• প্রথম পাতা
  • আরবী সাহিত্যে শাইখুল হাদিস সেমিনার
    • হযরত পাহাড়পুরী হুজুর দা: বা:
    • শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী
    • মুফতি আব্দুল মালেক দা: বা:
    • মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন
    • মুফতি মাহফুজুল হক দা:বা:
    • মাওলানা শহিদুল্লাহ ফজলুল বারী ও উবায়দুর র
    • মাওলানা আব্দুল জব্বার দা: বা:
    • ড: শামসুল হক সিদ্দিকি দা:বা:
    • মাওলানা যায়নুল আবেদীন
  • শাইখুল হাদিস কনফারেন্স
    • উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য প্রö
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-২
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-৩
    • হাফেজ উমর রহ:
    • শাইখূল হাদিস মামুনুল হকের ভাষণ
    • তারানা- সাঈদ আহমাদ
  • রাহমানিয়া ছাত্র কাফেলা স্মৃতি আলোচনা
    • স্মৃতি আলোচনায় মাওলানা মামুনুল হক
    • স্মৃতি আলোচনায় মুফতি সাঈদ আহমাদ
  • জীবনের বাঁকে বাঁকে
    • আব্বার শাসন ও সযত্ন অনুশীলন
    • আমার আম্মার কথা
    • লেখাপড়ার সুচনা
    • হযরত শামছুল হক ফরিদপুরীর সাহচার্য আমার জী
    • আমার তালিম ও তরবিয়াতে হযরত ফরিদপুরির দরদ ও &#
    • হযরত রফিক আহমাদ কাশ্মিরী রহ. এর কথা
    • হাদিসে রাসুল সা. এর প্রথম পরশ
    • দাড়িয়ে তব দুয়ার মাঝে
    • অধমের মাথায় হযরত থানভীর পাগড়ি
    • হযরত হাফেজ্জী হুজুর রহ.
    • হুজুরের স্নেহের একটি নমুনা
  • সরাসরি সম্প্রচার
  • প্রধান কলাম সমূহ
    • বিদায় বাংলার শাইখুল হাদিস
    • উলামায়ে দেওবন্দের পতাকাবাহী
    • এক আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • শাইখুল হাদিস রহ. স্মরণে
    • আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক
    • হেফাজতে দ্বীনের জন্য শায়েখের আদর্শ গ্রহন 
    • শাইখুল হাদিসের স্মৃতিকথা, তাযকিরাতুল আজিö
    • শাইখুল হাদিস অনুদিত বুখারী শরীফ
    • জীবনের বেলাভূমিতে প্রিয়তম শাইখুল হাদিস
    • নবী প্রেমের কবি
  • জীবনউপলদ্ধি
    • তার জীবন আমাদের উপমা
    • ঘরে বাইরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক র
    • আদর্শ শিক্ষক যার শ্রেষ্ঠ পরিচয়
    • শাইখুল হাদিসের জীবনী পাঠ্য করা হোক
    • মওতুল আলেমি মওতুল আলমি
    • আজ আমি এতিম
    • অনন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
    • তিনি আমাদের বুখারীর ইমাম
    • আললামা
    • গন্তব্যে আমৃত্যু অবিচল
    • তিনি কোটি মানুষের প্রেরনা
    • দ্বীনের সফল মহানায়ক
  • গবেষনা
    • হকের উপর অটল এক ব্যক্তিত্ব
    • অসাধারন গুনাবলীর অপূর্ব সমাহার
    • হাদিস চর্চায় কালজয়ী অবদান
    • আমার দেখা শাইখুল হাদিস
    • তিনি কেন অসাধারণ
    • ঈমানদীপ্ত এক বীরের গল্প
    • রহমানিয়া ও শাইখুল হাদিস রহ.
    • আপনি ঘুমাতে পারেন না
    • রাজনীতিবিদ শাইখুল হাদিস
    • বাবরী মসজিদ লংমার্চ
  • অনুভূতি
    • আমার অনুভূতি
    • দীনের দরদী খাদেম
    • তার সাথে আমার জীবনাচার
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • হাদিসের দিকপাল
    • মহানুভবতার উজ্জল দৃষ্টান্ত
    • ইলম ও আমলের প্রানময় বটবৃক্ষ
    • স্বপ্নের ফেরিওয়ালা
    • শাইখুল কুরআন
    • আদর সোহাগে গড়েছেন এক আদর্শ পরিবার
    • যে রত্ন আজ হারিয়ে খুজিঁ
  • স্মৃতি আলোচনা
    • প্রিয় রাহবারের শবযাত্রার মিছিলে ৩০ ঘন্টা
    • কতো স্মৃতি কতো কথা
    • সুযোগ পেলেই তার কপালে চুমু খেতাম
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
    • যার জিকিরে গুন্ঞ্জরিত মাদরাসা
    • শাইখুল হাদিস জিন্দাবাদ নয়
    • স্মৃতিগুলো জেগে থাকে মনে
    • স্মৃতি ও স্বপ্ন
    • স্মৃতিতে শাইখুল হাদিস
    • স্মৃতিগুলো এলোমেলো
    • মনের মুকুরে
    • সবই আছে শুধু নানাজি নেই
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
  • একান্ত সাক্ষাতকারে শাইখুল হাদিস
  • শাইখুল হাদিসের বৈচিত্রময় জীবন-সাধনা
    • বংশ ও পূর্ব পুরুষ
    • জন্ম ও শৈশব কাল
    • শিক্ষা জীবন
    • উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ
    • শিক্ষকতা
    • রচনা ও সংকলন
  • স্মৃতি তারানা
    • তুমি সত্য ন্যায়ের বাতি
    • এতিম হলো দেশ
    • তার বিদায়ে কেঁদেছে মানুষ
  • ছবি গ্যালারী

