• প্রথম পাতা
  • আরবী সাহিত্যে শাইখুল হাদিস সেমিনার
    • হযরত পাহাড়পুরী হুজুর দা: বা:
    • শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী
    • মুফতি আব্দুল মালেক দা: বা:
    • মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন
    • মুফতি মাহফুজুল হক দা:বা:
    • মাওলানা শহিদুল্লাহ ফজলুল বারী ও উবায়দুর র
    • মাওলানা আব্দুল জব্বার দা: বা:
    • ড: শামসুল হক সিদ্দিকি দা:বা:
    • মাওলানা যায়নুল আবেদীন
  • শাইখুল হাদিস কনফারেন্স
    • উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য প্রö
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-২
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-৩
    • হাফেজ উমর রহ:
    • শাইখূল হাদিস মামুনুল হকের ভাষণ
    • তারানা- সাঈদ আহমাদ
  • রাহমানিয়া ছাত্র কাফেলা স্মৃতি আলোচনা
    • স্মৃতি আলোচনায় মাওলানা মামুনুল হক
    • স্মৃতি আলোচনায় মুফতি সাঈদ আহমাদ
  • জীবনের বাঁকে বাঁকে
    • আব্বার শাসন ও সযত্ন অনুশীলন
    • আমার আম্মার কথা
    • লেখাপড়ার সুচনা
    • হযরত শামছুল হক ফরিদপুরীর সাহচার্য আমার জী
    • আমার তালিম ও তরবিয়াতে হযরত ফরিদপুরির দরদ ও &#
    • হযরত রফিক আহমাদ কাশ্মিরী রহ. এর কথা
    • হাদিসে রাসুল সা. এর প্রথম পরশ
    • দাড়িয়ে তব দুয়ার মাঝে
    • অধমের মাথায় হযরত থানভীর পাগড়ি
    • হযরত হাফেজ্জী হুজুর রহ.
    • হুজুরের স্নেহের একটি নমুনা
  • সরাসরি সম্প্রচার
  • প্রধান কলাম সমূহ
    • বিদায় বাংলার শাইখুল হাদিস
    • উলামায়ে দেওবন্দের পতাকাবাহী
    • এক আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • শাইখুল হাদিস রহ. স্মরণে
    • আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক
    • হেফাজতে দ্বীনের জন্য শায়েখের আদর্শ গ্রহন 
    • শাইখুল হাদিসের স্মৃতিকথা, তাযকিরাতুল আজিö
    • শাইখুল হাদিস অনুদিত বুখারী শরীফ
    • জীবনের বেলাভূমিতে প্রিয়তম শাইখুল হাদিস
    • নবী প্রেমের কবি
  • জীবনউপলদ্ধি
    • তার জীবন আমাদের উপমা
    • ঘরে বাইরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক র
    • আদর্শ শিক্ষক যার শ্রেষ্ঠ পরিচয়
    • শাইখুল হাদিসের জীবনী পাঠ্য করা হোক
    • মওতুল আলেমি মওতুল আলমি
    • আজ আমি এতিম
    • অনন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
    • তিনি আমাদের বুখারীর ইমাম
    • আললামা
    • গন্তব্যে আমৃত্যু অবিচল
    • তিনি কোটি মানুষের প্রেরনা
    • দ্বীনের সফল মহানায়ক
  • গবেষনা
    • হকের উপর অটল এক ব্যক্তিত্ব
    • অসাধারন গুনাবলীর অপূর্ব সমাহার
    • হাদিস চর্চায় কালজয়ী অবদান
    • আমার দেখা শাইখুল হাদিস
    • তিনি কেন অসাধারণ
    • ঈমানদীপ্ত এক বীরের গল্প
    • রহমানিয়া ও শাইখুল হাদিস রহ.
