• প্রথম পাতা
  • আরবী সাহিত্যে শাইখুল হাদিস সেমিনার
    • হযরত পাহাড়পুরী হুজুর দা: বা:
    • শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী
    • মুফতি আব্দুল মালেক দা: বা:
    • মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন
    • মুফতি মাহফুজুল হক দা:বা:
    • মাওলানা শহিদুল্লাহ ফজলুল বারী ও উবায়দুর র
    • মাওলানা আব্দুল জব্বার দা: বা:
    • ড: শামসুল হক সিদ্দিকি দা:বা:
    • মাওলানা যায়নুল আবেদীন
  • শাইখুল হাদিস কনফারেন্স
    • উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য প্রö
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-২
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-৩
    • হাফেজ উমর রহ:
    • শাইখূল হাদিস মামুনুল হকের ভাষণ
    • তারানা- সাঈদ আহমাদ
  • রাহমানিয়া ছাত্র কাফেলা স্মৃতি আলোচনা
    • স্মৃতি আলোচনায় মাওলানা মামুনুল হক
    • স্মৃতি আলোচনায় মুফতি সাঈদ আহমাদ
  • জীবনের বাঁকে বাঁকে
    • আব্বার শাসন ও সযত্ন অনুশীলন
    • আমার আম্মার কথা
    • লেখাপড়ার সুচনা
    • হযরত শামছুল হক ফরিদপুরীর সাহচার্য আমার জী
    • আমার তালিম ও তরবিয়াতে হযরত ফরিদপুরির দরদ ও &#
    • হযরত রফিক আহমাদ কাশ্মিরী রহ. এর কথা
    • হাদিসে রাসুল সা. এর প্রথম পরশ
    • দাড়িয়ে তব দুয়ার মাঝে
    • অধমের মাথায় হযরত থানভীর পাগড়ি
    • হযরত হাফেজ্জী হুজুর রহ.
    • হুজুরের স্নেহের একটি নমুনা
  • সরাসরি সম্প্রচার
  • প্রধান কলাম সমূহ
    • বিদায় বাংলার শাইখুল হাদিস
    • উলামায়ে দেওবন্দের পতাকাবাহী
    • এক আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • শাইখুল হাদিস রহ. স্মরণে
    • আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক
    • হেফাজতে দ্বীনের জন্য শায়েখের আদর্শ গ্রহন 
    • শাইখুল হাদিসের স্মৃতিকথা, তাযকিরাতুল আজিö
    • শাইখুল হাদিস অনুদিত বুখারী শরীফ
    • জীবনের বেলাভূমিতে প্রিয়তম শাইখুল হাদিস
    • নবী প্রেমের কবি
  • জীবনউপলদ্ধি
    • তার জীবন আমাদের উপমা
    • ঘরে বাইরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক র
    • আদর্শ শিক্ষক যার শ্রেষ্ঠ পরিচয়
    • শাইখুল হাদিসের জীবনী পাঠ্য করা হোক
    • মওতুল আলেমি মওতুল আলমি
    • আজ আমি এতিম
    • অনন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
    • তিনি আমাদের বুখারীর ইমাম
    • আললামা
    • গন্তব্যে আমৃত্যু অবিচল
    • তিনি কোটি মানুষের প্রেরনা
    • দ্বীনের সফল মহানায়ক
  • গবেষনা
    • হকের উপর অটল এক ব্যক্তিত্ব
    • অসাধারন গুনাবলীর অপূর্ব সমাহার
    • হাদিস চর্চায় কালজয়ী অবদান
    • আমার দেখা শাইখুল হাদিস
    • তিনি কেন অসাধারণ
    • ঈমানদীপ্ত এক বীরের গল্প
    • রহমানিয়া ও শাইখুল হাদিস রহ.