এক আল্লাহ ছাড়া কারো  ভয় তার মধ্যে ছিল না
প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান

শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-এর সঙ্গে আমার ওঠা-বসা অনেক দিনের। তিনি আমাকে অত্যন্ত মহব্বত করতেন। আল্লাহর শোকর, মহান আল্লাহ তা‘য়ালা আমাকে শাইখুল হাদীস রহ-এর মতো আল্লাহর প্রিয় এবং মকবুল বান্দার সঙ্গে দীনি বহু কাজ করার তৌফিক দিয়েছেন। 
আমি শাইখুল হাদীস রহ.-এর সঙ্গে ইউরোপ, লন্ডন, আরব, মক্কা মোকাররমাসহ দেশে-বিদেশে অনেক সফর করেছি। কিন্তু কখনো কোনো সফরে কোনো কাজে আমি তাঁকে সুন্নতের খেলাফ কোনো কাজ করতে দেখিনি। এমনকি কেউ সুন্নতপরিপন্থী কোনো কাজ করলে তিনি প্রচণ্ড রাগ করতেন। 
আমি একবার লন্ডনে তাকে নিয়ে সফরে গিয়েছি। প্রায় পঞ্চাশ মাইল রাস্তা আমাদের গাড়িতে করে যেতে হয়। এই পঞ্চাশ মাইলের পুরো রাস্তা তিনি সুরা ইখলাস পড়তে পড়তে গিয়েছেন।  বাড়তি একটি কথাও তিনি বলেননি। তিনি সবসময় পরিমিত খাবার গ্রহণ করতেন এবং খাবারও সুন্নত তরিকায় খেতেন। কেউ যদি খাবার নষ্ট করতো কিংবা রেখে দিতো তিনি খুব রাগ করতেন। 
আমি অনেক জায়গাতেই এ ঘটনাটা বলি। সিলেটে হযরত শাহজালাল রহ.-এর মাজার প্রাঙ্গণে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার জন্য যখন আমাকে দোষী করতে চেয়েছিল কুচক্রী মহল তখন শাইখুল হাদীস রহ. সিলেটে আমার পক্ষে ভাষণ দিলেন। তিনি সেদিন সিলেটে  ঘোষণা দিয়েছিলেন, প্রিন্সিপাল হাবিবুর রহমান শুধু সিলেটের নয় বরং পুরো বাংলাদেশের ‘সিংহপুরুষ’। আমি আমার জীবন দেব তবু তার বিরুদ্ধে কিছু হতে দেব না। 
আমি দেখেছি, তিনি তার জীবনে এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পেতেন না। যত বাধা আসুক কিংবা যাই কিছু হোক না কেন তবু কোনো পরোয়া করতেন না। তিনি কখনো কারো কাছে মাথা নত করতেন না। তিনি সময়ের অনেক মূল্যায়ন করতেন। 
শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. তার পুরো জীবনে নববী আদর্শ ও কুরআনের শাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে গেছেন। সে আদর্শ বাস্তবায়নে যদি জীবন দিতে হয় তাহলে আমি হাবিবুর রহমান সবার আগে প্রস্তুত। 
আল্লাহ তা‘য়ালা আমাদের সবাইকে শাইখুল হাদীস রহ.-এর মিশন এগিয়ে নিয়ে যাওয়া এবং তার আদর্শের পথে চলার তৌফিক দান করুন! আমিন!!

Powered by Create your own unique website with customizable templates.