• প্রথম পাতা
  • আরবী সাহিত্যে শাইখুল হাদিস সেমিনার
    • হযরত পাহাড়পুরী হুজুর দা: বা:
    • শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী
    • মুফতি আব্দুল মালেক দা: বা:
    • মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন
    • মুফতি মাহফুজুল হক দা:বা:
    • মাওলানা শহিদুল্লাহ ফজলুল বারী ও উবায়দুর র
    • মাওলানা আব্দুল জব্বার দা: বা:
    • ড: শামসুল হক সিদ্দিকি দা:বা:
    • মাওলানা যায়নুল আবেদীন
  • শাইখুল হাদিস কনফারেন্স
    • উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য প্রö
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-২
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-৩
    • হাফেজ উমর রহ:
    • শাইখূল হাদিস মামুনুল হকের ভাষণ
    • তারানা- সাঈদ আহমাদ
  • রাহমানিয়া ছাত্র কাফেলা স্মৃতি আলোচনা
    • স্মৃতি আলোচনায় মাওলানা মামুনুল হক
    • স্মৃতি আলোচনায় মুফতি সাঈদ আহমাদ
  • জীবনের বাঁকে বাঁকে
    • আব্বার শাসন ও সযত্ন অনুশীলন
    • আমার আম্মার কথা
    • লেখাপড়ার সুচনা
    • হযরত শামছুল হক ফরিদপুরীর সাহচার্য আমার জী
    • আমার তালিম ও তরবিয়াতে হযরত ফরিদপুরির দরদ ও &#
    • হযরত রফিক আহমাদ কাশ্মিরী রহ. এর কথা
    • হাদিসে রাসুল সা. এর প্রথম পরশ
    • দাড়িয়ে তব দুয়ার মাঝে
    • অধমের মাথায় হযরত থানভীর পাগড়ি
    • হযরত হাফেজ্জী হুজুর রহ.
    • হুজুরের স্নেহের একটি নমুনা
  • সরাসরি সম্প্রচার
  • প্রধান কলাম সমূহ
    • বিদায় বাংলার শাইখুল হাদিস
    • উলামায়ে দেওবন্দের পতাকাবাহী
    • এক আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • শাইখুল হাদিস রহ. স্মরণে
    • আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক
    • হেফাজতে দ্বীনের জন্য শায়েখের আদর্শ গ্রহন 
    • শাইখুল হাদিসের স্মৃতিকথা, তাযকিরাতুল আজিö
    • শাইখুল হাদিস অনুদিত বুখারী শরীফ
    • জীবনের বেলাভূমিতে প্রিয়তম শাইখুল হাদিস
    • নবী প্রেমের কবি
  • জীবনউপলদ্ধি
    • তার জীবন আমাদের উপমা
    • ঘরে বাইরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক র
    • আদর্শ শিক্ষক যার শ্রেষ্ঠ পরিচয়
    • শাইখুল হাদিসের জীবনী পাঠ্য করা হোক
    • মওতুল আলেমি মওতুল আলমি
    • আজ আমি এতিম
    • অনন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
    • তিনি আমাদের বুখারীর ইমাম
    • আললামা
    • গন্তব্যে আমৃত্যু অবিচল
    • তিনি কোটি মানুষের প্রেরনা
    • দ্বীনের সফল মহানায়ক
  • গবেষনা
    • হকের উপর অটল এক ব্যক্তিত্ব
    • অসাধারন গুনাবলীর অপূর্ব সমাহার
    • হাদিস চর্চায় কালজয়ী অবদান
    • আমার দেখা শাইখুল হাদিস
    • তিনি কেন অসাধারণ
    • ঈমানদীপ্ত এক বীরের গল্প
    • রহমানিয়া ও শাইখুল হাদিস রহ.
