• প্রথম পাতা
  • আরবী সাহিত্যে শাইখুল হাদিস সেমিনার
    • হযরত পাহাড়পুরী হুজুর দা: বা:
    • শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী
    • মুফতি আব্দুল মালেক দা: বা:
    • মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন
    • মুফতি মাহফুজুল হক দা:বা:
    • মাওলানা শহিদুল্লাহ ফজলুল বারী ও উবায়দুর র
    • মাওলানা আব্দুল জব্বার দা: বা:
    • ড: শামসুল হক সিদ্দিকি দা:বা:
    • মাওলানা যায়নুল আবেদীন
  • শাইখুল হাদিস কনফারেন্স
    • উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য প্রö
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-২
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-৩
    • হাফেজ উমর রহ:
    • শাইখূল হাদিস মামুনুল হকের ভাষণ
    • তারানা- সাঈদ আহমাদ
  • রাহমানিয়া ছাত্র কাফেলা স্মৃতি আলোচনা
    • স্মৃতি আলোচনায় মাওলানা মামুনুল হক
    • স্মৃতি আলোচনায় মুফতি সাঈদ আহমাদ
  • জীবনের বাঁকে বাঁকে
    • আব্বার শাসন ও সযত্ন অনুশীলন
    • আমার আম্মার কথা
    • লেখাপড়ার সুচনা
    • হযরত শামছুল হক ফরিদপুরীর সাহচার্য আমার জী
    • আমার তালিম ও তরবিয়াতে হযরত ফরিদপুরির দরদ ও &#
    • হযরত রফিক আহমাদ কাশ্মিরী রহ. এর কথা
    • হাদিসে রাসুল সা. এর প্রথম পরশ
    • দাড়িয়ে তব দুয়ার মাঝে
    • অধমের মাথায় হযরত থানভীর পাগড়ি
    • হযরত হাফেজ্জী হুজুর রহ.
    • হুজুরের স্নেহের একটি নমুনা
  • সরাসরি সম্প্রচার
  • প্রধান কলাম সমূহ
    • বিদায় বাংলার শাইখুল হাদিস
    • উলামায়ে দেওবন্দের পতাকাবাহী
    • এক আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • শাইখুল হাদিস রহ. স্মরণে
    • আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক
    • হেফাজতে দ্বীনের জন্য শায়েখের আদর্শ গ্রহন 
    • শাইখুল হাদিসের স্মৃতিকথা, তাযকিরাতুল আজিö
    • শাইখুল হাদিস অনুদিত বুখারী শরীফ
    • জীবনের বেলাভূমিতে প্রিয়তম শাইখুল হাদিস
    • নবী প্রেমের কবি
  • জীবনউপলদ্ধি
    • তার জীবন আমাদের উপমা
    • ঘরে বাইরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক র
    • আদর্শ শিক্ষক যার শ্রেষ্ঠ পরিচয়
    • শাইখুল হাদিসের জীবনী পাঠ্য করা হোক
    • মওতুল আলেমি মওতুল আলমি
    • আজ আমি এতিম
    • অনন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
    • তিনি আমাদের বুখারীর ইমাম
    • আললামা
    • গন্তব্যে আমৃত্যু অবিচল
    • তিনি কোটি মানুষের প্রেরনা
    • দ্বীনের সফল মহানায়ক
  • গবেষনা
    • হকের উপর অটল এক ব্যক্তিত্ব
    • অসাধারন গুনাবলীর অপূর্ব সমাহার
    • হাদিস চর্চায় কালজয়ী অবদান
    • আমার দেখা শাইখুল হাদিস
    • তিনি কেন অসাধারণ
    • ঈমানদীপ্ত এক বীরের গল্প
    • রহমানিয়া ও শাইখুল হাদিস রহ.
