• প্রথম পাতা
  • আরবী সাহিত্যে শাইখুল হাদিস সেমিনার
    • হযরত পাহাড়পুরী হুজুর দা: বা:
    • শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী
    • মুফতি আব্দুল মালেক দা: বা:
    • মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন
    • মুফতি মাহফুজুল হক দা:বা:
    • মাওলানা শহিদুল্লাহ ফজলুল বারী ও উবায়দুর র
    • মাওলানা আব্দুল জব্বার দা: বা:
    • ড: শামসুল হক সিদ্দিকি দা:বা:
    • মাওলানা যায়নুল আবেদীন
  • শাইখুল হাদিস কনফারেন্স
    • উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য প্রö
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-২
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-৩
    • হাফেজ উমর রহ:
    • শাইখূল হাদিস মামুনুল হকের ভাষণ
    • তারানা- সাঈদ আহমাদ
  • রাহমানিয়া ছাত্র কাফেলা স্মৃতি আলোচনা
    • স্মৃতি আলোচনায় মাওলানা মামুনুল হক
    • স্মৃতি আলোচনায় মুফতি সাঈদ আহমাদ
  • জীবনের বাঁকে বাঁকে
    • আব্বার শাসন ও সযত্ন অনুশীলন
    • আমার আম্মার কথা
    • লেখাপড়ার সুচনা
    • হযরত শামছুল হক ফরিদপুরীর সাহচার্য আমার জী
    • আমার তালিম ও তরবিয়াতে হযরত ফরিদপুরির দরদ ও &#
    • হযরত রফিক আহমাদ কাশ্মিরী রহ. এর কথা
    • হাদিসে রাসুল সা. এর প্রথম পরশ
    • দাড়িয়ে তব দুয়ার মাঝে
    • অধমের মাথায় হযরত থানভীর পাগড়ি
    • হযরত হাফেজ্জী হুজুর রহ.
    • হুজুরের স্নেহের একটি নমুনা
  • সরাসরি সম্প্রচার
  • প্রধান কলাম সমূহ
    • বিদায় বাংলার শাইখুল হাদিস
    • উলামায়ে দেওবন্দের পতাকাবাহী
    • এক আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • শাইখুল হাদিস রহ. স্মরণে
    • আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক
    • হেফাজতে দ্বীনের জন্য শায়েখের আদর্শ গ্রহন 
    • শাইখুল হাদিসের স্মৃতিকথা, তাযকিরাতুল আজিö
    • শাইখুল হাদিস অনুদিত বুখারী শরীফ
    • জীবনের বেলাভূমিতে প্রিয়তম শাইখুল হাদিস
    • নবী প্রেমের কবি
  • জীবনউপলদ্ধি
    • তার জীবন আমাদের উপমা
    • ঘরে বাইরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক র
    • আদর্শ শিক্ষক যার শ্রেষ্ঠ পরিচয়
    • শাইখুল হাদিসের জীবনী পাঠ্য করা হোক
    • মওতুল আলেমি মওতুল আলমি
    • আজ আমি এতিম
    • অনন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
    • তিনি আমাদের বুখারীর ইমাম
    • আললামা
    • গন্তব্যে আমৃত্যু অবিচল
    • তিনি কোটি মানুষের প্রেরনা
    • দ্বীনের সফল মহানায়ক
  • গবেষনা
    • হকের উপর অটল এক ব্যক্তিত্ব
    • অসাধারন গুনাবলীর অপূর্ব সমাহার
    • হাদিস চর্চায় কালজয়ী অবদান
    • আমার দেখা শাইখুল হাদিস
    • তিনি কেন অসাধারণ
    • ঈমানদীপ্ত এক বীরের গল্প
    • রহমানিয়া ও শাইখুল হাদিস রহ.
