• প্রথম পাতা
  • আরবী সাহিত্যে শাইখুল হাদিস সেমিনার
    • হযরত পাহাড়পুরী হুজুর দা: বা:
    • শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী
    • মুফতি আব্দুল মালেক দা: বা:
    • মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন
    • মুফতি মাহফুজুল হক দা:বা:
    • মাওলানা শহিদুল্লাহ ফজলুল বারী ও উবায়দুর র
    • মাওলানা আব্দুল জব্বার দা: বা:
    • ড: শামসুল হক সিদ্দিকি দা:বা:
    • মাওলানা যায়নুল আবেদীন
  • শাইখুল হাদিস কনফারেন্স
    • উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য প্রö
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-২
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-৩
    • হাফেজ উমর রহ:
    • শাইখূল হাদিস মামুনুল হকের ভাষণ
    • তারানা- সাঈদ আহমাদ
  • রাহমানিয়া ছাত্র কাফেলা স্মৃতি আলোচনা
    • স্মৃতি আলোচনায় মাওলানা মামুনুল হক
    • স্মৃতি আলোচনায় মুফতি সাঈদ আহমাদ
  • জীবনের বাঁকে বাঁকে
    • আব্বার শাসন ও সযত্ন অনুশীলন
    • আমার আম্মার কথা
    • লেখাপড়ার সুচনা
    • হযরত শামছুল হক ফরিদপুরীর সাহচার্য আমার জী
    • আমার তালিম ও তরবিয়াতে হযরত ফরিদপুরির দরদ ও &#
    • হযরত রফিক আহমাদ কাশ্মিরী রহ. এর কথা
    • হাদিসে রাসুল সা. এর প্রথম পরশ
    • দাড়িয়ে তব দুয়ার মাঝে
    • অধমের মাথায় হযরত থানভীর পাগড়ি
    • হযরত হাফেজ্জী হুজুর রহ.
    • হুজুরের স্নেহের একটি নমুনা
  • সরাসরি সম্প্রচার
  • প্রধান কলাম সমূহ
    • বিদায় বাংলার শাইখুল হাদিস
    • উলামায়ে দেওবন্দের পতাকাবাহী
    • এক আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • শাইখুল হাদিস রহ. স্মরণে
    • আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক
    • হেফাজতে দ্বীনের জন্য শায়েখের আদর্শ গ্রহন 
    • শাইখুল হাদিসের স্মৃতিকথা, তাযকিরাতুল আজিö
    • শাইখুল হাদিস অনুদিত বুখারী শরীফ
    • জীবনের বেলাভূমিতে প্রিয়তম শাইখুল হাদিস
    • নবী প্রেমের কবি
  • জীবনউপলদ্ধি
    • তার জীবন আমাদের উপমা
    • ঘরে বাইরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক র
    • আদর্শ শিক্ষক যার শ্রেষ্ঠ পরিচয়
    • শাইখুল হাদিসের জীবনী পাঠ্য করা হোক
    • মওতুল আলেমি মওতুল আলমি
    • আজ আমি এতিম
    • অনন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
    • তিনি আমাদের বুখারীর ইমাম
    • আললামা
    • গন্তব্যে আমৃত্যু অবিচল
    • তিনি কোটি মানুষের প্রেরনা
    • দ্বীনের সফল মহানায়ক
  • গবেষনা
    • হকের উপর অটল এক ব্যক্তিত্ব
    • অসাধারন গুনাবলীর অপূর্ব সমাহার
    • হাদিস চর্চায় কালজয়ী অবদান
    • আমার দেখা শাইখুল হাদিস
    • তিনি কেন অসাধারণ
    • ঈমানদীপ্ত এক বীরের গল্প
    • রহমানিয়া ও শাইখুল হাদিস রহ.
