• প্রথম পাতা
  • আরবী সাহিত্যে শাইখুল হাদিস সেমিনার
    • হযরত পাহাড়পুরী হুজুর দা: বা:
    • শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী
    • মুফতি আব্দুল মালেক দা: বা:
    • মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন
    • মুফতি মাহফুজুল হক দা:বা:
    • মাওলানা শহিদুল্লাহ ফজলুল বারী ও উবায়দুর র
    • মাওলানা আব্দুল জব্বার দা: বা:
    • ড: শামসুল হক সিদ্দিকি দা:বা:
    • মাওলানা যায়নুল আবেদীন
  • শাইখুল হাদিস কনফারেন্স
    • উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য প্রö
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-২
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-৩
    • হাফেজ উমর রহ:
    • শাইখূল হাদিস মামুনুল হকের ভাষণ
    • তারানা- সাঈদ আহমাদ
  • রাহমানিয়া ছাত্র কাফেলা স্মৃতি আলোচনা
    • স্মৃতি আলোচনায় মাওলানা মামুনুল হক
    • স্মৃতি আলোচনায় মুফতি সাঈদ আহমাদ
  • জীবনের বাঁকে বাঁকে
    • আব্বার শাসন ও সযত্ন অনুশীলন
    • আমার আম্মার কথা
    • লেখাপড়ার সুচনা
    • হযরত শামছুল হক ফরিদপুরীর সাহচার্য আমার জী
    • আমার তালিম ও তরবিয়াতে হযরত ফরিদপুরির দরদ ও &#
    • হযরত রফিক আহমাদ কাশ্মিরী রহ. এর কথা
    • হাদিসে রাসুল সা. এর প্রথম পরশ
    • দাড়িয়ে তব দুয়ার মাঝে
    • অধমের মাথায় হযরত থানভীর পাগড়ি
    • হযরত হাফেজ্জী হুজুর রহ.
    • হুজুরের স্নেহের একটি নমুনা
  • সরাসরি সম্প্রচার
  • প্রধান কলাম সমূহ
    • বিদায় বাংলার শাইখুল হাদিস
    • উলামায়ে দেওবন্দের পতাকাবাহী
    • এক আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • শাইখুল হাদিস রহ. স্মরণে
    • আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক
    • হেফাজতে দ্বীনের জন্য শায়েখের আদর্শ গ্রহন 
    • শাইখুল হাদিসের স্মৃতিকথা, তাযকিরাতুল আজিö
    • শাইখুল হাদিস অনুদিত বুখারী শরীফ
    • জীবনের বেলাভূমিতে প্রিয়তম শাইখুল হাদিস
    • নবী প্রেমের কবি
  • জীবনউপলদ্ধি
    • তার জীবন আমাদের উপমা
    • ঘরে বাইরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক র
    • আদর্শ শিক্ষক যার শ্রেষ্ঠ পরিচয়
    • শাইখুল হাদিসের জীবনী পাঠ্য করা হোক
    • মওতুল আলেমি মওতুল আলমি
    • আজ আমি এতিম
    • অনন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
    • তিনি আমাদের বুখারীর ইমাম
    • আললামা
    • গন্তব্যে আমৃত্যু অবিচল
    • তিনি কোটি মানুষের প্রেরনা
    • দ্বীনের সফল মহানায়ক
  • গবেষনা
    • হকের উপর অটল এক ব্যক্তিত্ব
    • অসাধারন গুনাবলীর অপূর্ব সমাহার
    • হাদিস চর্চায় কালজয়ী অবদান
    • আমার দেখা শাইখুল হাদিস
    • তিনি কেন অসাধারণ
    • ঈমানদীপ্ত এক বীরের গল্প
    • রহমানিয়া ও শাইখুল হাদিস রহ.