    • আপনি ঘুমাতে পারেন না
    • রাজনীতিবিদ শাইখুল হাদিস
    • বাবরী মসজিদ লংমার্চ
  • অনুভূতি
    • আমার অনুভূতি
    • দীনের দরদী খাদেম
    • তার সাথে আমার জীবনাচার
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • হাদিসের দিকপাল
    • মহানুভবতার উজ্জল দৃষ্টান্ত
    • ইলম ও আমলের প্রানময় বটবৃক্ষ
    • স্বপ্নের ফেরিওয়ালা
    • শাইখুল কুরআন
    • আদর সোহাগে গড়েছেন এক আদর্শ পরিবার
    • যে রত্ন আজ হারিয়ে খুজিঁ
  • স্মৃতি আলোচনা
    • প্রিয় রাহবারের শবযাত্রার মিছিলে ৩০ ঘন্টা
    • কতো স্মৃতি কতো কথা
    • সুযোগ পেলেই তার কপালে চুমু খেতাম
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
    • যার জিকিরে গুন্ঞ্জরিত মাদরাসা
    • শাইখুল হাদিস জিন্দাবাদ নয়
    • স্মৃতিগুলো জেগে থাকে মনে
    • স্মৃতি ও স্বপ্ন
    • স্মৃতিতে শাইখুল হাদিস
    • স্মৃতিগুলো এলোমেলো
    • মনের মুকুরে
    • সবই আছে শুধু নানাজি নেই
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
  • একান্ত সাক্ষাতকারে শাইখুল হাদিস
  • শাইখুল হাদিসের বৈচিত্রময় জীবন-সাধনা
    • বংশ ও পূর্ব পুরুষ
    • জন্ম ও শৈশব কাল
    • শিক্ষা জীবন
    • উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ
    • শিক্ষকতা
    • রচনা ও সংকলন
  • স্মৃতি তারানা
    • তুমি সত্য ন্যায়ের বাতি
    • এতিম হলো দেশ
    • তার বিদায়ে কেঁদেছে মানুষ
  • ছবি গ্যালারী

তিনি আমাদের বুখারির ইমাম
মুফতি দিলাওয়ার হোসাইন

শাইখুল হাদীস রহ. যদিও প্রসিদ্ধি লাভ করেছিলেন শাইখুল হাদীস হিসেবে কিন্তু বাস্তবে তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার পুরো জীবনই ছিল নববী আদর্শের বাস্তব নমুনা। হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রহ. সম্পর্কে হাফেজ শামসুদ্দীন যাহাবি রহ. ‘সিয়ারু আলা মিন নুবালা’ নামের কিতাবে লিখেছেন, আল্লাহ তায়ালা এমন কোনো গুণ সৃষ্টি করেননি যে গুণে তিনি গুণান্বিত ছিলেন না। ঠিক তেমনিভাবে মহান রাব্বুল আলামিন আমাদের দেশে এমন কোনো গুণ সৃষ্টি করেননি যে গুণ হযরত শাইখুল হাদীস রহ.-এর মাঝে ছিল না।
শাইখুল হাদীস-এর পাশাপাশি তিনি ছিলেন একজন মুজাহিদ, আধ্যাত্মিক জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, একজন সাহিত্যিক, একজন সুদক্ষ মুদাররিস এবং বিদগ্ধ ওয়ায়েজ। তিনি আধ্যাত্মিক সাধনায় এমন স্তরে পৌঁছেছিলেন, ইলমের জগতে এমন দক্ষ ও যোগ্য ছিলেন যে, জামিয়া কুরআনিয়া লালবাগ মাদরাসায় আমাদের খতমে বুখারির সময় হাফেজ্জী হুজুর রহ. বলেছিলেন, ‘আপনারা এতো সৌভাগ্যবান যে, আপনারা মাওলানা আজিজুল হক সাহেবের মতো উস্তাদের কাছে বুখারি পড়তে পেরেছেন। আমি তো মনে করি, তিনি আমাদের দেশের জন্য বুখারি শরিফের ইমাম। একসময় তিনি আমার কাছে পড়েছিলেন। এখন মনে হয়, আমি দশ-বারো বছর তার কাছে পড়ি।’ 