    • আপনি ঘুমাতে পারেন না
    • রাজনীতিবিদ শাইখুল হাদিস
    • বাবরী মসজিদ লংমার্চ
  • অনুভূতি
    • আমার অনুভূতি
    • দীনের দরদী খাদেম
    • তার সাথে আমার জীবনাচার
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • হাদিসের দিকপাল
    • মহানুভবতার উজ্জল দৃষ্টান্ত
    • ইলম ও আমলের প্রানময় বটবৃক্ষ
    • স্বপ্নের ফেরিওয়ালা
    • শাইখুল কুরআন
    • আদর সোহাগে গড়েছেন এক আদর্শ পরিবার
    • যে রত্ন আজ হারিয়ে খুজিঁ
  • স্মৃতি আলোচনা
    • প্রিয় রাহবারের শবযাত্রার মিছিলে ৩০ ঘন্টা
    • কতো স্মৃতি কতো কথা
    • সুযোগ পেলেই তার কপালে চুমু খেতাম
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
    • যার জিকিরে গুন্ঞ্জরিত মাদরাসা
    • শাইখুল হাদিস জিন্দাবাদ নয়
    • স্মৃতিগুলো জেগে থাকে মনে
    • স্মৃতি ও স্বপ্ন
    • স্মৃতিতে শাইখুল হাদিস
    • স্মৃতিগুলো এলোমেলো
    • মনের মুকুরে
    • সবই আছে শুধু নানাজি নেই
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
  • একান্ত সাক্ষাতকারে শাইখুল হাদিস
  • শাইখুল হাদিসের বৈচিত্রময় জীবন-সাধনা
    • বংশ ও পূর্ব পুরুষ
    • জন্ম ও শৈশব কাল
    • শিক্ষা জীবন
    • উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ
    • শিক্ষকতা
    • রচনা ও সংকলন
  • স্মৃতি তারানা
    • তুমি সত্য ন্যায়ের বাতি
    • এতিম হলো দেশ
    • তার বিদায়ে কেঁদেছে মানুষ
  • ছবি গ্যালারী

নবী প্রেমের কবি
হুমায়ুন আইয়ুব

নবীপ্রেমের প্রামাণ্যগ্রন্থ শাইখুল হাদীসের মদীনার টানে। নবীপ্রেমিক কবিদের দীর্ঘ মিছিলে তিনিও সতীর্থ। কোকিল কিংবা বসন্তের গান নয়; বন্দনা করেছেন সবুজ গম্বুজের। রাসূল নিবেদিত কাসিদা-কাব্য এ যাবৎ অনেক রচিত হলেও শাইখুল হাদীস আল্লামা আজিজুল হকের কাসিদায় স্বতন্ত্র সুর আছে। সুর-ছন্দের তাল-লয়ে তিনি অপূর্ব। রাসূল নিবেদিত শাইখের অমর কাব্যমালা মুমিন হৃদয়ে ইশকের ঢেউ  তোলে। নিবিড় পাঠে মন্ত্রমুগ্ধ হয়ে ঘুরে আসা যায় নবীজির বাড়ি-ঘর। উদ্ধার করা যাক কয়েকটি আরবি কবিতার ভাষ্য। 
১. মদিনার ঘরবাড়ি ও নির্দশনসমূহ আজও স্মরণ করায় নবীজিকে। যাকে আজ সাধারণ চোখ দেখে না। 
২. অন্তরে আমার আনন্দ-ফূর্তি, মদিনার উপত্যকার বাতাস বইছে আমার অন্তরে। 
৩. মদিনার বাতাস আমার অন্তর-আত্মা। এই বাতাসেই সে উড়ে পৌঁছবে বেহেশতের বাড়িতে। 
৪. মদিনার ধূলাবালি আমার চোখের সুরমা। আমার মাথায় মদিনার মাটি বড় সৌভাগ্যের।
নবীদেশের বাতাস কতটা শীতল! সজীব শাইখের আত্মা তা অনুভব করেছিল। মদিনার বাতাসে জান্নাতে পৌঁছার আকুতিও অসাধারণ। তা ছাড়া নবীজির পায়ের ধূলা হবে প্রেমিক চোখের সুরমা। প্রেম প্রকাশের এই উপমাও কী স্বার্থক উপমা নয়? 
