• প্রথম পাতা
  • আরবী সাহিত্যে শাইখুল হাদিস সেমিনার
    • হযরত পাহাড়পুরী হুজুর দা: বা:
    • শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী
    • মুফতি আব্দুল মালেক দা: বা:
    • মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন
    • মুফতি মাহফুজুল হক দা:বা:
    • মাওলানা শহিদুল্লাহ ফজলুল বারী ও উবায়দুর র
    • মাওলানা আব্দুল জব্বার দা: বা:
    • ড: শামসুল হক সিদ্দিকি দা:বা:
    • মাওলানা যায়নুল আবেদীন
  • শাইখুল হাদিস কনফারেন্স
    • উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য প্রö
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-২
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-৩
    • হাফেজ উমর রহ:
    • শাইখূল হাদিস মামুনুল হকের ভাষণ
    • তারানা- সাঈদ আহমাদ
  • রাহমানিয়া ছাত্র কাফেলা স্মৃতি আলোচনা
    • স্মৃতি আলোচনায় মাওলানা মামুনুল হক
    • স্মৃতি আলোচনায় মুফতি সাঈদ আহমাদ
  • জীবনের বাঁকে বাঁকে
    • আব্বার শাসন ও সযত্ন অনুশীলন
    • আমার আম্মার কথা
    • লেখাপড়ার সুচনা
    • হযরত শামছুল হক ফরিদপুরীর সাহচার্য আমার জী
    • আমার তালিম ও তরবিয়াতে হযরত ফরিদপুরির দরদ ও &#
    • হযরত রফিক আহমাদ কাশ্মিরী রহ. এর কথা
    • হাদিসে রাসুল সা. এর প্রথম পরশ
    • দাড়িয়ে তব দুয়ার মাঝে
    • অধমের মাথায় হযরত থানভীর পাগড়ি
    • হযরত হাফেজ্জী হুজুর রহ.
    • হুজুরের স্নেহের একটি নমুনা
  • সরাসরি সম্প্রচার
  • প্রধান কলাম সমূহ
    • বিদায় বাংলার শাইখুল হাদিস
    • উলামায়ে দেওবন্দের পতাকাবাহী
    • এক আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • শাইখুল হাদিস রহ. স্মরণে
    • আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক
    • হেফাজতে দ্বীনের জন্য শায়েখের আদর্শ গ্রহন 
    • শাইখুল হাদিসের স্মৃতিকথা, তাযকিরাতুল আজিö
    • শাইখুল হাদিস অনুদিত বুখারী শরীফ
    • জীবনের বেলাভূমিতে প্রিয়তম শাইখুল হাদিস
    • নবী প্রেমের কবি
  • জীবনউপলদ্ধি
    • তার জীবন আমাদের উপমা
    • ঘরে বাইরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক র
    • আদর্শ শিক্ষক যার শ্রেষ্ঠ পরিচয়
    • শাইখুল হাদিসের জীবনী পাঠ্য করা হোক
    • মওতুল আলেমি মওতুল আলমি
    • আজ আমি এতিম
    • অনন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
    • তিনি আমাদের বুখারীর ইমাম
    • আললামা
    • গন্তব্যে আমৃত্যু অবিচল
    • তিনি কোটি মানুষের প্রেরনা
    • দ্বীনের সফল মহানায়ক
  • গবেষনা
    • হকের উপর অটল এক ব্যক্তিত্ব
    • অসাধারন গুনাবলীর অপূর্ব সমাহার
    • হাদিস চর্চায় কালজয়ী অবদান
    • আমার দেখা শাইখুল হাদিস
    • তিনি কেন অসাধারণ
    • ঈমানদীপ্ত এক বীরের গল্প
    • রহমানিয়া ও শাইখুল হাদিস রহ.
    • আপনি ঘুমাতে পারেন না
    • রাজনীতিবিদ শাইখুল হাদিস
    • বাবরী মসজিদ লংমার্চ
  • অনুভূতি
    • আমার অনুভূতি
    • দীনের দরদী খাদেম
    • তার সাথে আমার জীবনাচার
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • হাদিসের দিকপাল
    • মহানুভবতার উজ্জল দৃষ্টান্ত
    • ইলম ও আমলের প্রানময় বটবৃক্ষ
    • স্বপ্নের ফেরিওয়ালা
    • শাইখুল কুরআন
    • আদর সোহাগে গড়েছেন এক আদর্শ পরিবার
    • যে রত্ন আজ হারিয়ে খুজিঁ
  • স্মৃতি আলোচনা
    • প্রিয় রাহবারের শবযাত্রার মিছিলে ৩০ ঘন্টা
    • কতো স্মৃতি কতো কথা
    • সুযোগ পেলেই তার কপালে চুমু খেতাম
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
    • যার জিকিরে গুন্ঞ্জরিত মাদরাসা
    • শাইখুল হাদিস জিন্দাবাদ নয়
    • স্মৃতিগুলো জেগে থাকে মনে
    • স্মৃতি ও স্বপ্ন
    • স্মৃতিতে শাইখুল হাদিস
    • স্মৃতিগুলো এলোমেলো
    • মনের মুকুরে
    • সবই আছে শুধু নানাজি নেই
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
  • একান্ত সাক্ষাতকারে শাইখুল হাদিস
  • শাইখুল হাদিসের বৈচিত্রময় জীবন-সাধনা
    • বংশ ও পূর্ব পুরুষ
    • জন্ম ও শৈশব কাল
    • শিক্ষা জীবন
    • উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ
    • শিক্ষকতা
    • রচনা ও সংকলন
  • স্মৃতি তারানা
    • তুমি সত্য ন্যায়ের বাতি
    • এতিম হলো দেশ
    • তার বিদায়ে কেঁদেছে মানুষ
  • ছবি গ্যালারী

