• প্রথম পাতা
  • আরবী সাহিত্যে শাইখুল হাদিস সেমিনার
    • হযরত পাহাড়পুরী হুজুর দা: বা:
    • শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী
    • মুফতি আব্দুল মালেক দা: বা:
    • মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন
    • মুফতি মাহফুজুল হক দা:বা:
    • মাওলানা শহিদুল্লাহ ফজলুল বারী ও উবায়দুর র
    • মাওলানা আব্দুল জব্বার দা: বা:
    • ড: শামসুল হক সিদ্দিকি দা:বা:
    • মাওলানা যায়নুল আবেদীন
  • শাইখুল হাদিস কনফারেন্স
    • উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য প্রö
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-২
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-৩
    • হাফেজ উমর রহ:
    • শাইখূল হাদিস মামুনুল হকের ভাষণ
    • তারানা- সাঈদ আহমাদ
  • রাহমানিয়া ছাত্র কাফেলা স্মৃতি আলোচনা
    • স্মৃতি আলোচনায় মাওলানা মামুনুল হক
    • স্মৃতি আলোচনায় মুফতি সাঈদ আহমাদ
  • জীবনের বাঁকে বাঁকে
    • আব্বার শাসন ও সযত্ন অনুশীলন
    • আমার আম্মার কথা
    • লেখাপড়ার সুচনা
    • হযরত শামছুল হক ফরিদপুরীর সাহচার্য আমার জী
    • আমার তালিম ও তরবিয়াতে হযরত ফরিদপুরির দরদ ও &#
    • হযরত রফিক আহমাদ কাশ্মিরী রহ. এর কথা
    • হাদিসে রাসুল সা. এর প্রথম পরশ
    • দাড়িয়ে তব দুয়ার মাঝে
    • অধমের মাথায় হযরত থানভীর পাগড়ি
    • হযরত হাফেজ্জী হুজুর রহ.
    • হুজুরের স্নেহের একটি নমুনা
  • সরাসরি সম্প্রচার
  • প্রধান কলাম সমূহ
    • বিদায় বাংলার শাইখুল হাদিস
    • উলামায়ে দেওবন্দের পতাকাবাহী
    • এক আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • শাইখুল হাদিস রহ. স্মরণে
    • আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক
    • হেফাজতে দ্বীনের জন্য শায়েখের আদর্শ গ্রহন 
    • শাইখুল হাদিসের স্মৃতিকথা, তাযকিরাতুল আজিö
    • শাইখুল হাদিস অনুদিত বুখারী শরীফ
    • জীবনের বেলাভূমিতে প্রিয়তম শাইখুল হাদিস
    • নবী প্রেমের কবি
  • জীবনউপলদ্ধি
    • তার জীবন আমাদের উপমা
    • ঘরে বাইরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক র
    • আদর্শ শিক্ষক যার শ্রেষ্ঠ পরিচয়
    • শাইখুল হাদিসের জীবনী পাঠ্য করা হোক
    • মওতুল আলেমি মওতুল আলমি
    • আজ আমি এতিম
    • অনন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
    • তিনি আমাদের বুখারীর ইমাম
    • আললামা
    • গন্তব্যে আমৃত্যু অবিচল
    • তিনি কোটি মানুষের প্রেরনা
    • দ্বীনের সফল মহানায়ক
  • গবেষনা
    • হকের উপর অটল এক ব্যক্তিত্ব
    • অসাধারন গুনাবলীর অপূর্ব সমাহার
    • হাদিস চর্চায় কালজয়ী অবদান
    • আমার দেখা শাইখুল হাদিস
    • তিনি কেন অসাধারণ
    • ঈমানদীপ্ত এক বীরের গল্প
    • রহমানিয়া ও শাইখুল হাদিস রহ.
    • আপনি ঘুমাতে পারেন না
    • রাজনীতিবিদ শাইখুল হাদিস
    • বাবরী মসজিদ লংমার্চ
  • অনুভূতি
    • আমার অনুভূতি
    • দীনের দরদী খাদেম
    • তার সাথে আমার জীবনাচার
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • হাদিসের দিকপাল
    • মহানুভবতার উজ্জল দৃষ্টান্ত
    • ইলম ও আমলের প্রানময় বটবৃক্ষ
    • স্বপ্নের ফেরিওয়ালা
    • শাইখুল কুরআন
    • আদর সোহাগে গড়েছেন এক আদর্শ পরিবার
    • যে রত্ন আজ হারিয়ে খুজিঁ
  • স্মৃতি আলোচনা
    • প্রিয় রাহবারের শবযাত্রার মিছিলে ৩০ ঘন্টা
    • কতো স্মৃতি কতো কথা
    • সুযোগ পেলেই তার কপালে চুমু খেতাম
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
    • যার জিকিরে গুন্ঞ্জরিত মাদরাসা
    • শাইখুল হাদিস জিন্দাবাদ নয়
    • স্মৃতিগুলো জেগে থাকে মনে
    • স্মৃতি ও স্বপ্ন
    • স্মৃতিতে শাইখুল হাদিস
    • স্মৃতিগুলো এলোমেলো
    • মনের মুকুরে
    • সবই আছে শুধু নানাজি নেই
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
  • একান্ত সাক্ষাতকারে শাইখুল হাদিস
  • শাইখুল হাদিসের বৈচিত্রময় জীবন-সাধনা
    • বংশ ও পূর্ব পুরুষ
    • জন্ম ও শৈশব কাল
    • শিক্ষা জীবন
    • উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ
    • শিক্ষকতা
    • রচনা ও সংকলন
  • স্মৃতি তারানা
    • তুমি সত্য ন্যায়ের বাতি
    • এতিম হলো দেশ
    • তার বিদায়ে কেঁদেছে মানুষ
  • ছবি গ্যালারী

শাইখুল হাদীস  রহ.