নবীজির ভালোবাসা, মদিনার প্রেম, নবী বাড়ির ধূলাবালি, আলো-বাতাসের মায়া জালে অনেকেই আটকা পড়েছেন। প্রেমিকের জীবন বর্ণিল ও বৈচিত্র্যময় ঐশ্বর্যবান হয়ে ওঠেছে। বিস্মিত অভিভূত আর পুলকিত হয়েছেন আশেকেরা। বেদনায় কাতর হয়ে ইমাম বুসিরি লিখেছেনÑ কাসিদায়ে বুরদা।  রওজার পার্শ্ববর্তী দেয়ালে আজও লেখা আছে অমর সেই পঙক্তি। 
অর্থ : মাটিতে সমাহিতদের মধ্যে হে সর্বোত্তম ব্যক্তি! যার শরীরের খুশবুতে সুবাসিত হয়েছে টিলা ও প্রান্তর। যে কবরের আপনি অধিবাসী তার জন্য আমার প্রাণ উৎসর্গিত। মূলত এই কবরে রয়েছে পবিত্রতা ও নিষ্কলুষতা, দানশীলতা, দয়া ও মর্যাদা। 
ভাব, আবেগ ও প্রেম নিবেদনে শাইখুল হাদীস রহ. ইমাম বুসিরির প্রতিবেশী। ইমাম আবু হানিফার ‘কাসিদায়ে নোমান’ ও শাইখের মদীনার টানে নবীপ্রেমের ভাষ্যে সমবায়ী কণ্ঠ। আল্লামা আজিজুল হক রহ. চেতনা ও বিশ্বাসে ইমাম বুখারির আত্মীয়। ইশকে এলাহি, দিদারে মাওলা আর নবীপ্রেমের আকুলতায় শাইখ, ইশকের আগুনে দগ্ধ  রুমির ভিন্ন সংস্করণ।  কাব্যের বিস্তর জলে সাবলীলতার প্রশ্নে তিনি শেখ সাদির উত্তরসাধক। কাসিদায়ে গাওসিয়ার কবি হযরত আবদুল কাদের জিলানি রহ., পান্দে নামার কবি ফরিদুদ্দীন আত্তার, আশেক কবি  কাসেম নানূতবী, মাজযুব কবি হাজী এমদাদুল্লাহ মক্কী, ছন্দের কবি আবদুর রহমান জামির স্বগোত্রীয় শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক। 
এক. শাইখের মন ভুবনের পুরোটা জুড়েই সীরাতে রাসূলের বসতভিটা। না হয় শাইখের পক্ষে আরশের চেয়ে দামি আমার নবীর আবাসন, এই দাবি সম্ভব ছিল না। শাইখের কবিতার উচ্চারণ এই সবুজ গম্বুজে রাসূলে আরাবির আবাসন। এই আবাসনের মর্যাদা আরশ অপেক্ষাও অধিক। 
শাইখুল হাদীস রহ. সীরাতে রাসূলের একজন নিবিড় পাঠক। বোদ্ধা গবেষক। শাইখের কাসিদাগুচ্ছÑ ১ পাঠ করলে উপলব্ধি করা যায় সে কথা। এ শুধু কবিতা নয়; ছন্দ সুরে নবী জীবনের বীজতলা। বিস্তৃত কবিতার মাঠে রাসূলের জীবন অধ্যায়ন। পাঠে পাঠে ওঠে আসে সবুজ গম্বুজ, তায়েফের মাঠ, নবীর শৈশব, পশু-পাখি আর পাথরের সালাম, কবুতরের বাসা, মাকড়সার ঘর এবং হাউজে কাউসার প্রসঙ্গ। 
শাইখের সীরাত গবেষণার গভীরতা বুঝতে উদ্ধার করা যাক আরও কয়েকটি লাইন। 
১. বিভিন্ন পাথর তাকে সংবর্ধনায় সালাম করেছিলেন। আপনার প্রতি সব সময় প্রভুর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। 
২. গাছের ডাল রাসূলকে ছায়াদানের জন্য একত্রে ঝুঁকে পড়েছিল। মেঘমালা ছায়াদানে ছাদের মতো সঙ্গে চলতো। 
৩. রাসূলের বিচ্ছেদে শুকনো খেজুর গাছ ভালোবাসায় এতিম হয়ে বিধবার মতো কাঁদছিল। 
৪. মাকড়সা ঘর বানিয়ে রাসূলকে শত্র“ থেকে রক্ষা করেছিল। 