    • আপনি ঘুমাতে পারেন না
    • রাজনীতিবিদ শাইখুল হাদিস
    • বাবরী মসজিদ লংমার্চ
  • অনুভূতি
    • আমার অনুভূতি
    • দীনের দরদী খাদেম
    • তার সাথে আমার জীবনাচার
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • হাদিসের দিকপাল
    • মহানুভবতার উজ্জল দৃষ্টান্ত
    • ইলম ও আমলের প্রানময় বটবৃক্ষ
    • স্বপ্নের ফেরিওয়ালা
    • শাইখুল কুরআন
    • আদর সোহাগে গড়েছেন এক আদর্শ পরিবার
    • যে রত্ন আজ হারিয়ে খুজিঁ
  • স্মৃতি আলোচনা
    • প্রিয় রাহবারের শবযাত্রার মিছিলে ৩০ ঘন্টা
    • কতো স্মৃতি কতো কথা
    • সুযোগ পেলেই তার কপালে চুমু খেতাম
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
    • যার জিকিরে গুন্ঞ্জরিত মাদরাসা
    • শাইখুল হাদিস জিন্দাবাদ নয়
    • স্মৃতিগুলো জেগে থাকে মনে
    • স্মৃতি ও স্বপ্ন
    • স্মৃতিতে শাইখুল হাদিস
    • স্মৃতিগুলো এলোমেলো
    • মনের মুকুরে
    • সবই আছে শুধু নানাজি নেই
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
  • একান্ত সাক্ষাতকারে শাইখুল হাদিস
  • শাইখুল হাদিসের বৈচিত্রময় জীবন-সাধনা
    • বংশ ও পূর্ব পুরুষ
    • জন্ম ও শৈশব কাল
    • শিক্ষা জীবন
    • উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ
    • শিক্ষকতা
    • রচনা ও সংকলন
  • স্মৃতি তারানা
    • তুমি সত্য ন্যায়ের বাতি
    • এতিম হলো দেশ
    • তার বিদায়ে কেঁদেছে মানুষ
  • ছবি গ্যালারী

শাইখুল হাদীস রহ. কে যেমন দেখেছি
হাফেজ মাওলানা তালহা

আজ এক প্রাজ্ঞ মনীষী সম্পর্কে আমার অযোগ্য হাতের কলমে দু’চার কথা লিখতে বসেছি যিনি ১৩২৬ বাংলা মোতাবেক ১৯১৯ ইং সনে তৎকালীন ঢাকা জেলার মুন্সিগঞ্জ মহকুমার বিক্রমপুর পরগনাস্থ লৌহজং থানাধীন ভিরিচখা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম আলহাজ্ব-এরশাদ আলী। দাদার নাম আসগর আলী। পর দাদার নাম ছিল মোনাওয়ার আলী। 
হযরত শাইখুল হাদীস রহ. শুধু স্বদেশে বিখ্যাতই নন বরং বর্তমান পাক-ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম ও সর্ব সাধারণের নিকট অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। হযরতের একজন নগন্য ছাত্র হিসেবে আমি তাকে খুব কাছে থেকে দেখেছি এবং জেনেছি তার অসাধারণ মেধ, প্রজ্ঞা পবিত্র কুরআন ও হাদিসের বুৎপত্তি এবং উর্দু ও মাতৃভাষায় কুরআনের অধ্যাপনা ও বিশদ ব্যাখ্যার জন্য তিনি অবিস্মরণীয় হয়ে আছেন স্থান করে নিয়েছেন দেশ বিদেশের আলেম সমাজের অন্তরে।  নবী কারিম সা.-এর খাঁটি ওয়ারিস হিসেবে এবং মুসলিম জাতির জন্য তার দরদ-øেহ মমতা ভালোবাসা ও ত্যাগ-তীতিক্ষা তথা কুরবানির জন্য দেশ ও জাতির নিকট তিনি এমনই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ও জাতীয় নেতা হিসেবে পরিচিত ছিলেন যে হাজারো মানুষ তার জন্য অকাতরে জীবন বিলিয়ে দিতে প্রস্তুত ছিল।