    • আপনি ঘুমাতে পারেন না
    • রাজনীতিবিদ শাইখুল হাদিস
    • বাবরী মসজিদ লংমার্চ
  • অনুভূতি
    • আমার অনুভূতি
    • দীনের দরদী খাদেম
    • তার সাথে আমার জীবনাচার
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • হাদিসের দিকপাল
    • মহানুভবতার উজ্জল দৃষ্টান্ত
    • ইলম ও আমলের প্রানময় বটবৃক্ষ
    • স্বপ্নের ফেরিওয়ালা
    • শাইখুল কুরআন
    • আদর সোহাগে গড়েছেন এক আদর্শ পরিবার
    • যে রত্ন আজ হারিয়ে খুজিঁ
  • স্মৃতি আলোচনা
    • প্রিয় রাহবারের শবযাত্রার মিছিলে ৩০ ঘন্টা
    • কতো স্মৃতি কতো কথা
    • সুযোগ পেলেই তার কপালে চুমু খেতাম
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
    • যার জিকিরে গুন্ঞ্জরিত মাদরাসা
    • শাইখুল হাদিস জিন্দাবাদ নয়
    • স্মৃতিগুলো জেগে থাকে মনে
    • স্মৃতি ও স্বপ্ন
    • স্মৃতিতে শাইখুল হাদিস
    • স্মৃতিগুলো এলোমেলো
    • মনের মুকুরে
    • সবই আছে শুধু নানাজি নেই
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
  • একান্ত সাক্ষাতকারে শাইখুল হাদিস
  • শাইখুল হাদিসের বৈচিত্রময় জীবন-সাধনা
    • বংশ ও পূর্ব পুরুষ
    • জন্ম ও শৈশব কাল
    • শিক্ষা জীবন
    • উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ
    • শিক্ষকতা
    • রচনা ও সংকলন
  • স্মৃতি তারানা
    • তুমি সত্য ন্যায়ের বাতি
    • এতিম হলো দেশ
    • তার বিদায়ে কেঁদেছে মানুষ
  • ছবি গ্যালারী

শাইখুল হাদীসের জীবনী পাঠ্য করা হোক
হাফেজ মাওলানা ওমর আহমদ


শাইখুল হাদীস রহ. আমাদের ছেড়ে চলে গেছেন। শাইখুল হাদীস রহ.- এর মতো আরও যারা মুরব্বি ছিলেন তারাও চলে গেছেন আমাদের ছেড়ে। একদিন আমাদেরও চলে যেতে হবে। এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নই। কিন্তু যদি আমরা আমাদের আকাবিরের কথা আলোচনা করি, তাদের নিয়ে লেখালেখি করি তাহলেই তারা আমাদের কাছে অম্লান হয়ে থাকবেন চিরদিন। আমরা যদি তাঁদের আলোকিত জীবন থেকে শিক্ষাগ্রহণ করে আমাদের পরবর্তীদের মাঝে সে আদর্শ ছড়িয়ে দিতে পারি তবেই তো যুগ যুগ ধরে তারা আমাদের কাছে অমর হয়ে থাকবেন।
শাইখুল হাদীস রহ.-এর সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি যখন প্রথম আব্বাজানের কাছে আসেন তখন তো আমার জন্মই হয়নি। তখন আব্বাজানের কোনো সন্তান ছিল না। শাইখুল হাদীস রহ.-এর বাবা তাঁকে আব্বাজানের কাছে নিয়ে আসেন। শাইখুল হাদীস রহ. নিজে আমাকে বলেছেন, আব্বাজান তাকে জিজ্ঞেস করলেন, আপনার নাম কী?
তিনি বলেন, আমি ছোট মানুষ আর সদর সাহেব হুজুর আমাকে ‘আপনি’ করে বলছেন, আপনার নাম কী? আমি তখন লজ্জায় কথা বলতে পারিনি। আমার আব্বা নাম বলতে চাইলে ফরিদপুরী রহ. আব্বাকে থামিয়ে দিয়ে বললেন, তাকে বলতে দিন। তখন আমি বললাম, আমার নাম আয়াতুল হক। 
আমার নাম শুনে তিনি বললেন, এটা কেমন রুক্ষ নাম? তোমার নাম আজিজুল হক। সেই থেকে যে তিনি আজিজুল হক হলেন, আজও তিনি সবার কাছে, গোটা জগতের মানুষের কাছে আজিজ হয়ে আছেন।  