• প্রথম পাতা
  • আরবী সাহিত্যে শাইখুল হাদিস সেমিনার
    • হযরত পাহাড়পুরী হুজুর দা: বা:
    • শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী
    • মুফতি আব্দুল মালেক দা: বা:
    • মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন
    • মুফতি মাহফুজুল হক দা:বা:
    • মাওলানা শহিদুল্লাহ ফজলুল বারী ও উবায়দুর র
    • মাওলানা আব্দুল জব্বার দা: বা:
    • ড: শামসুল হক সিদ্দিকি দা:বা:
    • মাওলানা যায়নুল আবেদীন
  • শাইখুল হাদিস কনফারেন্স
    • উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য প্রö
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-২
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-৩
    • হাফেজ উমর রহ:
    • শাইখূল হাদিস মামুনুল হকের ভাষণ
    • তারানা- সাঈদ আহমাদ
  • রাহমানিয়া ছাত্র কাফেলা স্মৃতি আলোচনা
    • স্মৃতি আলোচনায় মাওলানা মামুনুল হক
    • স্মৃতি আলোচনায় মুফতি সাঈদ আহমাদ
  • জীবনের বাঁকে বাঁকে
    • আব্বার শাসন ও সযত্ন অনুশীলন
    • আমার আম্মার কথা
    • লেখাপড়ার সুচনা
    • হযরত শামছুল হক ফরিদপুরীর সাহচার্য আমার জী
    • আমার তালিম ও তরবিয়াতে হযরত ফরিদপুরির দরদ ও &#
    • হযরত রফিক আহমাদ কাশ্মিরী রহ. এর কথা
    • হাদিসে রাসুল সা. এর প্রথম পরশ
    • দাড়িয়ে তব দুয়ার মাঝে
    • অধমের মাথায় হযরত থানভীর পাগড়ি
    • হযরত হাফেজ্জী হুজুর রহ.
    • হুজুরের স্নেহের একটি নমুনা
  • সরাসরি সম্প্রচার
  • প্রধান কলাম সমূহ
    • বিদায় বাংলার শাইখুল হাদিস
    • উলামায়ে দেওবন্দের পতাকাবাহী
    • এক আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • শাইখুল হাদিস রহ. স্মরণে
    • আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক
    • হেফাজতে দ্বীনের জন্য শায়েখের আদর্শ গ্রহন 
    • শাইখুল হাদিসের স্মৃতিকথা, তাযকিরাতুল আজিö
    • শাইখুল হাদিস অনুদিত বুখারী শরীফ
    • জীবনের বেলাভূমিতে প্রিয়তম শাইখুল হাদিস
    • নবী প্রেমের কবি
  • জীবনউপলদ্ধি
    • তার জীবন আমাদের উপমা
    • ঘরে বাইরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক র
    • আদর্শ শিক্ষক যার শ্রেষ্ঠ পরিচয়
    • শাইখুল হাদিসের জীবনী পাঠ্য করা হোক
    • মওতুল আলেমি মওতুল আলমি
    • আজ আমি এতিম
    • অনন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
    • তিনি আমাদের বুখারীর ইমাম
    • আললামা
    • গন্তব্যে আমৃত্যু অবিচল
    • তিনি কোটি মানুষের প্রেরনা
    • দ্বীনের সফল মহানায়ক
  • গবেষনা
    • হকের উপর অটল এক ব্যক্তিত্ব
    • অসাধারন গুনাবলীর অপূর্ব সমাহার
    • হাদিস চর্চায় কালজয়ী অবদান
    • আমার দেখা শাইখুল হাদিস
    • তিনি কেন অসাধারণ
    • ঈমানদীপ্ত এক বীরের গল্প
    • রহমানিয়া ও শাইখুল হাদিস রহ.
