• প্রথম পাতা
  • আরবী সাহিত্যে শাইখুল হাদিস সেমিনার
    • হযরত পাহাড়পুরী হুজুর দা: বা:
    • শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী
    • মুফতি আব্দুল মালেক দা: বা:
    • মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন
    • মুফতি মাহফুজুল হক দা:বা:
    • মাওলানা শহিদুল্লাহ ফজলুল বারী ও উবায়দুর র
    • মাওলানা আব্দুল জব্বার দা: বা:
    • ড: শামসুল হক সিদ্দিকি দা:বা:
    • মাওলানা যায়নুল আবেদীন
  • শাইখুল হাদিস কনফারেন্স
    • উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য প্রö
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-২
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-৩
    • হাফেজ উমর রহ:
    • শাইখূল হাদিস মামুনুল হকের ভাষণ
    • তারানা- সাঈদ আহমাদ
  • রাহমানিয়া ছাত্র কাফেলা স্মৃতি আলোচনা
    • স্মৃতি আলোচনায় মাওলানা মামুনুল হক
    • স্মৃতি আলোচনায় মুফতি সাঈদ আহমাদ
  • জীবনের বাঁকে বাঁকে
    • আব্বার শাসন ও সযত্ন অনুশীলন
    • আমার আম্মার কথা
    • লেখাপড়ার সুচনা
    • হযরত শামছুল হক ফরিদপুরীর সাহচার্য আমার জী
    • আমার তালিম ও তরবিয়াতে হযরত ফরিদপুরির দরদ ও &#
    • হযরত রফিক আহমাদ কাশ্মিরী রহ. এর কথা
    • হাদিসে রাসুল সা. এর প্রথম পরশ
    • দাড়িয়ে তব দুয়ার মাঝে
    • অধমের মাথায় হযরত থানভীর পাগড়ি
    • হযরত হাফেজ্জী হুজুর রহ.
    • হুজুরের স্নেহের একটি নমুনা
  • সরাসরি সম্প্রচার
  • প্রধান কলাম সমূহ
    • বিদায় বাংলার শাইখুল হাদিস
    • উলামায়ে দেওবন্দের পতাকাবাহী
    • এক আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • শাইখুল হাদিস রহ. স্মরণে
    • আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক
    • হেফাজতে দ্বীনের জন্য শায়েখের আদর্শ গ্রহন 
    • শাইখুল হাদিসের স্মৃতিকথা, তাযকিরাতুল আজিö
    • শাইখুল হাদিস অনুদিত বুখারী শরীফ
    • জীবনের বেলাভূমিতে প্রিয়তম শাইখুল হাদিস
    • নবী প্রেমের কবি
  • জীবনউপলদ্ধি
    • তার জীবন আমাদের উপমা
    • ঘরে বাইরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক র
    • আদর্শ শিক্ষক যার শ্রেষ্ঠ পরিচয়
    • শাইখুল হাদিসের জীবনী পাঠ্য করা হোক
    • মওতুল আলেমি মওতুল আলমি
    • আজ আমি এতিম
    • অনন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
    • তিনি আমাদের বুখারীর ইমাম
    • আললামা
    • গন্তব্যে আমৃত্যু অবিচল
    • তিনি কোটি মানুষের প্রেরনা
    • দ্বীনের সফল মহানায়ক
  • গবেষনা
    • হকের উপর অটল এক ব্যক্তিত্ব
    • অসাধারন গুনাবলীর অপূর্ব সমাহার
    • হাদিস চর্চায় কালজয়ী অবদান
    • আমার দেখা শাইখুল হাদিস
    • তিনি কেন অসাধারণ
    • ঈমানদীপ্ত এক বীরের গল্প
    • রহমানিয়া ও শাইখুল হাদিস রহ.
    • আপনি ঘুমাতে পারেন না
    • রাজনীতিবিদ শাইখুল হাদিস
    • বাবরী মসজিদ লংমার্চ
  • অনুভূতি
    • আমার অনুভূতি
    • দীনের দরদী খাদেম
    • তার সাথে আমার জীবনাচার
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • হাদিসের দিকপাল
    • মহানুভবতার উজ্জল দৃষ্টান্ত
    • ইলম ও আমলের প্রানময় বটবৃক্ষ
    • স্বপ্নের ফেরিওয়ালা
    • শাইখুল কুরআন
    • আদর সোহাগে গড়েছেন এক আদর্শ পরিবার
    • যে রত্ন আজ হারিয়ে খুজিঁ
  • স্মৃতি আলোচনা
    • প্রিয় রাহবারের শবযাত্রার মিছিলে ৩০ ঘন্টা
    • কতো স্মৃতি কতো কথা
    • সুযোগ পেলেই তার কপালে চুমু খেতাম
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
    • যার জিকিরে গুন্ঞ্জরিত মাদরাসা
    • শাইখুল হাদিস জিন্দাবাদ নয়
    • স্মৃতিগুলো জেগে থাকে মনে
    • স্মৃতি ও স্বপ্ন
    • স্মৃতিতে শাইখুল হাদিস
    • স্মৃতিগুলো এলোমেলো
    • মনের মুকুরে
    • সবই আছে শুধু নানাজি নেই
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
  • একান্ত সাক্ষাতকারে শাইখুল হাদিস
  • শাইখুল হাদিসের বৈচিত্রময় জীবন-সাধনা
    • বংশ ও পূর্ব পুরুষ
    • জন্ম ও শৈশব কাল
    • শিক্ষা জীবন
    • উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ
    • শিক্ষকতা
    • রচনা ও সংকলন
  • স্মৃতি তারানা
    • তুমি সত্য ন্যায়ের বাতি
    • এতিম হলো দেশ
    • তার বিদায়ে কেঁদেছে মানুষ
  • ছবি গ্যালারী

