তার বিদায়ে কেঁদেছে মানুষ
তার বিদায়ে কেঁদেছে মানুষ তার বিদায়ে শুন্য সবি
শাইখুল হাদিস প্রিয় সবার আলেমকুলের শিরোমণি
শিশু যুবক সবার সাথে তিনি ছিলেন বড়ই আপন
এমন মানুষ মিলবে নারে ছিলেন তিনি সবার সজন
মিষ্টি হাসি সরল কথায় ছিলেন সবার নয়নমণি
পাক কালাম ও হাদিস সেবায় নাই তুলনা তার তুলনা
দেশ ও জাতির ক্রান্তিকালে তার অবদান যায়না ভুলা
তাকে হারিয়ে শুন্য সবই পদে পদে তারেই খুঁজি
قال رسول এর মধুর সে সুর রাহমানিয়ায় আজও শুনি
নেই তিনি নেই নেই যে কি নেই এই ব্যথা তো আগে বুঝিনি
সেই উপমা মিষ্টি কথা আর পাবনা শুধুই স্মৃতি
কথা ও সুর : মুফতি সাঈদ আহমাদ