    • আপনি ঘুমাতে পারেন না
    • রাজনীতিবিদ শাইখুল হাদিস
    • বাবরী মসজিদ লংমার্চ
  • অনুভূতি
    • আমার অনুভূতি
    • দীনের দরদী খাদেম
    • তার সাথে আমার জীবনাচার
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • হাদিসের দিকপাল
    • মহানুভবতার উজ্জল দৃষ্টান্ত
    • ইলম ও আমলের প্রানময় বটবৃক্ষ
    • স্বপ্নের ফেরিওয়ালা
    • শাইখুল কুরআন
    • আদর সোহাগে গড়েছেন এক আদর্শ পরিবার
    • যে রত্ন আজ হারিয়ে খুজিঁ
  • স্মৃতি আলোচনা
    • প্রিয় রাহবারের শবযাত্রার মিছিলে ৩০ ঘন্টা
    • কতো স্মৃতি কতো কথা
    • সুযোগ পেলেই তার কপালে চুমু খেতাম
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
    • যার জিকিরে গুন্ঞ্জরিত মাদরাসা
    • শাইখুল হাদিস জিন্দাবাদ নয়
    • স্মৃতিগুলো জেগে থাকে মনে
    • স্মৃতি ও স্বপ্ন
    • স্মৃতিতে শাইখুল হাদিস
    • স্মৃতিগুলো এলোমেলো
    • মনের মুকুরে
    • সবই আছে শুধু নানাজি নেই
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
  • একান্ত সাক্ষাতকারে শাইখুল হাদিস
  • শাইখুল হাদিসের বৈচিত্রময় জীবন-সাধনা
    • বংশ ও পূর্ব পুরুষ
    • জন্ম ও শৈশব কাল
    • শিক্ষা জীবন
    • উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ
    • শিক্ষকতা
    • রচনা ও সংকলন
  • স্মৃতি তারানা
    • তুমি সত্য ন্যায়ের বাতি
    • এতিম হলো দেশ
    • তার বিদায়ে কেঁদেছে মানুষ
  • ছবি গ্যালারী

মওতুল আলেমি মওতুল আলমি
মাওলানা আবদুর রাহমান হাফেজ্জী

গত শতকের ষাটের দশকের কথা। ১৯৬৬Ñ১৯৬৭ হবে। কিশোরগঞ্জ জামিয়া এমদাদিয়া থেকে জামাতে জালালাইন পড়ে জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগে মেশকাত জামাতে ভর্তি হই। শাইখুল হাদীস মাওলানা আজিজুল হক রহ.-এর বয়স তখন পঞ্চাশের ওপরে। তিনি মেশকাত আওয়াল পড়ান। সে সময়ে তার খ্যাতি বাহিরে ব্যাপক না হলেও উস্তাদ হিসেবে তিনি ছাত্রদের খুবই প্রিয় ছিলেন। মুহাদ্দিস হিসেবে তার শুহরত তখন থেকেই। তার পড়ায় মুগ্ধ হয়ে এবং পূর্বের শুহরতের ভিত্তিতে পরের বছর শুরুতেই মাওলানা মুফতি ফজলুল হক আমিনী, বরিশালের মাওলানা আবদুল হাই, সিলেট বিশ্বনাথ মাদরাসার শাইখুল হাদীস মাওলানা ছাদেকুর রহমান এবং আমি শাইখুল হাদীস মাওলানা আজিজুল হক রহ.-এর বাসায় গিয়ে তাকে বুখারি শরিফ নেয়ার জন্য বিনীত অনুরোধ জানাই। অথচ কোনো কারণবশত: দাওরায়ে হাদিসে তখন তার কোনো ক্লাসই ছিল না। তবে আগেও তিনি বুখারি পড়িয়েছিলেন। শাইখুল হাদীস হিসেবে তার খ্যাতি-সুনাম আগে থেকেই। তিনি আমাদের অনুরোধে শুধু বলেন, ‘দেখো, মাওলানা হেদায়াতুল্লাহ সাহেব আমার উস্তাদ, তিনি বুখারি পড়ান। তোমরা একথা দ্বিতীয়বার বলবে না।’ তখন আমরা ফিরে আসি। 
আমার উস্তাদগণের মাঝে যারা কঠিনতর বিষয়কেও সহজে উপস্থাপন করতে পারতেন, তাদের মাঝে শাইখুল হাদীস রহ. শাইখুল হাদীস আল্লামা কাজি মু’তাসিম বিল্লাহ এবং শাইখুল হাদীস মাওলানা আশরাফ আলী সাহেবের নাম আমি বিশেষভাবে উল্লেখ করি। শাইখুল হাদীস রহ.-এর দরসের বিশেষ বৈশিষ্ট্য ছিল উপযোগী সহজ উপস্থাপনা, সমকালীন সুন্দর সুন্দর উপমা দিয়ে পড়াটাকে ছাত্রদের বোধের কাছে নিয়ে আসা। পড়াটাকে যেন ট্যাবলেট বানিয়ে খাইয়ে দিতেন। হাদিসে কাউকে হেয় প্রতিপন্ন করতে নিষেধ করা হয়েছে। না হয় তা থেকে তাওবা না করলে শাস্তি হিসেবে সেও সে নিন্দার পাত্র হয়। হযরত শাইখুল হাদীস রহ. সবার বোঝার জন্য এ হাদিসের অর্থ সহজে এরকম করেন.  ‘যাকে যে নিন্দে তাকে সে পিন্দে।’ এ অনুবাদ শুনে তার মর্মার্থ কে আর না বুঝবে! 