উলামায়ে দেওবন্দের পতাকাবাহী
আল্লামা শাহ আহমাদ শফি

গত কয়েক বছর আগে আমি শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত জামিয়া রাহমানিয়াতে খতমে বুখারি শরিফের অনুষ্ঠানে গিয়েছিলাম। মনে আছে আলোচনার মাঝামাঝি পর্যায়ে হঠাৎ করে দেখি তিনি আমার ডান পাশে হুইল চেয়ারে বসা। অনুষ্ঠানের শুরুতে তাকে দেখিনি। আমার দিকে চোখ পড়তেই তিনি মুসাহাফার জন্য হাত বাড়িয়ে দিলেন। বেশ কিছুক্ষণ আমার হাত ধরে রাখলেন। তখনই  তিনি নানা অসুস্থতায় আক্রান্ত ছিলেন। আমি আলোচনা করতে অনুরোধ করলে তিনি বললেন ‘আমি আজ আপনার আলোচনা শুনতে এসেছি।’ আমার সাথে অত্যন্ত মহব্বতের সম্পর্ক ছিল শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক  সাহেবের। দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতে উচ্চ মাকাম নসীব করুন।
আমি অত্যন্ত বলিষ্ঠ ও গর্বের সঙ্গে বলছি, বাংলাদেশে ইলমে হাদিস চর্চায় বিশেষ করে বাংলা ভাষায় বুখারি শরিফ তরজমা ও ব্যাখ্যা করার জন্য শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। শাইখুল হাদীস রহ. দরসে হাদিসের মসনদে আমাদের জন্য একটি উজ্জ্বল নক্ষত্র। হাদিসশাস্ত্রে তার গভীর পাণ্ডিত্য, সাবলীল উপস্থাপনা ও নিরলস সাধনা সমকালীন ইতিহাসে এক অনন্য নজির। ইলমে হাদিসে তার ব্যাপক খেদমত শুধু বাংলাদেশে নয় পুরো উপমহাদেশে মুসলমানদের জন্য এক আলোকিত অধ্যায়। অপরদিকে এদেশের ইসলামি রাজনীতির ময়দানে ওলামায়ে কেরামের পক্ষ থেকে শাইখুল হাদীস রহ. মহান জিম্মাদারি আদায় করেছেন। তার প্রতিনিধিত্ব এবং কৃতিত্বপূর্ণ অবদান আমাদের জন্য স্মরণীয়। শাইখুল হাদীস রহ. শুধু রাজনীতির ময়দানে নয়, দেশি-বিদেশি ইসলামবিরোধী আন্তর্জাতিক ষড়যন্ত্রের মোকাবিলায় সাহসী ভূমিকা পালন করেছেন। আজীবন তিনি এই সংগ্রামে কুরবানি দিয়েছেন। আকাবিরে উলামায়ে দেওবন্দের আদর্শের পতাকাবাহী ছিলেন। আমি আল্লামা আজিজুল হক রহ. -কে অত্যন্ত কাছ থেকে দেখেছি। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত আন্তরিক, বিনয়ী, অমায়িক এবং সাদাদিলের মানুষ ছিলেন। আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি, ইলমে হাদিসের খেদমতে তার বিস্তৃত কর্মের ধারাবাহিকতা রক্ষায় তার শিষ্য, অনুসারী এবং গুণগ্রাহীদের এগিয়ে আসার। এটাই হবে শাইখুল হাদীস রহ.-এর বরকত ও রুহানি তাওয়াজ্জুহ লাভের উত্তমপন্থা। 
আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন শাইখুল হাদীস রহ.-এর সুযোগ্য উত্তরাধিকারীদের ইলমে হাদিসচর্চা এবং দীনের বহুমুখী খেদমত আঞ্জাম দেয়ার তৌফিক দান করেন। দোয়া করি, শাইখুল হাদীস রহ.-এর মতো উম্মতে মুহাম্মদির খেদমতে আমি যেন আমার পুরো জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ তায়ালা যেন আমাকেও তৌফিক দান করেন এবং এ দেশের আলেম-ওলামার জন্য শাইখুল হাদীস চিরদিন একটি দৃষ্টান্ত হয়ে থাকেন। আল্লাহ তায়ালা তাকে সুউচ্চ মর্যাদা দান করুন! আমিন!!

Powered by Create your own unique website with customizable templates.