    • আপনি ঘুমাতে পারেন না
    • রাজনীতিবিদ শাইখুল হাদিস
    • বাবরী মসজিদ লংমার্চ
  • অনুভূতি
    • আমার অনুভূতি
    • দীনের দরদী খাদেম
    • তার সাথে আমার জীবনাচার
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • হাদিসের দিকপাল
    • মহানুভবতার উজ্জল দৃষ্টান্ত
    • ইলম ও আমলের প্রানময় বটবৃক্ষ
    • স্বপ্নের ফেরিওয়ালা
    • শাইখুল কুরআন
    • আদর সোহাগে গড়েছেন এক আদর্শ পরিবার
    • যে রত্ন আজ হারিয়ে খুজিঁ
  • স্মৃতি আলোচনা
    • প্রিয় রাহবারের শবযাত্রার মিছিলে ৩০ ঘন্টা
    • কতো স্মৃতি কতো কথা
    • সুযোগ পেলেই তার কপালে চুমু খেতাম
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
    • যার জিকিরে গুন্ঞ্জরিত মাদরাসা
    • শাইখুল হাদিস জিন্দাবাদ নয়
    • স্মৃতিগুলো জেগে থাকে মনে
    • স্মৃতি ও স্বপ্ন
    • স্মৃতিতে শাইখুল হাদিস
    • স্মৃতিগুলো এলোমেলো
    • মনের মুকুরে
    • সবই আছে শুধু নানাজি নেই
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
  • একান্ত সাক্ষাতকারে শাইখুল হাদিস
  • শাইখুল হাদিসের বৈচিত্রময় জীবন-সাধনা
    • বংশ ও পূর্ব পুরুষ
    • জন্ম ও শৈশব কাল
    • শিক্ষা জীবন
    • উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ
    • শিক্ষকতা
    • রচনা ও সংকলন
  • স্মৃতি তারানা
    • তুমি সত্য ন্যায়ের বাতি
    • এতিম হলো দেশ
    • তার বিদায়ে কেঁদেছে মানুষ
  • ছবি গ্যালারী

তিনি কোটি মানুষের প্রেরণা
মাসুদ মজুমদার
শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক সাহেবের সঙ্গে আমার প্রথম আনুষ্ঠানিক দেখা হয় আল্লামা হাফেজ্জী হুজুরের খেলাফত আন্দোলনের লালবাগের অফিসে। কিন্তু আমি তাকে জানি ষাটের দশক থেকে যে আমাদের দেশে এমন একজন প্রাজ্ঞ হাদিসবিশারদ আছেন। হুজুরের সাথে আমার পরিচয় হয় কোনো এক ইসলামি জলসায়। তিনি কথা বলছিলেন ইসলামের অর্থব্যবস্থার ওপর। এর আগে আমি ইসলামের অর্থ ব্যবস্থার ওপর সামান্য ধারণা রাখতাম; কিন্তু হুজুরের বক্তব্য এতটাই প্রাণবন্ত বস্তুনিষ্ঠ যুক্তিগ্রাহ্য এবং তথ্যবহুল ছিলো যে, আমি প্রচণ্ড রকমের আলোড়িত হই। তখন থেকে তাকে আমি শ্রদ্ধা করতে শুরু করি। হাফেজ্জী হুজুরের ওখানে আনুষ্ঠানিক দেখা ও কথার পর আমি রীতিমতো হুজুরের একজন অনুরাগী হয়ে উঠি। এটা আশির পরের একটা সময়। লালবাগের  কেল্লার মোড়ে আমরা প্রায়ই সমবেত হতাম। আমাদের সাথে আরো যারা উপস্থিত হতেন। মরহুম মাওলানা আবদুর রহীম, প্রিন্সিপাল আবুল কাসেম, অধ্যাপক শাহেদ আলী, অধ্যাপক আবদুল গফুর, মেজর অব. আব্দুল জলিল, ইয়ার ভাইস মার্শাল সদরুদ্দীন, অধ্যাপক আখতার ফারুক, অধ্যাপক আহমদ আবদুল কাদের, মুফতি ফজলুল হক আমিনী প্রমুখ।
সে সময় আমরা হাফেজ্জী হুজুরের নেতৃত্বে একটি সম্মিলিত আন্দোলনের উদ্যোগ নিয়ে ছিলাম।  আন্দোলনের নাম ছিল  ‘মোসতারেকা মজলিসে আমল’ এই বৈঠকের মাধ্যমে একটি সম্মিলিত আন্দোলন গড়ে উঠেছিলো এবং মানিক মিয়া এভিনিউতে একটা মহাসমাবেশ করেছিলাম। সম্মেলনটি সফল হয়েছিলো। তারপর নানা কারণে, ঝুট-ঝামেলায় ঐ আন্দোলনটি আর সামনের দিকে এগোতে পারেনি। খেলাফত আন্দোলনও দুভাগ হয়ে যায়। এক ভাগের নেতৃত্ব বহন করেন শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.। তখন আমরা শায়খুল হাদিসের নেতৃত্বে আবার একটি আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিই। তখন থেকেই খেলাফত মজলিসের আমৃত্যু নেতা হিসেবে আল্লামা আজিজুল হক রহ.  