঢল
তার জানাজার ব্যাবস্থাপনা ও শৃঙ্খলার দায়িত্ব ছিল আমাদের কয়েকজনের কাঁধে। জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল বেলা এগারোটা। জাতীয় ঈদগাহ ময়দান জানাযার স্থান নির্ধারণ ছিল। ব্যাবস্থাপনার কাজে সাহরির পরপরই সেখানে পৌঁছি। পৌঁছেই দেখতে পাই প্রায় হাজারো মানুষের সমাগম। তাদের সঙ্গে আলাপ-পরিচয়ে জানতে পারি তারা শেষ বারের মতো হুজুরকে এক নজর দেখতে ও প্রথম কাতারে জানাজায় শরিক হতে সাহরির আগেই এখানে উপস্থিত হয়েছে। প্রবীণ ও মুরুব্বীদের ভাষ্যমতে এটি ছিল সত্যিই একটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক জানাযা- আগামী একশ’ বছরেও যার নজির মিলবে কি না তা আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতের আলী মাকাম দান করুন এবং আমাদেরকে তার রূহানি ফয়েজে উভয় জাহানের কামিয়াবী দান করুন। আমিন।
লেখক : ভাইস প্রিন্সিপাল: জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া বনানী, ঢাকা

Powered by Create your own unique website with customizable templates.