    • আপনি ঘুমাতে পারেন না
    • রাজনীতিবিদ শাইখুল হাদিস
    • বাবরী মসজিদ লংমার্চ
  • অনুভূতি
    • আমার অনুভূতি
    • দীনের দরদী খাদেম
    • তার সাথে আমার জীবনাচার
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • হাদিসের দিকপাল
    • মহানুভবতার উজ্জল দৃষ্টান্ত
    • ইলম ও আমলের প্রানময় বটবৃক্ষ
    • স্বপ্নের ফেরিওয়ালা
    • শাইখুল কুরআন
    • আদর সোহাগে গড়েছেন এক আদর্শ পরিবার
    • যে রত্ন আজ হারিয়ে খুজিঁ
  • স্মৃতি আলোচনা
    • প্রিয় রাহবারের শবযাত্রার মিছিলে ৩০ ঘন্টা
    • কতো স্মৃতি কতো কথা
    • সুযোগ পেলেই তার কপালে চুমু খেতাম
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
    • যার জিকিরে গুন্ঞ্জরিত মাদরাসা
    • শাইখুল হাদিস জিন্দাবাদ নয়
    • স্মৃতিগুলো জেগে থাকে মনে
    • স্মৃতি ও স্বপ্ন
    • স্মৃতিতে শাইখুল হাদিস
    • স্মৃতিগুলো এলোমেলো
    • মনের মুকুরে
    • সবই আছে শুধু নানাজি নেই
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
  • একান্ত সাক্ষাতকারে শাইখুল হাদিস
  • শাইখুল হাদিসের বৈচিত্রময় জীবন-সাধনা
    • বংশ ও পূর্ব পুরুষ
    • জন্ম ও শৈশব কাল
    • শিক্ষা জীবন
    • উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ
    • শিক্ষকতা
    • রচনা ও সংকলন
  • স্মৃতি তারানা
    • তুমি সত্য ন্যায়ের বাতি
    • এতিম হলো দেশ
    • তার বিদায়ে কেঁদেছে মানুষ
  • ছবি গ্যালারী


দীনের দরদি খাদেম
মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ

দেশের একজন প্রখ্যাত হাদীস বিশারদ এবং সু-বক্তা হওয়ার সুবাদে তার সঙ্গে আমার পরিচয় হয় ছোটবেলা থেকে। আমার গ্রামের বাড়ি খুলনা অঞ্চলে। খুলনার বিভিন্ন প্রতিষ্ঠানের বাৎসরিক মাহফিলে তিনি অতিথি হিসেবে যেতেন। এসব মাহফিলে তিনি কুরআন হাদীসের পাশা-পাশি সম-সাময়িক বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করতেন। শুধু দেশ নয় পুরো মুসলিম উম্মাহর ধ্বংসাত্মক ব্যাধিগুলো তিনি তার আলোচনায় তুলে ধরতেন এবং তা নিরাময়ের উপায় বাতলে দিতেন। মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনৈতিক ও আন্তর্জাতিক জীবনের অনেক পাথেয় তার আলোচনা পাওয়া যেতো। ইসলাহি এমন কিছু আলোচনা করতেন যা অন্য কারো আলোচনায় পাওয়া যেত না।
খুলনা আলিয়া মাদরাসার মাঠে পল্লিমঙ্গল মাদরাসার বার্ষিক মাহফিলে আমি হযরতকে প্রথম দেখি। আর রাজনৈতিক ময়দানে তার প্রথম সাক্ষাৎ হয় হযরত হাফেজ্জি হুজুর রহ. যখন তওবার রাজনীতির ডাক দেন তখন সমস্ত উলামায়ে কেরাম সম্মিলিতভাবে বিভিন্ন প্রোগ্রাম করতেন, আমরাও খুলনা থেকে আসতামÑ সে সময় হযরতকে দেখি। বিশেষ করে ১৯৮৭ সালের ১৩ মার্চ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতিষ্ঠা সভাতে যে সব মুরুব্বিদেরকে সামনের সারিতে দেখা গিয়ে ছিল তাদের অন্যতম ছিলেন হযরত শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.। রাজনৈতিক প্রোগ্রামে আমি হযরতকে খুলনায় যেমন দেখেছি তেমনি দেখেছি ঢাকার বিভিন্ন প্রোগ্রামে।
১৯৭৭ কি ১৯৭৮ সালে আমি তখন খুলনা দারুল উলুম মাদরাসার ছাত্র। মাদরাসার বাৎসরিক মাহফিলের প্রধান অতিথি হিসেবে হযরত যান। তখন মাদরাসার প্রিন্সিপ্যাল সাহেব আমাকে হযরতের খেদমতে নিযুক্ত করেন। সেদিনই প্রথম সরাসরি হযরতের সান্বিধ্য লাভের সুযোগ হয়। সেদিন হযরতের গাম্ভীর্য, শারাফাত ও সত্যের পক্ষে স্পষ্টবাদিতা আমাকে মুগ্ধ করে। হযরতের জীবনের যতোটুকু আমাদের সামনে রয়েছে তার পুরোটাই আমলি একটি জীবন দেখি। অনর্থক কথা-বার্তা বলতেন না। কারও ব্যাপারে কোনো কর্কশ ভাষা ব্যবহার করতেন না। কোথাও কোনো অনুষ্ঠানে যাওয়ার পর যদি একটু সময় পেতেন দেখা যেত তিনি নামাজে দাড়িয়ে গেছেন। একান্ত মজলিসে সাথীদের সঙ্গে দীনি আলোচনার পাশাপাশি পরিচ্ছন্ন রসিকতা ও নির্মল হাসি-কৌতুক করতেও তিনি ভুলতেন না। যা সঙ্গী কর্ম-ক্লান্তি দূর করে দিতো। ছোটদের সঙ্গেও এমন ব্যবহার করতেন যেনো তারা হযরতের সঙ্গে স্বস্তি নিয়ে সময় কাটাতে পারতো। ভয় ও গাম্ভীর্যের ভারে তাদের নুয়ে থাকতে হতো না।
