• প্রথম পাতা
  • আরবী সাহিত্যে শাইখুল হাদিস সেমিনার
    • হযরত পাহাড়পুরী হুজুর দা: বা:
    • শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী
    • মুফতি আব্দুল মালেক দা: বা:
    • মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন
    • মুফতি মাহফুজুল হক দা:বা:
    • মাওলানা শহিদুল্লাহ ফজলুল বারী ও উবায়দুর র
    • মাওলানা আব্দুল জব্বার দা: বা:
    • ড: শামসুল হক সিদ্দিকি দা:বা:
    • মাওলানা যায়নুল আবেদীন
  • শাইখুল হাদিস কনফারেন্স
    • উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য প্রö
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-২
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-৩
    • হাফেজ উমর রহ:
    • শাইখূল হাদিস মামুনুল হকের ভাষণ
    • তারানা- সাঈদ আহমাদ
  • রাহমানিয়া ছাত্র কাফেলা স্মৃতি আলোচনা
    • স্মৃতি আলোচনায় মাওলানা মামুনুল হক
    • স্মৃতি আলোচনায় মুফতি সাঈদ আহমাদ
  • জীবনের বাঁকে বাঁকে
    • আব্বার শাসন ও সযত্ন অনুশীলন
    • আমার আম্মার কথা
    • লেখাপড়ার সুচনা
    • হযরত শামছুল হক ফরিদপুরীর সাহচার্য আমার জী
    • আমার তালিম ও তরবিয়াতে হযরত ফরিদপুরির দরদ ও &#
    • হযরত রফিক আহমাদ কাশ্মিরী রহ. এর কথা
    • হাদিসে রাসুল সা. এর প্রথম পরশ
    • দাড়িয়ে তব দুয়ার মাঝে
    • অধমের মাথায় হযরত থানভীর পাগড়ি
    • হযরত হাফেজ্জী হুজুর রহ.
    • হুজুরের স্নেহের একটি নমুনা
  • সরাসরি সম্প্রচার
  • প্রধান কলাম সমূহ
    • বিদায় বাংলার শাইখুল হাদিস
    • উলামায়ে দেওবন্দের পতাকাবাহী
    • এক আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • শাইখুল হাদিস রহ. স্মরণে
    • আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক
    • হেফাজতে দ্বীনের জন্য শায়েখের আদর্শ গ্রহন 
    • শাইখুল হাদিসের স্মৃতিকথা, তাযকিরাতুল আজিö
    • শাইখুল হাদিস অনুদিত বুখারী শরীফ
    • জীবনের বেলাভূমিতে প্রিয়তম শাইখুল হাদিস
    • নবী প্রেমের কবি
  • জীবনউপলদ্ধি
    • তার জীবন আমাদের উপমা
    • ঘরে বাইরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক র
    • আদর্শ শিক্ষক যার শ্রেষ্ঠ পরিচয়
    • শাইখুল হাদিসের জীবনী পাঠ্য করা হোক
    • মওতুল আলেমি মওতুল আলমি
    • আজ আমি এতিম
    • অনন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
    • তিনি আমাদের বুখারীর ইমাম
    • আললামা
    • গন্তব্যে আমৃত্যু অবিচল
    • তিনি কোটি মানুষের প্রেরনা
    • দ্বীনের সফল মহানায়ক
  • গবেষনা
    • হকের উপর অটল এক ব্যক্তিত্ব
    • অসাধারন গুনাবলীর অপূর্ব সমাহার
    • হাদিস চর্চায় কালজয়ী অবদান
    • আমার দেখা শাইখুল হাদিস
    • তিনি কেন অসাধারণ
    • ঈমানদীপ্ত এক বীরের গল্প
    • রহমানিয়া ও শাইখুল হাদিস রহ.