৫. সেখানে শত্র“র আক্রমণ থেকে মুক্তির জন্য কবুতর এসেও বাসা বেঁধে ছিল। সঙ্গীকে রাসূল বলছিলেন; ভয় পেয়ো না আমাদের সঙ্গে আল্লাহ আছেন।
৬. পশুপাখি এবং সৃষ্টির সব রাসূলকে দেখে চিনতে পারতো। 
সীরাতে রাসূলের গভীর অধ্যয়ন ছাড়া ইতিহাসের এই খণ্ডঘটনাগুলো তার কবিতায় চিত্রায়িত হতো না। নবী প্রেমের ঢেউয়ে ভেসে যেতেন শাইখ। ভেসে যেতেন সবুজ গম্বুজের দেখা পেলে। চোখকে বলতেন কাঁদো। নদীর মতো  কাঁদো। অশ্র“ ঝরাও। রক্ত ঝরাও। দেহ, পানি হয়ে যাও। রাসূলের কদম ছোঁয়া  মাটিকে শান্ত করো।  প্রেমের সামিয়ানায় এসেছি। উতলা মনে শাইখ পাঠ করতেন,
১. নবীজির রওজা মোবারকে পৌঁছলে, আমার মন প্রেমের আগুনে জ্বলে ওঠে। 
২. দেহ-মন অচেতন। হুশ-জ্ঞান ফিরে আসে না। কথা বলে না মুখ। তবে অনুভবে জেগে  থাকি প্রেমের বাড়িতে। 
৩. আবেগ-অনুভতি প্রকাশে বাঁধভাঙ্গা অশ্র“র  স্রোত শুরু হলো। হে চোখ! অশ্র“ বর্ষণ করো। বইতে থাকো। প্রবল বর্ষণ। 
৪. আখি যুগল! অবিরাম অশ্র“তে নদী বয়ে দাও। রক্তস্রোতে বন্যা বয়ে দাও। এতেই তোমার সৌভাগ্য। 
৫. চোখরে ! প্রেমেরজলে রক্ত-অশ্র“ সবই সামন। ফোটায় ফোটায় শূন্য হয়ে যাও। মনের বেদনারা সফল হবে। 
রাসূল প্রেমের পাহাড় বুকে নিয়েও শাইখুল হদীস করুণ কণ্ঠে ক্ষমা ও শাফায়াতের আবেদন করেছেন নবীদরবারে। হাশরের মাঠে নবীকণ্ঠে ‘আজিজুল হক’ ডাক শোনার আকুলতাও ছিল। মিনতি ছিল নবীজি সা. ‘আজিজুল হক’ কে হাত ধরে  তোলবেন। কবিতায় শাইখের  সেই আকুতি উচ্চারণ:
১. পাপ সমুদ্রে আমি ডুবন্ত নিরুপায়, আপনি মমতাময় দয়ালু। আজিজুল হকের হাত ধরুন। তুলে ধরুন। 
২. গুনার আবরণে মুখ ঢাকা আমার, দূরদেশ হতে ক্লান্ত ব্যাকুল মনে তোমার দরবারে এসেছি। 
৩. নবীগো অধম আজিজুল হকের প্রতি করুণার দৃষ্টি দিন। আপনার শাফাআতে অনেক অপরাধী জান্নাত লাভে ধন্য হবে।   
নবী প্রেমিক শাইখ মদিনার আঙ্গিনা বড় পছন্দ করতেন। মদিনার বিদায়ে তিনি  শোকে পাথর হয়ে যেতেন। কবিতায় শাইখের  প্রেমআকুতি, ১.আমার মনিবের শহর ছেড়ে, পৃথিবীর সব প্রাপ্তিই আমার গৌণ। ২. মদিনার বিচ্ছেদে আমার মন বিষাদ হয়ে ওঠে। মদিনার প্রেমনগরে পড়ে থাকায় আমার আত্মার সুখ।  
নবী প্রেমিক শাইখ জীবনের শেষ বেলা কাটাবেন মদিনায়। নবীর দেশে। রওজার পাশে। এমনটাই ইচ্ছা ছিল তার।  সেই ইচ্ছার উচ্চারণ ‘তামান্নাইতু মির রব্বি জিওয়ারা মাদিনাতিন, ফায়া লাইতা লি ফিহা যিরাউন লি মারকাদি’ প্রভুগো তোমার কাছে মদিনার প্রতিবেশির আবেদন জানাই। নবীর দেশে যেন এক টুকরো জায়গা হয় আমার সমাধি। শাইখের সমাধি রচিত হয়েছে  কেরানিগঞ্জের ঘাটারচর আজিজ নগরে।  আশেক মাশুকের সমাধির ওই ব্যবধান মানব চোখের হিসাব। প্রেমের অভিধানে  ‘দূর’ বলে কিছু নেই। ভালোবাসার বন্ধনে পৃথিবীটাই প্রেমেরঘর। পৃথিবীময় প্রেমনগর।
 দুই. 