আমাকে হযরতের জীবনের দু’টি দিক বিশেষভাবে মুগ্ধ করে। এক. দীর্ঘদিন ইলমে হাদিসের খেদমত। এতো দীর্ঘ সময় ইলমে হাদিসের খেদমতের সৌভাগ্য আল্লাহ খুব কম সংখ্যক মানুষকে দিয়েছেন। দুই. বুখারি শরিফের বঙ্গানুবাদ।-এর মাধ্যমে তিনি বাংলা ভাষায় যুগান্তকরী এক খেদমত করে গেছেন। বিশেষ করে তাতে-মওদুদি জামাত সম্পর্কে বিশেষ অধ্যায় রচনা করে এ দেশ ও জাতিকে ভয়ঙ্কর এক ধর্মীয় ফেতনার ব্যাপারে সতর্ক করে গেছেন। এখানে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন পরবর্তী কালে তিনি জামাত ইসলামের সঙ্গে যে রাজনৈতিক জোট করেন তার সঙ্গে আদর্শিক কোনো সম্পর্ক নেই। একটি রাজনৈতিক পরিস্থিতিতে তিনি তাদের সঙ্গে রাজনৈতিক সমোঝতা করার প্রয়োজন অনুভব করেন। তা অর্থ এই নয় যে, তিনি-মওদুদি জামাতের চিন্তা-চেতনা ও আদর্শিক বিষয়গুলোকে সমর্থন করেছেন। বা তাদের প্রতি সামান্যতম অনুকূল মানসিকতা পোষণ করেনÑ বলে আমরা মনে করি না।
হযরত শাইখুল হাদীস রহ.-এর জীবন থেকে তরুণ আলেমদের একটি বিষয় শিক্ষার রয়েছে, তা হলো ইলমে দীনের খেদমতের তীব্র পিপাসা। হযরত তার সারা জীবনে পরম আগ্রহ ভরে ইলমে দীনের খেদমত করেছেন। এমনকি যখন তিনি বয়সের ভারে ঠিকমতো চলতে পারতেন না। অন্যের সাহায্য নিতে হতো। শারীরিক নানা সমস্যা দেখা দিয়েছে তখনও ইলমে দীনের দরসকে ভুলে থাকতে পারেননি। আল্লাহ তায়ালা যাদেরকে ইলমে দীন দান করেছেন তাদেরকে উচিত এই নেয়ামতের মূল্যায়ন করে ইলমে দীনের খেদমত করা। ইলমে দীনের খেদমতের পিপাসা বুকে ধারণ করা। ইলমে দীনের খেদমত করতে না পারলে অন্তত আফসোস করা। হায়! আমার সৌভাগ্য হলো না। 
পরিশেষে একটি কথা বলতে চাই, অনেকে হয়তো ধারণা করে থাকবে রাজনৈতিক মতাদর্শের কারণে চরমোনাই তরিকার লোকেরা হযরত শাইখকে খাটো চোখে দেখে। তাদের ভুল ভাঙতে আমি বলবো, চরমোনাই-এর-এরহুম আল্লাহর কুতুব হযরত মাওলানা সৈয়দ মুহা. ফজলুল করীম রহ. কে জীবনে যতো কাছ থেকে আমরা দেখেছি সেই আলোকে বলছি, তার মধ্যে আমি হযরত শাইখের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কোনো ঘাটতি দেখিনি। অনুরূপ হযরত শাইখের মধ্যে তার এই ছাত্রের প্রতি স্নেহের কোনো কমতি দেখিনি। তারা কেউ কারো মর্যাদা ও সম্মানে আঘাত হেনে কোনো কথা বলেননি। ছাত্র ও শিক্ষকের মাঝে রাজনৈতিক মতভিন্নতা থাকা দোষের কিছু নয়। আমাদের আকাবির ও আসলাফের মধ্যে তার অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। উভয়-মরহুমের ইখলাছ ও নিষ্ঠার প্রমাণ পাওয়া যায়, যখন-মরহুম পীর সাহেব মুক্তাঙ্গণে হযরত শাইখের অবস্থান ধর্মঘটে যেয়ে একাত্মতা ঘোষণা করেন। অন্যদিকে শাইখুল হাদীস সাহেব রহ. নিজের শারীরিক অসুস্থতা সত্ত্বেও ছাত্রের জানাজায় উপস্থিত হয়ে আবেগঘন বক্তৃতা করেন। তিনি বলেছিলেন, জাতি এক মহামূল্যবান সম্পদ হারালো। দীনের আকাশের এক উজ্জ্বল নক্ষত্র ডুবে গেলো। তিনি এমন স্বীকৃতি দিয়েছিলেন।  আল্লাহ তায়ালা হযরতকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। আমাদেরকে তার জীবনের উত্তম আদর্শগুলো গ্রহণ করার তাওফিক দান করেন। আমিন।  লেখক : মহাসচিব, ইসলামি আন্দোলন বাংলাদেশ
শ্র“তিলিখন: আতাউর রহমান খসরু

Powered by Create your own unique website with customizable templates.