    • আপনি ঘুমাতে পারেন না
    • রাজনীতিবিদ শাইখুল হাদিস
    • বাবরী মসজিদ লংমার্চ
  • অনুভূতি
    • আমার অনুভূতি
    • দীনের দরদী খাদেম
    • তার সাথে আমার জীবনাচার
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • হাদিসের দিকপাল
    • মহানুভবতার উজ্জল দৃষ্টান্ত
    • ইলম ও আমলের প্রানময় বটবৃক্ষ
    • স্বপ্নের ফেরিওয়ালা
    • শাইখুল কুরআন
    • আদর সোহাগে গড়েছেন এক আদর্শ পরিবার
    • যে রত্ন আজ হারিয়ে খুজিঁ
  • স্মৃতি আলোচনা
    • প্রিয় রাহবারের শবযাত্রার মিছিলে ৩০ ঘন্টা
    • কতো স্মৃতি কতো কথা
    • সুযোগ পেলেই তার কপালে চুমু খেতাম
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
    • যার জিকিরে গুন্ঞ্জরিত মাদরাসা
    • শাইখুল হাদিস জিন্দাবাদ নয়
    • স্মৃতিগুলো জেগে থাকে মনে
    • স্মৃতি ও স্বপ্ন
    • স্মৃতিতে শাইখুল হাদিস
    • স্মৃতিগুলো এলোমেলো
    • মনের মুকুরে
    • সবই আছে শুধু নানাজি নেই
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
  • একান্ত সাক্ষাতকারে শাইখুল হাদিস
  • শাইখুল হাদিসের বৈচিত্রময় জীবন-সাধনা
    • বংশ ও পূর্ব পুরুষ
    • জন্ম ও শৈশব কাল
    • শিক্ষা জীবন
    • উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ
    • শিক্ষকতা
    • রচনা ও সংকলন
  • স্মৃতি তারানা
    • তুমি সত্য ন্যায়ের বাতি
    • এতিম হলো দেশ
    • তার বিদায়ে কেঁদেছে মানুষ
  • ছবি গ্যালারী

যার জিকিরে গুঞ্জরিত মাদরাসা
 মাওলানা ইমরান মাযহারী

উপমহাদেশে শাইখুল হাদীস শব্দটি ব্যবহার হলে সকলের কাছে যে নামটি ভেসে ওঠে তা হলো শাইখুল হাদীস মাওলানা যাকারিয়া রহ.। শাইখুল হাদীস শব্দটি তার সাথেই পরিচিত। কিন্তু বাংলাদেশে শাইখুল হাদীস মানেই আল্লামা আজিজুল হক রহ.। এটি বাংলাদেশে সকলেই জানেন এবং বোঝেন।
শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক হাদিসের দরসে প্রথম উপবিষ্ট হয়ে ছিলেন বড়কাটারা মাদরাসায়। হাদিসের দরসে তিনি ছিলেন একজন আদর্শ উস্তাদ। তার পড়ানোর ঢং, উপস্থাপনা শৈলী, জাদুময়ী ব্যাখ্যা, সহজ সরলভাষা যে কাউকে আকর্ষণ করত। গবি থেকে গবি ছাত্রও তার কাছে ছিল পূর্ণ মনোযোগী। আমার শ্রদ্ধেয় আব্বাজান মাওলানা
 মাজহারুল হক রহ. ছিলেন শাইখের অন্যতম ছাত্র। তিনি বলেনÑ ছোটদের আদর্শলিপি যেমন সহজ, শাইখের বুখারি শরিফের দরসও তেমন সহজ। ফলে অল্প কদিনেই তার সুনাম-খ্যাতি ছড়িয়ে পড়ে। ছাত্রদের কাছে তিনি হয়ে ওঠেন প্রিয় উস্তাদ। তখনকার সময় লালবাগ জামেয়ায় তার কাছে যারা বোখারির দরস নিয়েছেন তাদের ৯০% ছাত্র এখন হাদিসের খেদমত করছে। 
আল্লামা আজিজুল হক রহ. এমন এক সময় লালবাগে হাদিসের দরসদান করেন যখন মুহাদ্দিসে কাবির আল্লামা হেদায়েতুল্লাহ রহ. মুহাদ্দিসে মোবাজ্জাল মাওলানা মুফতি আব্দুল মুইজ রহ. হযরত মাওলানা সালাহ উদ্দিন রহ. ও আমিরে শরিয়ত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর মতো বিখ্যাত ব্যক্তিবর্গ  সেখানের মুহাদ্দিস পদে অলংকৃত হন। 
বাংলার জমিনে তিনি বুখারি শরিফের যে খেদমত করে গেছেন তার তুলনা বিরল। ৫০ বছরেরও বেশি বুখারির দরস দান, ১০ খণ্ডের বুখারির বঙ্গানুবাদ সত্যিই-এর কোনো তুলনা হয় না।  