    • আপনি ঘুমাতে পারেন না
    • রাজনীতিবিদ শাইখুল হাদিস
    • বাবরী মসজিদ লংমার্চ
  • অনুভূতি
    • আমার অনুভূতি
    • দীনের দরদী খাদেম
    • তার সাথে আমার জীবনাচার
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • হাদিসের দিকপাল
    • মহানুভবতার উজ্জল দৃষ্টান্ত
    • ইলম ও আমলের প্রানময় বটবৃক্ষ
    • স্বপ্নের ফেরিওয়ালা
    • শাইখুল কুরআন
    • আদর সোহাগে গড়েছেন এক আদর্শ পরিবার
    • যে রত্ন আজ হারিয়ে খুজিঁ
  • স্মৃতি আলোচনা
    • প্রিয় রাহবারের শবযাত্রার মিছিলে ৩০ ঘন্টা
    • কতো স্মৃতি কতো কথা
    • সুযোগ পেলেই তার কপালে চুমু খেতাম
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
    • যার জিকিরে গুন্ঞ্জরিত মাদরাসা
    • শাইখুল হাদিস জিন্দাবাদ নয়
    • স্মৃতিগুলো জেগে থাকে মনে
    • স্মৃতি ও স্বপ্ন
    • স্মৃতিতে শাইখুল হাদিস
    • স্মৃতিগুলো এলোমেলো
    • মনের মুকুরে
    • সবই আছে শুধু নানাজি নেই
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
  • একান্ত সাক্ষাতকারে শাইখুল হাদিস
  • শাইখুল হাদিসের বৈচিত্রময় জীবন-সাধনা
    • বংশ ও পূর্ব পুরুষ
    • জন্ম ও শৈশব কাল
    • শিক্ষা জীবন
    • উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ
    • শিক্ষকতা
    • রচনা ও সংকলন
  • স্মৃতি তারানা
    • তুমি সত্য ন্যায়ের বাতি
    • এতিম হলো দেশ
    • তার বিদায়ে কেঁদেছে মানুষ
  • ছবি গ্যালারী

উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ 

হযরত শাইখ রহ.-এর শীর্ষ পর্যায়ের উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দের মধ্যে রয়েছেনÑ শাইখুল ইসলাম আল্লামা শাব্বীর আহমদ উসমানী রহ. ডাভেল জামিয়া ইসলামিয়াতে হযরতের নিকট বুখারি শরিফ পড়েন।
হযরত মাওলানা যফর আহমাদ উসমানী রহ. ঢাকা আশরাফুল উলূম বড়কাটারা মাদরাসায় হযরতের নিকট বুখারি শরিফ, তিরমিজি শরিফ ও বাইযাবি শরিফ পড়েন। হযরত মাওলানা বদরে আলম মীরাঠি রহ. ডাভেল জামেয়া ইসলামিয়াতে হযরতের নিকট হাদিসের কিতাব পড়েন।
হযরত মাওলানা শামছুল হক ফরিদপুরী সদর সাহেব রহ. শিক্ষাজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেমন বহু কিতাব হুজুরের কাছে পড়েছেন তেমনি হুজুরের তত্ত্বাবধানও লাভ করেছেন।
হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. এবতেদায়ি মারহালা থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত অনেক কিতাব পড়েছেন।
হযরত মাওলানা রফিক আহমদ কাশ্মীরী রহ., মীজান, নাহবেমির থেকে শরহে জামী পর্যন্ত বিভিন্ন কিতাব পড়েন এবং শরহেজামি পড়াকালীন বরকত স্বরূপ হাদিসের একটি সবকও পড়েন।
হযরত মাওলানা আস‘আদুল্লাহ রহ. খলীফা হযরত থানভী রহ., ডাভেল যাওয়ার পথে সাহারানপুরে হযরতের সোহবতে মাসখানিক সময় কাটান এবং আ-হাদিসে মুসালসালাতের সনদ হাসিল করেন।
হযরত মাওলানা আব্দুল ওয়াহহাব পীরজী হুজুর রহ., দরসে নিযামীর বিভিন্ন কিতাব পড়েন।
শাইখুত তাফসীর হযরত মাওলানা ইদরীস কান্ধলভী রহ. দারুল উলূম দেওবন্দে হযরতের নিকট দাওরায়ে তাফসীর পড়েন।
শিক্ষাজীবনের বৈশিষ্ট্য 
শিক্ষা জীবনে হযরত এক দিকে যেমন দারুন মেধা ও ধীশক্তির পরিচয় দিয়েছেন সেই সাথে রেখেছেন বিস্ময়কর সাধনা ও মেহনতের স্বাক্ষর। অপর দিকে আসাতিযায়ে কেরামের সাথে ছিল নিবিড় ভালোবাসা ও গভীর হৃদ্যতার সম্পর্ক। আসাতিযায়ে কেরামের খেদমত, তাদের সাথে আন্তরিক সম্পর্ক ও এলেম অর্জনে অক্লান্ত সাধনার কারণে তিনি উস্তাদদের মন জয় করতে সক্ষম হয়ে ছিলেন। ছিলেন তাদের প্রিয়পাত্র। আর তাই তিনি লাভ করেছেন সকল উস্তাদের          আন্তরিক দোয়া।