শাইখুল হাদীস হযরত মাওলানা আজিজুল হক রহ. ছাত্রদের সঙ্গে মিশতেন। তাদের কথা শুনতেন এবং সেমতে পরামর্শ দিতেন। সব দিক থেকেই তিনি ছাত্রদের প্রিয় ছিলেন। ওই সময় ছাত্ররা তার সাক্ষাৎ এবং একান্তে পরামর্শ কিংবা নিছক মহব্বতের দাবিতে প্রায়ই তার বাসায় বা বাসার সামনের মসজিদে ভিড় জমাতো। আমার মনে আছে আমিও গিয়েছি একাধিকবার। একদিনের ঘটনা, নামাজ শেষে সবাই মসজিদ থেকে বের হচ্ছে। তখন বের হওয়ার জন্য হুজুরও মসজিদের দরজার কাছে এসে বের না হয়ে জুতা রেখে বারান্দায়-ই বসে পড়েন। আমার তখন মনে হয়েছে বিশেষ কোনো আমল ছুটে গেছে নিশ্চয়।    
আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ দয়া, আমি আমার অনেক বড় বড় উস্তাদগণের সীমাহীন শফকত ও øেহ পেয়েছি। এটাকে আমি জীবনের বড় পুঁজি মনে করি। শাইখুল হাদীস মাওলানা আজীজুল হক রহ.ও আমাকে খুব øেহ করতেন। কর্মজীবনের ব্যস্ততায় পরবর্তীতে যাতায়াত বেশি না থাকলেও তার শফকতের কোনো কমতি হয়নি। সাক্ষাতে তার আচরণে আগের সে শফকতের বহিঃপ্রকাশ ঘটতো। 
শাইখুল হাদীস আল্লামা আজীজুল হক রহ. কেবল শিক্ষক হিসেবেই নয় বরং সব ক্ষেত্রেই সফল ব্যক্তি ছিলেন। রাজনীতির ময়দানে আমার বিচরণ নেই, তাই সে বিষয়ে যথাযোগ্য ব্যক্তিগণ কথা বললেই যথার্থ হবে। তবে ধর্মীয় নানা ইস্যুতে তার অগ্রণী ভূমিকা তাকে দীর্ঘজীবী করে রাখবে নিশ্চয়। বাবরী মসজিদ ভাঙাকে কেন্দ্র করে ভারত অভিমুখে তার ঐতিহাসিক লংমার্চ ছিল সময়ের সাহসী ভূমিকা। বার্ধক্যে ন্যুব্জ অবস্থায়ও কওমি মাদরাসা শিক্ষার স্বীকৃতির জন্য তার কঠোর আন্দোলনের কথা ভোলার নয়। তিনি রাজনীতি করতেন। তার ছাত্র হিসেবে আমি যেন তার দলে যোগ দেই তার সে ইচ্ছা ছিল। কোনো এক সময় শাইখুল হাদীস রহ. ময়মনসিংহ জামিয়া আরাবিয়া মাখজানুল উলূমে এলে মাওলানা মনসুরুল হক খান আমাকে দেখিয়ে বলেন, হুজুর! আমাদের এই হুজুর আপনার খেলাফত মজলিসে যোগ দিলে আমাদের কাজ অনেক অগ্রসর হয়ে যেত। তার একথার পরিপ্রেক্ষিতে হুজুর আমাকে খেলাফত মজলিজে যোগ দিতে উদ্বুদ্ধ করেন। কিন্তু আমার জীবনে কেবলই মাদরাসার নেশা কাজ করেছে। তাই মাদরাসার স্বার্থই আমার নিকট বড় মনে হয়েছে।   মাদরাসার ক্ষতি হবে ভেবে তার কাছে অপারাগতা প্রকাশ করি। কাজের ব্যস্ততায় দীর্ঘদিন যাবত আমার উস্তাদ এবং ঘনিষ্ঠ মহলের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়ে উঠছিল না। গত রমযানে ঢাকা গিয়ে সে সুযোগ করেছিলাম। আমার উস্তাজে মুহতারাম আল্লামা শাইখুল হাদীস রহ. কে দেখা হয়েছিল। তিনি তখন মুমূর্ষু অবস্থায় শয্যাশায়ী। মনে অবশ্য তখনই দাগ কেটেছিল, এটাই কি তাহলে শেষ দেখা?  হয়েছেও তাই। তার ইন্তেকালের দিন কয়েক আগে তাকে দেখেছি।   ইন্তেকালের আগের দিন ময়মনসিংহে আসি, আর পরের দিনই শুনি শাইখের ইন্তেকালের সংবাদ। দীর্ঘ এগার দিনের সফর থেকে ফিরে এসে আবার ঢাকায় যাওয়ার সাহস হয়নি। তবে ভীষণ আফসোস হয়েছিল। আমার ফিরে আসার মাত্র একদিন পরের ঘটনা, তাই। 
কথায় আছে, মওতুল আলেমি মওতুল আলমি। বড়দের বিদায়ে ইলম বিদায় নিচ্ছে। সব রূহশূন্য হয়ে যাচ্ছে। আমরা মুরব্বী হারাচ্ছি। আল্লাহ আমাদের বড়দের নেক হায়াত দান করুন এবং মরহুম সকল আসাতিযায়ে কেরামকে জান্নাতের সু-উচ্চ মাকাম দান করুন। আমিন।  
লেখক : মুহতামিম, জামিয়া আরাবিয়া মাখযানুল উলূম, মোমেনশাহী



Powered by Create your own unique website with customizable templates.