• প্রথম পাতা
  • আরবী সাহিত্যে শাইখুল হাদিস সেমিনার
    • হযরত পাহাড়পুরী হুজুর দা: বা:
    • শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী
    • মুফতি আব্দুল মালেক দা: বা:
    • মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন
    • মুফতি মাহফুজুল হক দা:বা:
    • মাওলানা শহিদুল্লাহ ফজলুল বারী ও উবায়দুর র
    • মাওলানা আব্দুল জব্বার দা: বা:
    • ড: শামসুল হক সিদ্দিকি দা:বা:
    • মাওলানা যায়নুল আবেদীন
  • শাইখুল হাদিস কনফারেন্স
    • উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য প্রö
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-২
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-৩
    • হাফেজ উমর রহ:
    • শাইখূল হাদিস মামুনুল হকের ভাষণ
    • তারানা- সাঈদ আহমাদ
  • রাহমানিয়া ছাত্র কাফেলা স্মৃতি আলোচনা
    • স্মৃতি আলোচনায় মাওলানা মামুনুল হক
    • স্মৃতি আলোচনায় মুফতি সাঈদ আহমাদ
  • জীবনের বাঁকে বাঁকে
    • আব্বার শাসন ও সযত্ন অনুশীলন
    • আমার আম্মার কথা
    • লেখাপড়ার সুচনা
    • হযরত শামছুল হক ফরিদপুরীর সাহচার্য আমার জী
    • আমার তালিম ও তরবিয়াতে হযরত ফরিদপুরির দরদ ও &#
    • হযরত রফিক আহমাদ কাশ্মিরী রহ. এর কথা
    • হাদিসে রাসুল সা. এর প্রথম পরশ
    • দাড়িয়ে তব দুয়ার মাঝে
    • অধমের মাথায় হযরত থানভীর পাগড়ি
    • হযরত হাফেজ্জী হুজুর রহ.
    • হুজুরের স্নেহের একটি নমুনা
  • সরাসরি সম্প্রচার
  • প্রধান কলাম সমূহ
    • বিদায় বাংলার শাইখুল হাদিস
    • উলামায়ে দেওবন্দের পতাকাবাহী
    • এক আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • শাইখুল হাদিস রহ. স্মরণে
    • আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক
    • হেফাজতে দ্বীনের জন্য শায়েখের আদর্শ গ্রহন 
    • শাইখুল হাদিসের স্মৃতিকথা, তাযকিরাতুল আজিö
    • শাইখুল হাদিস অনুদিত বুখারী শরীফ
    • জীবনের বেলাভূমিতে প্রিয়তম শাইখুল হাদিস
    • নবী প্রেমের কবি
  • জীবনউপলদ্ধি
    • তার জীবন আমাদের উপমা
    • ঘরে বাইরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক র
    • আদর্শ শিক্ষক যার শ্রেষ্ঠ পরিচয়
    • শাইখুল হাদিসের জীবনী পাঠ্য করা হোক
    • মওতুল আলেমি মওতুল আলমি
    • আজ আমি এতিম
    • অনন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
    • তিনি আমাদের বুখারীর ইমাম
    • আললামা
    • গন্তব্যে আমৃত্যু অবিচল
    • তিনি কোটি মানুষের প্রেরনা
    • দ্বীনের সফল মহানায়ক
  • গবেষনা
    • হকের উপর অটল এক ব্যক্তিত্ব
    • অসাধারন গুনাবলীর অপূর্ব সমাহার
    • হাদিস চর্চায় কালজয়ী অবদান
    • আমার দেখা শাইখুল হাদিস
    • তিনি কেন অসাধারণ
    • ঈমানদীপ্ত এক বীরের গল্প
    • রহমানিয়া ও শাইখুল হাদিস রহ.
    • আপনি ঘুমাতে পারেন না
    • রাজনীতিবিদ শাইখুল হাদিস
    • বাবরী মসজিদ লংমার্চ
  • অনুভূতি
    • আমার অনুভূতি
    • দীনের দরদী খাদেম
    • তার সাথে আমার জীবনাচার
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • হাদিসের দিকপাল
    • মহানুভবতার উজ্জল দৃষ্টান্ত
    • ইলম ও আমলের প্রানময় বটবৃক্ষ
    • স্বপ্নের ফেরিওয়ালা
    • শাইখুল কুরআন
    • আদর সোহাগে গড়েছেন এক আদর্শ পরিবার
    • যে রত্ন আজ হারিয়ে খুজিঁ
  • স্মৃতি আলোচনা
    • প্রিয় রাহবারের শবযাত্রার মিছিলে ৩০ ঘন্টা
    • কতো স্মৃতি কতো কথা
    • সুযোগ পেলেই তার কপালে চুমু খেতাম
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
    • যার জিকিরে গুন্ঞ্জরিত মাদরাসা
    • শাইখুল হাদিস জিন্দাবাদ নয়
    • স্মৃতিগুলো জেগে থাকে মনে
    • স্মৃতি ও স্বপ্ন
    • স্মৃতিতে শাইখুল হাদিস
    • স্মৃতিগুলো এলোমেলো
    • মনের মুকুরে
    • সবই আছে শুধু নানাজি নেই
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
  • একান্ত সাক্ষাতকারে শাইখুল হাদিস
  • শাইখুল হাদিসের বৈচিত্রময় জীবন-সাধনা
    • বংশ ও পূর্ব পুরুষ
    • জন্ম ও শৈশব কাল
    • শিক্ষা জীবন
    • উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ
    • শিক্ষকতা
    • রচনা ও সংকলন
  • স্মৃতি তারানা
    • তুমি সত্য ন্যায়ের বাতি
    • এতিম হলো দেশ
    • তার বিদায়ে কেঁদেছে মানুষ
  • ছবি গ্যালারী