আমার জীবনের  প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক

মাওলানা মাহফুজুল হক

মাসিক রাহমানী পয়গামের চলতি সংখ্যাটিকে শাইখুল হাদীস  সংখ্যা ঘোষণা দেয়া হয়েছে। আমি লেখালেখিতে অভ্যস্থ নই, তবুও হযরত শাইখুল হাদীস রহ. সম্পর্কে দু’চার কথা যেন না লেখলেই নয়। মনের সেই অদম্য আগ্রহের প্রেক্ষিতেই বক্ষমান এই লেখা।  শাইখের সঙ্গে আমার স্মৃতি সামান্য বুঝ হওয়ার পর থেকে তার মৃত্যু পর্যন্ত। কিন্তু আমি আজ মাত্র দু’টি বিষয় উল্লেখ করবো। প্রথম বিষয়টি হলো, হযরত শাইখুল হাদীস  রহ. আমার এবং আমাদের পরিবারের অধিকাংশ সদস্যের প্রথম শিক্ষক। শাইখ রহ. যতদিন পূর্ণ সুস্থ ছিলেন, ততোদিন আমাদের পরিবারের সদস্যদের আলিফ, বা, তা, ছা’র সবক আমরা আব্বাজান রহ.-এর থেকেই নিয়েছি। সুবহান আল্লাহ! এ এক অতিআশ্চর্য ব্যাপার যে, তিনি শত ব্যস্ততার মধ্যেও প্রাথমিক শিক্ষা নিজেই আমাদেরকে দিয়ে থাকতেন। শাইখ রহ. শুরু থেকেই একজন  ব্যস্ত মুহাদ্দিস ও শাইখুল হাদীস  ছিলেন। আজ আমি উপলব্ধি করি, তিনি ছোটদের শিক্ষাদানেও অদ্বিতীয় ব্যক্তিত্ব ছিলেন। 
হযরত শাইখ আলিফ, বা, তা, ছা অক্ষরগুলোকে   মোটা মলাটের ওপর লাগিয়ে সেগুলো কেটে কেটে একটা কৌটার মধ্যে রাখতেন। এরপর সবগুলো আমাদের সামনে ছড়িয়ে দিয়ে বলতেন ‘জিম’, খুঁজে আনো, ‘বা’ খুঁুঁজে আনো। এভাবে তিনি খেলাচ্ছলে আমাদেরকে আরবি বর্ণমালা শিক্ষা দিতেন। শত ব্যস্ততার মাঝেও তিনি পরিবারের ছোটদের কথা কখনো ভুলতেন না। তাদের বিষয় নিয়েও তিনি যথারীতি ভাবতেন। এভাবেই শাইখের হাতে আমাদের লেখাপড়া শুরু হতো। আমারও শুরু হলো। আর সর্বশেষ দাওরায়ে হাদিসের বছর বুখারি ও তিরমিজি শরিফের গুরুত্বপূর্ণ অংশ পড়ার সুযোগ লাভের মাধ্যমে হযরত আমার ছাত্র জীবনের শেষ বর্ষের শিক্ষকও বটে। আর-এর মাঝে আমি এবং আমার ভাগ্নে মাওলানা হাসান আহমাদ একই জামাতে থাকার কারণে সাধারণ রুটিনের বাইরে শাইখ আমাদের জালালাইন পড়িয়েছেন। মেশকাত শরিফের একটা অংশ পড়িয়েছেন। এই পড়ানোর মাধ্যমে আমরা যে বিষয়টি  উপলব্ধি করেছি, তা হলো শায়েখের পড়ানোর তরজ-তরিকা এতটাই ব্যতিক্রমী ও বৈশিষ্ট্যপূর্ণ ছিল, এক হাজার শিক্ষক জমা করলেও সেই স্তরে পৌঁছবে বলে মনে হয় না। আমি বর্তমান যা কিছু পড়া-পড়ানোর অবস্থায় আছি তার সবই হযরত থেকে গ্রহণ করা সামান্য ছিটাফোটা মাত্র।
দ্বিতীয় যে বিষয়টি আমি উল্লেখ করতে চাই, তাহলো শাইখ নিজে যেমন দীনের জন্য সকল জেল-জুলুম ত্যাগ তিতীক্ষাকে হাসিমুখে বরণ করে নিতেন। অনুরূপ তার পরিবারের যদি কেউ এমন কোনো অবস্থার সম্মুখীন হতো তাহলেও তিনি খুবই সানন্দচিত্তে তা গ্রহণ করতেন।
এমনই একটা ঘটনা আমার খুব মনে পড়ে। আমি তখন লালবাগ মাদরাসায় নাহবেমির পড়ি। আমি খুবই ছোট ছিলাম। আমার বয়স তখনো ১৫ বছর  হয়নি। ১৯৮৭ সালের কথা। হাফেজ্জী হুজুর রহ.-এরশাদবিরোধী আন্দোলনের ডাক দিলেন। যখন অন্য  কোনো দলই রাজপথে নামার বা আন্দোলন গড়ে তোলার সাহস পাচ্ছিল না, তখন হুজুরের আহ্বানে আন্দোলন তুঙ্গে। এই ধারাবাহিকতায় কোনো এক শুক্রবারে বায়তুল মোকাররমে মিটিং ডাকা হলো। 