‘শাইখুল হাদীস জিন্দাবাদ’ নয় ‘বলো ইসলাম জিন্দাবাদ’

মাওলানা মাহবুবুল হক

শাইখুল হাদীস রহ. ছিলেন মহান এক ব্যক্তিত্ব। যার জীবনের প্রতিটি মুহূর্তই ছিলো রাসুলে আরাবি সা. -এর অনুপম আদর্শের অনুসরণ। এই বিশাল আদর্শের পরিব্যপ্ত জীবনী এই সংক্ষিপ্ত সময়ে কারও পক্ষেই বলা সম্ভব নয়। 
শাইখুল হাদীস রহ.-এর ইখলাস সম্পর্কে ঘরে-বাইরে আমার চাইতে বেশি কেউ দেখেনি। আমি সবসময় শাইখুল হাদীস রহ.-এর সঙ্গে থেকে তার যে ইখলাস দেখার সৌভাগ্য আমার হয়েছে আর কারও তা হয়নি। তাই আমি শাইখুল হাদীস রহ.-এর ইখলাস সম্পর্কে এক-দুইটি আলোচনা করব। 
এটা তো সবারই জানা কথা, রাজনৈতিক কারণে শাইখুল হাদীস রহ. তিন তিনবার কারাবরণ করেছেন এবং শাইখুল হাদীস রহ.-এর কারাবরণের ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমিই সাথে ছিলাম। 
শেষ কারাবরণের আগের দিন রাতে কাকরাইলে আমার এক আত্মীয়ের বাসায় হযরতকে রাখলাম। সবার সাথে এই আলোচনা করে যে, যদি বাসায় থাকেন তাহলে হয়তো বাসা থেকেই হযরতকে বন্দী করা হবে। তা ছাড়া পরদিন রংপুর শাইখুল হাদীস রহ.-এর সফরও ছিল। তাই তিনিও এই দৃঢ় সংকল্প নিয়েছিলেন যে, রংপুর যেকোনো উপায়েই হোক পরদিন যেতেই হবে। তিনি আমাকে বললেন, আমি কিছু বুঝি না, আমাকে আগামীকাল তুমি রংপুরে পৌঁছাবে। এটা তোমার জিম্মাদারি। কীভাবে করবে আমি জানি না। 
গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে তিনি আমাকে এভাবেই বলতেন। বলতেন, তোমাকে বলে দিলাম, এ কাজটা তুমি করবে। এখন কীভাবে করবে সেটা তোমার ব্যাপার। সেদিনও তিনি আমাকে এভাবে বলেছেন। তখন আমি আব্দুল মুমিনকে ফোন করলাম। সে এখন মারকাজুল ইসলামীতে থাকে। সে তখন ছাত্র ছিল। তাকে ফোন করার কারণ দুইটি। এক. সে উত্তরবঙ্গের রাস্তাঘাট খুব ভালোভাবে চেনে। দ্বিতীয়ত শাইখুল হাদীস রহ.-এর খাদেমের খুব প্রয়োজন ছিল। তা ছাড়া সরকার যে কোনোভাবেই হোক শাইখুল হাদীস রহ.-কে গ্রেফতার করতে চাইবে। যদি অ্যারেস্ট করতে পারে তাহলে তার সঙ্গে যারা থাকবে তাদেরকেও গ্রেফতার করা হবে। গ্রেফতারের পর তারা যদি শাইখুল হাদীস রহ.-এর সঙ্গে তার ঔরসজাত কোনো সন্তানকে কাছে পায় তাহলে তাকে দুর্বল করার জন্য সেই সন্তানকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। যদি এটা হয় তাহলে তা শাইখুল হাদীস রহ.-কে বেকায়দায় ফেলে দিবে। 
আমি যখন তাকে নিয়ে কাকরাইল আসি অনেক রাত। তিনি সারাদিন নানাকাজের কারণে খুব ক্লান্ত ছিলেন। মাগরিবের পরও মাওলানা মুহিউদ্দীন খান সাহেবের পল্টন অফিসে প্রেস কনফারেন্স করেন। আমি বাসায় রেখে যাওয়ার সময় বললাম, আপনি এখানে একটু আরাম করেন, ঘুমান। আমি এসে রাত বারোটার দিকে আপনাকে ডাক দিব। তিনি যে ঘরে ঘুমিয়েছিলেন সেই রুমের দরজা খোলার শব্দে তার ঘুম ভেঙে গেল। তিনি আমাকে দেখে মুচকি হাসলেন। আল্লাহর কসম! এমন নিষ্পাপ হাসি আমি জীবনে তার মুখে আর কখনো দেখিনি।