আমরা রমজানে শাইখুল হাদীস রহ.-এর কাছে তাফসির পড়েছিলাম। তখন আমাদের তাফসির ক্লাসে হাফেজ্জী হুজুর রহ. প্রতিদিন তিন-চার ঘণ্টা চুপচাপ বসে থাকতেন। ইলমিজগতে তিনি এমনই যোগ্যতা অর্জন করেছিলেন। একইভাবে তিনি বাতেনি জগতেও অনন্য শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। এই ধানমণ্ডিতেই বাসা। আলহাজ আব্দুল ওয়াদুদ খান । তিনি দেশের প্রথম সারির একজন দীনদার ব্যবসায়ী ব্যক্তি ছিলেন। ওলামায়ে কেরামকে খুব মহব্বত করতেন। তিনি নিজে শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. সম্পর্কে আমাকে একটি বিস্ময়কর ঘটনা শুনিয়েছেন। তিনি বলেন, ‘একদিন আমি স্বপ্নে দেখি, রাসুলে আরাবি সা. আমাকে নিয়ে ঢাকার বাইরে এক জায়গা দেখিয়ে বলেন, আব্দুল ওয়াদুদ! এখানে একটি মাদরাসা করা প্রয়োজন। মোবারক এ স্বপ্ন দেখার পর আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে জায়গাটা খুঁজে বের করার জন্য গাড়ি নিয়ে বের হলাম। অনেক খোঁজার পর নারায়ণগঞ্জ ঝালকুনিতে জায়গাটি পেলাম।’ 
পরে সাতচল্লিশ শতক জায়গা ক্রয় করে দেড়শো হাত লম্বা একটি বিল্ডিং তৈরি করলাম সেখানে। এখন কাকে দিয়ে মাদরাসা উদ্বোধন করাবো এ বিষয়টা চিন্তা করছিলাম। এর মাঝে একরাতে অমি স্বপ্নে দেখি, মদিনা মোনাওয়ারায় এক বিশাল সমাবেশ। সেই সমাবেশে হযরত সাহাবায়ে কেরাম, গাউস, কুতুব, অলি-আউলিয়া সবাই আছেন। আব্দুল ওয়াদুদ সাহেব বলেন, আমাদের শাইখুল হাদীস রহ.ও সেখানে উপস্থিত ছিলেন। এর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রা.-এর চোখে আমার চোখ পড়ে। তিনি আমাকে ইশারায় ডাকলেন। আমি কাছে গেলে তিনি আমাকে বললেন, তুমি মাদরাসা উদ্বোধন করা নিয়ে চিন্তা করছো? তিনি আমাকে শাইখুল হাদীস রহ.-এর দিকে ইশারায় দেখিয়ে বললেন, তাকে দিয়ে উদ্বোধন করবে। কেন তাকে দিয়ে করবে জানো? এ জন্য যে, তাকে নবীজি সা. ভালোবাসেন। ওইদিন রাতে মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ আমার বাসায় উপস্থিত ছিলেন। আমি তাকে বললাম, ভাই মিসবাহ! আমাকে আজিজুল হক সাহেবের কাছে নিয়ে চলুন এবং তাকে দাওয়াত দিন। আমি মাদরাসা উদ্বোধন করবো। পরে আমরা শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-এর কাছে গেলাম এবং সকল ঘটনা তাকে শুনালাম। এ ঘটনা শোনার পর শাইখুল হাদীস সাহেব সব কাজ বন্ধ রেখে সারাদিন শুধু দুরূদ শরিফ পড়েছিলেন। 
এই দু’টি ঘটনা থেকে সহজেই অনুমেয়, ইলমিধারায় হযরত হাফেজ্জী হুজুর রহ.-এর স্বীকৃতি এবং আধ্যাত্মিক জগতে রাসুলে আরাবি সা.-এর ভালোবাসাÑএভাবে তাকে আল্লাহ তা‘য়ালা প্রতিটি ক্ষেত্রে সিপাহসালার বানিয়েছিলেন। এমন হাজারো ঘটনা আছে শাইখুল হাদীস রহ.-এর জীবনে।  আল্লাহ তায়ালা আমাদেরকে তার আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন! আমিন!!
লেখক: প্রিন্সিপাল, জামিয়া ইসলামিয়া আকবর কমপ্লেক্স মাদরাসা, মিরপুর, ঢাকা
 

Powered by Create your own unique website with customizable templates.