ভূমিকা রেখে ছিলেন। এই দীর্ঘ সময় আমি হুজুরকে কাছ থেকে, নেতা হিসেবে, আমির হিসেবে, আধ্যাত্মিক গুরু হিসেবে, অভিভাবক হিসেবে ও রাহবার হিসেবে জেনেছি। দেখেছি। তার সাথে আমার সম্পর্কটা এতো গভীর এবং নিবিড় ছিল যে, তিনি আমাদের পুত্রের মতো øেহ করলেও সর্বক্ষণ ভাই বলে সম্বোধন করতেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয়েও আমার সাথে মতবিনিময় করতেন। এরপর তার বাসায় তার প্রতিষ্ঠিত জামিয়ায়, বিভিন্ন জনসভায় মিটিংয়ে আমি হুজুরের সান্নিধ্য পেয়েছি।
একটা অসম্ভব ভালো লাগার বিষয় মহান আল্লাহর কাছে হাজার শোকর যে তার মতো একজন প্রজ্ঞাবান ও বুজুর্গ ব্যক্তিকে আমি খুব কাছে পেয়েছি এবং তার থেকে অনুপ্রেরণা পেয়েছি। আমাদের সৌভাগ্য যে, শাইখুল হাদীস আল্লামা আজিজুল হকের মতো লোক আমাদের দেশে জন্মেছিলেন। বাস্তবে তিনি ছিলেন বিশ্বনাগরিক। মুসলিম উম্মাহর তার সময়কার একজন হাদিসবিশারদ প্রকৃত অর্থে মদিনা থেকে হাদিস শাস্ত্র অধ্যায়নের যে সিলসিলা তিনি ছিলেন তার এই উপমহাদেশের অধস্তন পুরুষ। তিনি দেশ, জাতি এবং মুসলিম উম্মাহের স্বার্থে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। একই সাথে শিক্ষা আন্দোলন, ইসলামি আন্দোলন এবং জাতি গঠনকে তিনি প্রচণ্ড গুরুত্ব দিয়েছিলেন। এ কারণেই তাকে আমরা রাজনীতির মাঠে, শিক্ষা ও শিক্ষাঙ্গনের পাঠদান কক্ষে শাসক-শোষণের বিরুদ্ধে মিছিলের অগ্রভাগে দেখতে পাই। বাবরী মসজিদ লংমার্চ ছিলো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ইসলামের স্বপক্ষে তার অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। যা দেশে বিদেশে প্রচুর সাড়া জাগিয়ে ছিল। শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক সাহেবের সঙ্গে আমার সর্বশেষ দেখা হয়েছিল জামিয়া রাহমানিয়ায় যখন তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। লোকজন চিনতে কষ্ট হতো। তারপরও তিনি আমাকে চিনতে পেরেছিলেন। তার ফল থেকে আমাকে ফল খেতে দিয়ে ছিলেন। গায়ে হাত বুলিয়ে দোয়া করেছিলেন। আর তার লাশের সঙ্গে আমার সর্বশেষ দেখা জাতীয় ঈদগাহে জনাকীর্ণ জানাজায়।
আমার দৃষ্টিতে শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক সাহেব ছিলেন উপমহাদেশের সেই  অসাধারণ ব্যক্তিত্ব যিনি শুধু হাজার হাজার আলেম তৈরি করেননিÑতাদের নেতৃত্বও দিয়েছেন। দীনি শিক্ষাকে একটি গ্রহণযোগ্য স্তরে উন্নীত করেছেন। তাছাড়া উনি বাংলাদেশের আলেম সমাজকে দেশের জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত করার প্রয়াস পেয়েছেন। তিনি শুধু একজন আলেম ছিলেন না। তিনি ছিলেন একজন মর্দে মুজাহিদও। খোদাভীরু অথচ সাহসী এই মানুষটির গ্রহণযোগ্যতা ছিলো অসাধারণ। তাছাড়া তার উদারতা, শিশুসুলভ সরলতা ফেরকাবাজির ঊর্ধ্বে প্রকৃত অর্থেই একজন আলেমে দীন। যার কাছে এ দেশের মানুষ ঋণী। যিনি লক্ষ কোটি মানুষের অনুপ্রেরণার অন্যতম প্রাণপুরুষ হয়ে রইলেন।  লেখক : উপ সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত

Powered by Create your own unique website with customizable templates.