স্বাধীনতার প্রথমদিকের ঘটনা। আমি মেট্রিক পাস করে গওহরডাঙ্গা থেকে ঢাকা লালাবাগ চলে আসি। তখন গওহরডাঙ্গা থেকে কিছু ছাত্র লালবাগ চলে আসে। মাওলানা মনসুর নামে একজন আলেম আছেন। সাতক্ষীরা বাড়ি। তিনি গওহরডাঙ্গা যখন পড়তে আসেন তখন খুব দরিদ্র ছিলেন। গওহরডাঙ্গা মাদরাসায় পড়ার সময় তখন মাদরাসার মাওলানা রহমাতুল্লাহ রহ. তার সব ব্যয়ভার বহন করতেন; এমন গরিব ছিলেন তিনি। সেই মনসুর সাহেব লালবাগ আসলেন ভর্তির জন্য। তখন ভর্তি পরীক্ষা নিতেন হাফেজ মাওলানা হারুন সাহেব রহ.। মাদরাসায় তিনি অত্যন্ত কঠিন ছিলেন। আর ছিলেন জাঁদরেল এক আলেম। তখন গওহরডাঙ্গা ও লালবাগের সিলেবাসে একবছরের ব্যবধান ছিল পড়াশোনায়। তাই তিনি গওহরডাঙ্গা থেকে এসে ভর্তি হবেন এক ক্লাস ওপরে হেদায়া জামাতে। কিন্তু মাওলানা হারুন সাহেব রহ.-এর কাছে পরীক্ষা দিয়ে কোনোভাবেই পাস করার সম্ভাবনা ছিল না। কী করা যায়? আমরা গেলাম শাইখুল হাদীস রহ.-এর কাছে। তার শরণাপন্ন হয়ে তাকে বললাম এই ঘটনা। সে তো আসছে ভর্তি হওয়ার জন্য কিন্তু ভর্তি পরীক্ষাই তো সমস্যা। তিনি বললেন, এখন আর কী করা? তোরা কাল সকালে আসিস। দেখি কী করা যায়। পরদিন ভোরে আমরা গেলাম তার বাসায়। তিনি সব শুনলেন। তারপর বললেন, আমি প্রিন্সিপাল হেদায়েতুল্লাহ সাহেব হুজুরের কামরায় ঢুকবো তখন তোরা যাবি।  কথামতো শাইখুল হাদীস রহ. যাওয়ার পর আমি তাকে নিয়ে গেলাম হেদায়েতুল্লাহ সাহেবের কামরায়। শাইখুল হাদীস রহ. নিজে জিজ্ঞেস করলেন, কী পড়তে চাও? বললাম, অমুক ক্লাসে। তখন আব্দুল মজিদ রহ. সবেমাত্র পান মুখে দিয়েছেন। তিনি পান খেতে হুজুরের কামরায় যেতেন। শাইখুল হাদীস রহ. বললেন, এসে গেছে যখন তাহলে আপনি পরীক্ষা নিয়ে নিন। তিনি আর কিছু বললেন না। পরীক্ষা নিলেন। এবারত পড়ার ঢঙে বুঝে গেছেন যে, ছাত্রটা মেধাবী, পারবে। দাখেলা দিলেন। ভর্তি হয়ে গেল। কিন্তু ভর্তি হওয়ার পর খাবার ব্যবস্থা কীভাবে হবে? তখন শাইখুল হাদীস রহ. বলেন, চিন্তা করিস না, আমার নামেই খানার ব্যবস্থা হয়ে যাবে। 
তিনি ছোট্ট থেকেই এমন সাদাসিধে জীবনযাপন করেছেন। কোনো মারপ্যাঁচের মধ্যে ছিলেন না। ছাত্রজীবনে তিনি কতভাবে কত ছাত্রের উপকার করেছেন!  তিনি ইখলাসের মতো মহৎগুণ লাভ করেছিলেন তাঁর প্রিয় উস্তাদদের কাছ থেকে। যাদের পরশে আলোকিত হয়েছে তার পবিত্র জীবন। তারা ছিলেন শামছুল হক ফরিদপুরী রহ., হাফেজ্জী হুজুর রহ. এবং পীরজি হুজুর রহ.। একই সাথে সৌরভ লাভ করেছিলেন যফর আহমদ উসমানী এবং মাওলানা শাব্বীর আহমাদ উসমানী রহ.-এর কাছ থেকে। চেতনা ও জজবা লাভ করেছেন হযরত শাইখুল ইসলাম হোসাইন আহমাদ মাদানি রহ.-এর কাছ থেকে। এমন চতুর্মুখী প্রতিভার আলেমেদীন ও যুগশ্রেষ্ঠ বুজুর্গদের স্নেহধন্য ব্যক্তিত্ব বর্তমানে আমদের দেশে দ্বিতীয়জন আর নেই। আমাদের মুরব্বিগণ আমাদের ছেড়ে চলে যচ্ছেন। আমরা চাই তাদের বরকতময় ছায়া আমাদের মাথার ওপর আরও দীর্ঘ হোক। কিন্তু পৃথিবীর সবকিছু ক্ষণস্থায়ী। সুতরাং একসময় তো চলে যেতেই হবে। সেই ধারাবাহিকতায় শাইখুল হাদীস রহ.-ও আমাদের ছেড়ে চলে গেছেন। সুতরাং তাদের আদর্শ আমাদের আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হলে আলোচনাসভা, জীবনী রচনা ইত্যাদির কোনো বিকল্প নেই। শুধু শাইখুল হাদীস নন, আরও যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের জীবনীও অল্প করে হলেও বেফাকের  সিলেবাসে অন্তর্ভুক্ত করা হোক। এতে আগামী প্রজন্ম তাদের মনে রাখবে। এভাবেই তাদের রুহানি ফয়েজ ও বরকত আমাদের মাথার ওপর রহমতের ছায়া হয়ে থাকবে। 
লেখক : সাহেবজাদা, হযরত শামসুল হক ফরীদপুরী রহ.

Powered by Create your own unique website with customizable templates.