একটা সময় ঢাকার মুহাম্মদপুর ছিল বেদআতি ও শিয়াদের আখড়াখানা। শাইখ সেখানে জামিয়া মুহাম্মদিয়া ও জামিয়া রাহমানিয়া নামে দুটি মাদরাসা প্রতিষ্ঠা করে উলামায়ে হকের দুর্গ তৈরি করেন। পরে এ দুটির পৃষ্ঠপোষকতায় আরও প্রতিষ্ঠা করেন অসংখ্য দেওবন্দী মাদরাসা। সে এলাকা এখন দেওবন্দী ওলামার পদচারণার ক্ষেত্র হয়ে উঠেছে। তাই মাদরাসা প্রতিষ্ঠার ইতিহাসেও তার নামটি স্মরণীয় হয়ে থাকবে। 
তালিম তাদরিসের ময়দানে দৃষ্টান্তহীন শাইখুল হাদীস। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও ছিল তার সরব পদচারণা। বাবরি মসজিদকে কেন্দ্র করে তিনি ঐতিহাসিক যে লংমার্চের আহ্বান করেছিলেন আমার জানামতে বাংলার ইতিহাসে এমনটি আর কেউ করে দেখাতে পারেনি। তিনি হকের জন্য শরীরের রক্ত ঝরিয়েছেন। জুলুম-অত্যাচার সহ্য করেছেন। বারবার কারাবরণ করে হযরত ইউসুফ আ. ইমাম আবু হানিফা রহ. ও ইমাম আহমদ বিন হাম্বল রহ.-এর আদর্শকে সমুজ্জ্বল করেছেন। হক ও হক্কানিয়্যাতের ঝাণ্ডাকে বুলন্দ করেছেন বাতিলের কাছে মাথানত করা তার মাজহাবে ছিল না। 
ওলামায়ে হককে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টায় তার ভূমিকা  অত্যন্ত চমৎকার। ইসলামী ঐক্যজোট গঠনের মাধ্যমে ইসলামি সমস্ত দলগুলোকে একত্র করে রাজনৈতিক অঙ্গনে প্রশংসনীয় যে ভূমিকা তিনি রেখে গেছেন তার সুফল যুগযুগ ধরে ভোগ করবে বাংলার আলেম সমাজ। তিনি শুধু ইলমে জাহেরিরই সম্রাট ছিলেন না। ইলমে মারেফত ও ইলমে বাতেনির ময়দানেও ছিলেন বিশাল ব্যক্তিত্বের অধিকারী। হাফেজ্জী হুজুর রহ. প্রমুখ ব্যক্তিদের সুহবত হাসিল করে ইলমে মারেফাতের উচ্চ মাকামে পৌঁছান তিনি। তার সাথে আমার একটা স্মৃতিচারণ টানছি। তখন ২০০৯ সাল। মুহাম্মদপুুর আল্লাহ করিম মসজিদে ইসলাহি জোর শেষে শাইখের দরবারে হাজির হই। সে দিন তার পবিত্র জবান থেকে যা বের হয়েছিল তা হলো আমি তোর মাদরাসায় যাব। সুন্দর স্ন্দুর পরামর্শ দিব। কোনো টাকা-পয়সা তোকে খরচ করতে হবে না। আমাকে অবশ্যই নিয়ে যাবি। তার আবেগ ভরা কণ্ঠ সেদিন আমাকে বিমোহিত করে। খুশিতে ভরে যায় আমার মন। 
পরে একদিন হুজুরকে মাদরাসায় নিয়ে আসি। মাদরাসায় উপস্থিত হওয়ার পর তার জবান থেকে শুধু আল্লাহ আলাহ শব্দ উচ্চারিত হচ্ছিল। তার জিকিরে গোটা মাদরাসা গুঞ্জরিত হয়ে ওঠে। দাওরায়ে হাদিসে ঢোকার সময় সালাম এতো জোরে দিয়েছিলেন যে, গোটা কামরা মুখরিত হয়ে যায়। বুখারির পাঠদান শেষে মাসুম বাচ্চার মতো তিনি আমাকে বললেন ‘তুই মোনাজাত করবি’। এতো বড় আল্লামা, হাদিসের সম্রাট আমার মতো অধমকে মোনাজাত করার কথা বারবার বলছেন, এটা তার ইখলাস ও তাওয়াজুর উজ্জ্বল নমূনা। তাকে অহংকার করতে দেখা যায়নি। কখনো জাঁকজমক করেননি। প্রায়ই রিকশা বা পায়ে হেঁটে বাজারে চলতেন। সাধারণবেশে বড় বড় প্রোগ্রামে উপস্থিত হতেন। আজ তিনি সব ছেড়ে চলে গেছেন। তার শূন্যতা পূরণ করতে পারেন এমন কাউকে আমরা দেখছি না। একই ব্যক্তির মাঝে দরস-তাদরিস, রাজনীতি, তাসাউফ, সুন্দর ব্যবহার,পরিবারের প্রতি সুদৃষ্টি, বিশ্বের প্রতি সুদৃষ্টি ইত্যাদি  গুণাবলি একত্রিত হওয়া সত্যিই বিরল। আল্লাহ সে গুণাবলি বংলাদেশের আলেমদের মাঝে দান করুন। এবং তার রেখে যাওয়া খেদমত যথাযথ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। আমিন।
প্রিন্সিপাল খাদেমুল ইসলাম মিরপুর ঢাকা
 শ্র“তি লিখন: আমিন ইকবাল
 

Powered by Create your own unique website with customizable templates.