সুদীর্ঘ ৯৩ বছরের বর্ণাঢ্য জীবনে তিনি ছিলেন একজন ওয়ায়েজ-খতিব, সারা বাংলাদেশ বিশেষ করে দীনি মাদরাসাসমূহের বার্ষিক ওয়াজ মাহফিলে সবক ইফতেতাহে কুরআন-হাদিসের আলোকে মুক্তাঝরা অমিয় বাণীতে দেশবাসীর সশ্রদ্ধ দৃষ্টি আকর্ষণ করেছিলেন। শাইখুল হাদীস রহ. তার জীবদ্দশায় বহুবার আমাদের জামিয়া ইসলামিয়া বায়তুল ফালাহয় তাশরিফ এনেছেন আমার বিশ্বাস আমার অত্যন্ত প্রাণপ্রিয় উস্তাদ-এর পদধুলি ও খোদার দরবারে অশ্র“সিক্ত দোয়ার বরকতে জামিয়া আজ দরসে নেজামির সুউচ্চ আসনে সমাসিন। তিনি মুদাররিস, মুহাদ্দিস, মুফাসসির ও ফকিহ আরবি ভাষার আদিব সুপণ্ডিত। উর্দু ভাষায় তার রচিত তারানাই জামিয়া সর্বদা গীত হচ্ছে, তিনি বে-নজির বিরল প্রতিভার অধিকারী। একজন মানুষের মধ্যে এতোগুণ ও কর্মের সমাবেশ বিরল। তিনি তার পূর্বসূরিদের সুযোগ্য উত্তরাধিকারী। ইসলামের সহজ ও সরল বিশ্লেষক।  পৃথিবীতে মুষ্টিময় যেসব মহা মানব নিজ জীবদ্দশায় স্বীকৃতি লাভ  করেছেন তিনি তাদের অন্যতম। শাইখুল হাদীস রহ. জগৎবিখ্যাত মুহাদ্দিস হযরত আল্লামা শাব্বীর আহমাদ উসমানী রহ. হযরত আল্লামা যফর আহমদ উসমানী রহ. মুজাহিদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ. মহান সমাজ সংস্কারক আধ্যাত্মিক সাধক হযরতুল আল্লাম মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. প্রমুখ মনীষীবৃন্দের সুযোগ্য উত্তরাধিকার। ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছাত্র, উস্তাদদের নেহায়েত øেহভাজন এবং শিক্ষগতা জীবনে ছাত্রদের শ্রদ্ধাভাজন মহান উস্তাদ। তিনি মানুষ গড়ার দক্ষ কারিগর।
সমাজ গড়ার উত্তম সংগঠক। তিনি ছাত্র জীবনেই সহিহ বুখারি শরিফের ১৬০০ পৃষ্ঠাব্যাপী এক মূল্যবান উর্দুশরাহ প্রণয়ন করেন। যার প্রকাশিত খণ্ড বিশেষ উপমহাদেশের সর্বত্র সমাদৃত। তার মহান কীর্তি হচ্ছে লালবাগ মাদরাসার শিক্ষকতা, জামিয়া রাহমানিয়া আরাবিয়া প্রতিষ্ঠা, সর্বোপরি, বুখারি শরিফের সফল বঙ্গানুবাদ। যতো দিন বাংলাভাষা থাকবে, বাঙালি জাতি থাকবে ততোদিন তৎকর্তৃক অনুদিত বুখারি শরিফের কদর থাকবে।  মুসলিম শরিফ ও অন্যান্য হাদিসের ছয় কিতাব নাম হাদিস শাস্ত্রের ওপর  অসমাপ্ত গবেষণাধর্মী একটি অনুপমগ্রন্থ রয়েছে। এ ছাড়াও অনেক রচনাবলি রয়েছে যা চিরদিন বরণীয় হয়ে থাকেব।  জীবনের পাথেয় হিসেবে ধরে রাখার মতো একটি মহান গুণ তার মধ্যে আমি জীবনভর দেখেছি তা হচ্ছে শত্র“ থেকে এন্তেকাম বা প্রতিশোধ গ্রহণ না করা। এক্ষেত্রে সর্বদাই তিনি রুখসত-এর ওপর আমল না করে বরং আজিমত-এর ওপর আমল করেছেন। সহকর্মী এমনকি ছাত্র যাদেরকে বুকে করে মানুষ করেছেন নানাভাবে তাদের উপকার করেছেন এমনকি এলমী ময়দানে বড় বড় খেদমত করার সুযোগ করে দিয়েছেন। তাদের উপরও প্রতিশোধ গ্রহণ করেননি। বরং কুরআন হাদিসের শিক্ষা অনুসারে তাদের সঙ্গে ‘আহসান’ সদ্ব্যবহার ও ভালাই দ্বারা তাদের কর্ম ও ব্যবহারের জওয়াব দিয়েছেন। এ যুগে  যা অত্যন্ত বিরল। তার অসাধারণ সরলতা ও পার্থিব সম্মান পদের প্রতি নিস্পৃহা ও নিলির্প্ততা সকলকে শুধু মুগ্ধই করেন। বরং অনেককে বিস্ময়ে অভিভূত করে। 
রাজনীতি অবশ্যই শাইখুল হাদীস রহ.-এর পেশা বা নেশা ছিল না। তিনি ছিলেন জাত শিক্ষক, দীনের মুবাল্লিগ ও রাসূল সা.