শাইখুল হাদীসের সন্তান এবং আন্দোলন সংগ্রামে অগ্রগামী শাইখুল হাদীস কে কাছ থেকে দেখার কারণে আমাদের মধ্যে দীনি চেতনা এবং জজবা একটু বেশি ছিল।
বায়তুল মোকাররমের ওই মিটিংয়ে বড়দের সঙ্গে আমিও শরিক হলাম। যখন মিছিল শুরু হলো তখন ছোট-বড়, নেতা-কর্মী অনেকের সঙ্গে আমিও গ্রেফতার হলাম। দীর্ঘ দুই মাসের মতো কারাগারে ছিলাম। ডিটেনশনে থাকার কারণে সব সময় দেখা-সাক্ষাৎ করা যেতো না। আব্বা-আম্মা-আত্মীয়-স্বজনের সঙ্গে কখনো মাঝে মাঝে, কথা হতো। আবার কখনো বা অন্য মাধ্যমেও খবরের আদান-প্রদান হতো। ওই সময়ে আব্বা আমার কাছে একটি চিঠি পাঠালেন।   সেই চিঠির বিষয়বস্তু এমন ছিল যে, আমার এই অল্প বয়সে জেলে যাওয়ার কারণে শাইখ যে, খুব চিন্তিত তা নয়। পাশাপাশি আমি এই ছোট্ট বয়সে দীনের জন্য  কারাবরণ করেছি এবং শাইখ পরিবারের সর্বপ্রথম ব্যক্তি হিসেবে কারাবরণ করতে পেরেছি, এই বিষয়টি উল্লেখ করে শাইখ আমাকে উৎসাহিত করেছিলেন। চিঠিতে তিনি দীনের জন্য যতো কঠিন পরিস্থিতিই সামনে আসুক না কেন তা যেনো হাসি মুখে বরণ করতে পারি এই মানসিকতায় নিজেকে গড়ে তুলতে উদ্বুদ্ধ করেছিলেন।
আল্লাহু আকবার! এই সাধারণ একটি ব্যাপার। দীনের জন্য একটু কারাবরণ। কিন্তু বিষয়কে শাইখ অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে আমাকে দীনের স্বার্থে সকল প্রকার ত্যাগ ও কোরবানিকে হাসিমুখে মেনে নেয়ার জন্য বিরাট সবক হিসেবে পেশ করলেন।
তবে অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, আমি খুবই ছোট থাকায় তখন ওই চিঠির মাহাত্ম বুঝে উঠতে না পারার কারণে চিঠিটি সেভাবে আর সংরক্ষণ করা হয়নি। এই স্মৃতিটা যখনই মনে পড়ে তখনই চিঠিটার জন্য আমার ভীষণ আফসোস হয়।
পরিশেষে একটি বিষয়ের প্রতি পাঠকদের দৃষ্টি আকর্ষণ ও দোয়া কামনা করে লেখাটি শেষ করবো। তাহলো, আমার কাঁধে যখন দেশের শীর্ষস্থানীয় একটি ঐতিহ্যবাহী দীনি প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব আসে। তখন আমি এবং আমার অন্যান্য সহকর্মী সকলেই নবীন ও অনভিজ্ঞ।
তথাপিও অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার পেছনে আমরা আমাদের কোনো কৃতিত্বই খুঁজে পাই না। বরং এসবই হচ্ছে হযরত শাইখের আন্তরিক দোয়া ও কারামাত। আমি কর্ম জীবনের বিভিন্ন পর্যায়ে হযরত শাইখের দোয়া ও কারামতের মাধ্যমে উপকৃত হয়েছি। আল্লাহ তা’য়ালার অনুগ্রহ ও বিশেষ করুণায় তার পক্ষ থেকে প্রদত্ত আমানত যেনো যথার্থভাবে রক্ষা করতে পারি। আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন। আমিন।  লেখক : প্রিন্সিপাল জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাতমসজিদ ঢাকা


Powered by Create your own unique website with customizable templates.