শিক্ষাজীবনে মেধা ও মেহনতের প্রমাণ বহন করে তার অমরকীর্তি হযতর শাইখুল ইসলাম শাব্বীর আহমাদ উসমানী রহ. এর দরসী তাকরীর যা  ‘যুদুল বারী’ নামে সংকলন করে ছিলেন;  পরবর্তীতে ফজলুল বারী নামে প্রকাশিত হয়েছে। তেমনি তিরমিজি শরিফের তাকরীরের যেই সংকলন তিনি ছাত্র জীবনে তৈরি করেছেন সেটাও তার মেহনত ও সাধনার এক অনন্য প্রমাণ। এ ছাড়াও পড়ার সময়েই আরও বিভিন্ন কিতাবের শরাহ তিনি লিখেছেন, যেমন মীযান পড়ার সময় মীযানের শরাহ, মাকামাতে হারিরি পড়ার সময় সেটার শরাহও লিখেছেন। এভাবে নিরবচ্ছিন্ন সাধনার মধ্য দিয়ে কেটেছে তার ছাত্রত্বের সময়। এই এলমী একাগ্রতার পাশাপাশি উস্তাদদের খেদমতে ও তাদের সাথে তা’আল্লুকের এমন নজির তিনি স্থাপন করেছেন যা সত্যিই বিরল। এই জন্য হযরত তার উস্তাদদের ভালবাসা যেমন পেয়েছেন তেমনি পেয়েছেন তাদের অসামান্য আন্তরিক দোয়া।  বাল্যকাল থেকেই এর ধারাবাহিকতা শুরু হয়েছিল। বড়কাটরা মাদরাসায় এবতেদায়ি মারহালায় পড়াকালীন সময়ে একবার তরবিয়তী সিলসিলায় শাস্তির তালিকায় তার নাম চলে আসলে তার প্রিয় উস্তাদ মাওলানা রফিক আহমদ কাশ্মীরী তার জন্য দোয়া করতে লাগলেন যেন তার শাস্তি না হয় এবং সেই দোয়ার বরকতে তার শাস্তি মওকুফ হয়ে যায়।
মেশকাত জামাত পড়ার জন্য দারুল উলূম দেওবন্দ যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করার পর উস্তাদের কাছ থেকে বিদায় নেয়ার সময় øেহময়ী উস্তাদ মাওলানা যফর আহমদ উসমানী রহ. নিজ ছাত্রের ওপর অগাধ আস্থা ও ভালোবাসার দাবি নিয়ে বলেছিলেন,  কে বলে তুমি দেওবন্দ যাচ্ছ? তোমাকে আমি পড়াব। 
এই কথা বলে হযরত উসমানী রহ. দাওরায়ে হাদিসের পাশাপাশি বাইযাবী শরিফের সবকও নিজের দায়িত্বে নিয়ে ছিলেন। 
হযরত শাইখ আসআদুল্লাহ রহ.-এর এক মাসের সোহবতে শাইখুল হাদীস রহ. তার হৃদয় কেমন আকর্ষণ করেছিলেন তা বিদায় বেলায় হযরতের করা মন্তব্য থেকে বোঝা যায়, হযরত বলেছিলেনÑ এক্ষেত্রে শাইখুল ইসলাম শাব্বীর আহমদ উসমানী রহ.-এর দুটি মন্তব্য প্রণিধানযোগ্য। হযরতের এলমী দক্ষতায় মুগ্ধ ও আশান্বিত হয়ে শাইখুল ইসলাম রহ. আশা প্রকাশপূর্বক বলেছিলেন, আমি আশা করি তোমার মাধ্যমে আমার কিছু কথা বঙ্গ এলাকায় প্রসার লাভ করবে।
আরেকবার আলাপচারিতার সময় মাওলানা যফর আহমদ উসমানী এর নিকট ছাত্র ‘আজিজুল হক’ সম্পর্কে শাইখুল ইসলাম রহ. মন্তব্য করেন,  আপনি মৌলভী আজিজুল হককে খুব ভালবাসতেন? তার মাঝে আপনার প্রতিচ্ছবি ফুটে উঠত।
শামছুল হক ফরিদপুরী রহ.এর একবার হযরত শাইখুল ইসলাম রহ.-এর সাথে সাক্ষাৎকালে শাইখুল ইসলাম রহ. জানতে চেয়েছিলেন। ঢাকায় আজিজুল হক নামে আমার এক ছেলে থাকে। তাকে আপনি চিনেন কি? আর শায়েখের খাছ উস্তাদ আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ. এর আশাবাদ যেটা তিনি ব্যক্ত করেছিলেন সেটা তো আরও বিস্ময়কর।  আল্লামা ফরিদপুরী রহ. বলেনÑ কেয়ামতের দিন আল্লাহ তা’য়ালা কী নিয়ে এসেছ জিজ্ঞাসা করলে, জবাবে একদিকে মাওলানা আজিজুল হক. আরেক দিকে মাওলানা হেদায়াতুল্লাহকে পেশ করে বলব, এই দুইজনকে আমি নিয়ে এসেছি। স্বীয় উস্তাদবৃন্দের হযরত সম্পর্কে কৃত উপরোক্ত মন্তব্য ও আশাবাদ থেকে স্পষ্টতঃই বোঝা যায় শাইখ রহ. তার উস্তাদদের কেমন দোয়া পেয়েছিলেন এবং তার প্রতি উস্তাদদের কেমন ভালোবাসা ও আস্থা ছিল। 

Powered by Create your own unique website with customizable templates.