আজ আমি এতিম 
মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার

১৯৫৭ সাল। বড়কাটারা মাদরাসায় ভর্তি হই। ফজর নামাজ পড়তাম চকবাজার শাহী মসজিদে। নামাজ শেষে প্রায়ই শাইখুল হাদীস রহ.-এর সঙ্গে দেখা হত। এখান থেকেই পরিচয়। ১৯৭৬ সালে জমিয়তে উলামায়ে ইসলাম নতুন করে গঠন হয়। শাইখুল হাদীস রহ. সভাপতি, মাওলানা শামসুদ্দীন কাসেমী সহ-সভাপতি, মাওলানা মুহিউদ্দিন খান সেক্রেটারী জেনারেল। আমি অধমকে দেয়া হয় সহকারী সেক্রেটারী জেনারেলের দায়িত্ব। এ সুবাদে হুজুরের সঙ্গে ঘনিষ্ঠতা অনেক গুণ বেড়ে যায়। ১৯৭৮ সালে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ গঠন হয়। শাইখুল হাদীস রহ. সেক্রেটারী আর আমি দায়িত্ব নেই অফিস সেক্রেটারী হিসাবে। এভাবে সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। অনেক আন্দোলনে হুজুরের সঙ্গে কাজ করেছি। তিনি ছিলেন আমার মুরব্বী। আমি কর্র্মী। কর্মী মুরব্বীর সম্পর্ক ছিল রোদ আর ছায়ার মত। বেফাকের প্রথম দুই  মেয়াদ তিনি ছিলেন সেক্রেটারী। তারপর সেক্রেটারী দায়িত্ব নেন মাওলানা আতাউর রহমান খান। এ দায়িত্বে তিনি থাকেন  ১২ বছর। তারপর থেকে অদ্যবধি এ দায়িত্বভার মুরব্বীগণ আমি নগণ্যের উপর অর্পন করে থাকেন। বারবার শাইখুল হাদীস রহ. আমাকে সমর্থন দিতেন। আমার প্রতি ছিল তার অগাধ আস্থা। বেফাকের প্রথম কমিটি গঠন হয় লালবাগ শায়েস্তাখান হলে। তখনকার এক ঘটনা। বেফাক গঠনের প্রস্তুতি কমিটির আহবায়ক ছিলেন- মাওলানা রেজাউল করিম ইসলামাবাদি। ঘটনাক্রমে তাকে কোন দায়িত্ব দেয়া হয়নি। আমি শাইখ রহ. কে বললাম, এ কাজটা সুন্দর হল না। যিনি অক্লান্ত পরিশ্রম করে বেফাক  গঠন পযর্š— পৌঁছালেন, তাকে কোন দায়িত্ব দেয়া হবে না এটাতো সমর্থন করতে পারছি না। শাইখুল হাদীস রহ. বললেন, তোমার প্রস্তাব কি? আমি বললাম, তাকে সহ-সভাপতির দায়িত্ব দেয়া হোক। তিনি বললেন, ঠিক আছে তোমার প্রস্তাব গ্রহণ করা হল। বেফাক গঠনের পর অফিসের জন্য শাইখুল হাদীস রহ. তৎকালীন ফরিদাবাদ মাদরাসার নায়েবে মুহতামিম শাইখের  ছাত্র মাওলানা ফজলুর রহমানকে বললেন, মাওলানা ফজলুর রহমান! তুমি কি বেফাককে একটু জায়গা দিতে পারবে? মাওলানা ফজলুর রহমান বললেন, আমি বেফাককে বসার জন্য ফরিদাবাদ মাদরাসায় জায়গা দিব। প্রায় ১২ বছর  ফরিদাবাদ মাদরাসায় বেফাকের অফিস চলে। অফিস সেক্রেটারীর দায়িত্ব দেয়া হয় মাওলানা আব্দুর রাজ্জাক ফরিদপুরীকে। তিনি এক মাস কাজ করার পর বললেন, আমার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। এ কাজটা আমার জন্য একটু কঠিন হয়ে যায়। তখন কোনো লোকও পাওয়া যাচ্ছিল না। আমি  শাইখুল হাদীস রহ. কে বললাম, এ কাজের দায়িত্ব আমি অধমকে দিলে নিতে রাজি আছি। তিনি হাসি দিয়ে বললেন, তুমি নিলে তো আর কোন কথাই নেই। এভাবে অনেক কাজেই শাইখুল হাদীস রহ.এর সাহচর্যে বা ছত্রছায়ায় করে আসছিলাম। বেফাকের যখন কোন জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, হুজুরের নিকট পরামর্শ চেয়েছি। হুজুরকে সকল বিষয় জানিয়েছি। আজ আমি এতিম। দোয়া দেয়ার, পরামর্শ দেয়ার কেউ নেই। হে আল্লাহ! শাইখুল হাদীস রহ. কে উঁচু মাকাম দান করুন।  
 লেখক  : মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ 

Powered by Create your own unique website with customizable templates.