আমাকে দেখেই বললেন, কিরে তুই আইছ? আব্বার হাসি এবং কথার কারণে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। জোরে জোরে কাঁদতে শুরু করলাম। তখন তিনি বললেন, কী হইছে, কান্দস ক্যা? শ্রদ্ধার কারণে আমরা সবসময়ই আব্বার থেকে একটু দূরেই থাকতাম। বর্তমান ছেলেমেয়েরা যেমন শরীরে হাত দেয়, আমরা শরীরে এমন স্পর্শ কখনো করতে পারিনি। কিন্তু সেদিন আমি আব্বাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। আব্বা বললেন, কী হইছে পাগল, কান্দছ ক্যা? আমি বললাম, আজকে যদি আমার কথা শুনতেন তাহলে এমন হতো না। তিনি ভীত-সন্ত্রস্ত হয়ে বললেন, কী হইছে, কী হইছে আমারে ক’? আমি বললাম, আজকের এই মামলার সমস্ত দায়-দায়িত্ব আপনার ঘাড়ে পড়বে। তখন তিনি স্নিগ্ধ একটা হাসি দিয়ে বললেন, কস কী ব্যাটা! এই ল্যাইগ্যা কান্দছ? তুই জানস আমরা কার উত্তরসূরি? হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহ., হজরত হোসাইন আহমদ মাদানি রহ. এর উত্তরসূরি। তারা তো ব্রিটিশের জেল খেটেছেন। আর আমি তো আমার দেশের লোকের জেল খাটব।
তখন তিনি আমাকে দুটি ঘটনা শোনালেন। মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহ. কে প্রতিদিন ব্রিটিশরা শেষরাতে ভোর তিনটার দিকে খালি গায়ে সাগরের পাড়ে যেখানে আধা হাত পানি হয়; এমন একটা জায়গায় ছোটো টুলের ওপর বসিয়ে রাখতো। যদি শীতে কাঁপতে কাঁপতে পড়ে যায় তাহলে পানিতে পড়বে। যদি ঘুমের কারণে ঝুঁকে পড়ে যায় তাহলেও পানিতে পড়বে। আর আমাকে তো রাখবে এমন জেলে, যে জেলের একপাশে আমার দোকান আর অপরপাশে আমি থাকবো। যদি এইটুকু আমরা ত্যাগ করতে না পারি তাহলে কী নিয়ে আমরা কেয়ামতের দিন দাঁড়াবো? আমরা হোসাইন আহমদ মাদানি রহ. এবং হজরত মাহমুদ হাসান রহ.-এর উত্তরসূরি। একথা বলে তিনি আমাকে ধমক দিলেন, পাগল! তুই এল্লিগা কান্দছ? ধুর পাগল!
ইখলাসের এমন অসংখ্য ইতিহাস রয়েছে। কিন্তু ইতিহাস আলোচনার আগে আমাদের শপথ নিতে হবে যে, আমরা কি শাইখুল হাদীস রহ.-এর আদর্শকে ধরে রাখবো না দূরে ঠেলে দেবো? শাইখুল হাদীস রহ.-এর আদর্শের অন্যতম শিক্ষা হলো সত্য সবসময় দৃঢ় অবস্থান নিয়ে থাকবে। মিথ্যা ভেঙে চুরমার হয়ে যাবে। সত্যকে মাঝে মাঝে দুর্বল করা যায়। কিন্তু সত্যকে কখনোই মিটিয়ে দেয়া যায় না। মিথ্যাকে মাঝে মাঝে দেখা যায়, প্রবলবেগে ধেয়ে আসে। প্রবল প্রতাপের সঙ্গে মিথ্যা আসে ঠিক কিন্তু সেটা কখনোই প্রতিষ্ঠা লাভ করতে পারেনি এবং পারবেও না।
আমরা যদি শাইখুল হাদীস রহ. কে সর্বক্ষেত্রে অনুসরণ করতে পারি তাহলে আমাদের জন্যই কল্যাণকর। যদি কখনো কোনো মিছিলে বলা হতো, ‘শাইখুল হাদীস জিন্দাবাদ’ তখন তিনি বলতেন, ধুর! শাইখুল হাদীস জিন্দা থাইক্যা লাভ কী অইবো? বরং বলো ইসলাম জিন্দাবাদ। 
শাইখুল হাদীস রহ. শুধু ব্যক্তি নন, তিনি একটি জাতিতে পরিণত হয়েছিলেন। সুতরাং তার আদর্শকে টিকিয়ে রাখতে হলে প্রতিটি কাজের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অনুসরণ করতে হবে। আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দান করুন! আমিন!!
লেখক : সাহেবজাদা, শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. 

 

Powered by Create your own unique website with customizable templates.