-এর ওয়ারিসরূপে তার প্রকৃত অনুসারী। এ কারণেই দেখা যায়, জাতীয় সংকট মুর্হূতে অতি ব্যস্ততার মধ্যেও তিনি নিয়মিত সবক পড়াতে না পারলে অস্থির হয়ে পড়তেন এবং যে কোনো কিছুর বিনিময়ে সবকের নিয়মানুবর্তিতা রক্ষায় যতœবান থাকতেন। যানবাহনের সমস্যার কারণে বহুদিন আজিমপুরের বাসা থেকে পায়ে হেঁটে জামিয়া রাহমানিয়া এসে সময় মতো ক্লাসে উপস্থিত হয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিন্তু রাসূলের কর্ম ধারার প্রকৃত ওয়ারিস ও অনুসারী হওয়ার কারণে খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ প্রতিষ্ঠার মহান কর্তব্য পালন এবং বিশেষত জাতীয় সংকট ও দুর্যোগের সময়ে প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও তাতে অবিচল থাকার এ শিক্ষাবিদ মনীষীর রাজনীতি সচেতনতা ও জাতীয় সমস্যায় সুযোগ্য নেতৃত্বদানের অবদানকেও সুমজ্জ্বল করে রেখেছে। 
এ প্রসঙ্গে বলতে গেলে বাংলাদেশের অভ্যুদয়ের পর যখন পরিস্থিতি এক কথায় এমন ছিল যে, ইসলামের নামে রাজনীতি করা অঘোষিত নিষিদ্ধ ছিল সে নাজুক মুহূর্তে জমিয়তের নেতৃত্ব বরণ করে তিনি শাহ মাখদুম, শাহ জালাল, শাহ আলী বাগদাদি ও খান জাহান আলী রহ. প্রমুখের দীন প্রচারের অবদান ও তাদের রুহানি ফয়েজ বিধৌত বাংলাদেশের বুকে ইসলামি রাজনীতির অর্গলাবদ্ধ দুয়ার উন্মোচন করে দেওয়ার সংগ্রামে পথিকৃতের দায়িত্ব পালন করেছিলেন। অতি সাম্প্র্রতিক কালে বাংলাদেশে ইসলাম ও মুসলমান ও দীনদারদের জন্য শ্বাসরুদ্ধকর পরিবেশ একটি বিশেষ মহলের পক্ষ থেকে পরিকল্পিতরূপে সৃষ্টি করা হয়েছিল।   সংক্ষেপে যখন দীনদার হওয়া তো দূরের কথা এমন কি দাড়ি, টুপি নিয়ে সাধারণ নাগরিক অধিকার ভোগ করে চলা ফেরা ও জীবন যাপন করাও দুর্বিসহ হয়ে উঠেছিল ফতওয়া নিষিদ্ধ ও খাঁটি মুসলমানিত্বকে ক্ষমার অযোগ্য অপরাধ সাব্যস্ত করে পরিকল্পিত মিথ্যা-অলীক অভিযোগে আল্লাহ ওয়ালাদের সন্ত্রাসী সাব্যস্ত করেছিল। তখন জাহান্নামের বিভীষিকাপূর্ণ চরম সন্ধিক্ষণে নির্ভিক সৈনিক ও দীনের অতন্দ্র প্রহরী  শাইখুল হাদীস রহ. প্রলোভন, হুমকি ও নির্যাতন উপেক্ষা করে যে সঠিক ও প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।  আল্লাহ তা’য়ালার চিরন্তন বিধান প্রতিটি জীব মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এবং তার হায়াতের নির্ধারিত সময় পার করার সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। সেই চিরন্তন ফায়সালা অনুযায়ী আমাদের সকলের মুরুব্বী শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. গত ১৯ রমজান আমাদের এতিম করে মাওলার সান্নিধ্যে চলে গেলেন।  আর কোনো দিন দেখব না তার হাস্যোজ্জ্বল চেহারা। শুনবো না দরসে হাদিসের সিংহাসনে তার জ্ঞানগর্ভ তাত্ত্বিক আলোচনা।  
কিন্তু আশার কথা হলো নতুন প্রজন্ম তার আদর্শ ও প্রতিভাকে মূল্যায়ন করেÑ সামনে অগ্রসর হওয়ার প্রেরণা পাবে। জাতীয় মুরুব্বী হিসেবে তার কর্ম অনুস্মরণীয় হয়ে থাকবে। মজলুম জননেতা হিসেবে তার নন্দিত চেহারা উঠে আসবে জাতীয় জীবনের বৃহৎ ক্যানভাসে। জেল-জুলুম হুলিয়া মাথায় একজন মুমিনের প্রতিকৃতি কী হতে পারে? সংগ্রামী জীবনে নীতি-আদর্শের প্রশ্নে তার আপোসহীন ভূমিকা বিস্তারিত বিবরণ সম্বলিত হয়ে উঠে আসবে সকলের সম্মুখে।
সবশেষে মহান আল্লাহ রব্বুল আলামীনের দরবারে এই মোনাজাত করিÑ হে আল্লাহ! তুমি তোমার প্রিয়তম বান্দাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ আসনে সমাসিন কর। আমিন। 
লেখক : মুহতামিম, বায়তুল ফালাহ মাদরাসা


Powered by Create your own unique website with customizable templates.