জামিয়া রাহমানিয়া। আমার ঘরে বসে চোখ মেললেই একখণ্ড আকাশ। একটুকরো চাঁদ। জানালার পাশে বসে মেঘ ও চাঁদের মিতালি লক্ষ্য করেছি বার বার।  চাঁদে বুড়ি খোঁজার কল্পনাও বাদ পড়েনি। তবে মাঝে মধ্যে চাঁদের বদলে আকাশে উদিত হয়েছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.। জানালা ঘেষে বারান্দায় বসে তিনি সন্ধ্যা যাপন করতেন। উপভোগ করতেন প্রকৃতি। বারান্দা ঘিরে ছোট-বড় অনেক সবুজ গাছ ছিল তখন।  হুইল চেয়ারে বসা শাইখুল হাদীসকে তখন প্রকৃতি প্রেমিক হয়ে উঠতে দেখেছি। সাত মসজিদের সবুজ চত্বরে দৃষ্টি মেলে ধরতেন। পাশে দাঁড়িয়ে থাকা গাছদের আদর করতেন। পাতা ছুঁয়ে ছুঁয়ে কথা বলতেন।
ঘরে বসে গভীর চেয়ে থাকতাম এই বটবৃক্ষের প্রতি। কথা বললেই হেসে উঠতেন। যেন ভেতর থেকে এক শিশু তাজা শব্দে হাসছেন। সময়-সুযোগ পেলেই শাইখের পাশে গিয়ে দাঁড়াতাম। তার কথা, হাসি, নীরবতা, রসিকতা, পর্যবেক্ষণ, সবই অনুসরণযোগ্য। 
একদিন তো মদীনার টানে গ্রন্থটি মেলে ধরলাম শাইখের হাতে। নিচে রেকর্ড অন করা মোবাইল। তিনি সতেজ হয়ে উঠলেন। নড়েচড়ে বসলেন। আবেগময় কণ্ঠে শুরু করলেন নবীপ্রেমের কাব্যপাঠ। চোখ বেয়ে অশ্র“ নেমে গেল। ভিজে গেল গাল। মাথা-গতর এলিয়ে দুলিয়ে তিনি নবীপ্রেমের শরাব পান করছেন। কবিতায় মদিনা, রওজা বা তায়েফের কথা আসলেই হাত উঁচিয়ে সাতগম্বুজ বা সবুজ চত্বরের দিকে ইঙ্গিত করছেন। আবেগঘন সেই মুহূর্তে মনে হচ্ছিলÑ তিনি আমাদের নিয়ে মদিনার মাটিতে হাঁটছেন। ইঙ্গিত করে দেখাচ্ছেন মদিনা, রওজা আর তায়েফের প্রান্তর। 
নবীপ্রেমের এই জীবন্ত মানুষকে এতো কাছে পেয়ে ভক্তিতে মাথা নুইয়ে ছিলাম তার কাছে। টুপি উদাম করে দোয়া কালাম পড়ে ফুঁক দিয়ে ছিলেন আমার মাথায়। শাইখের এই ফুঁকটুকুই আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। 
 তিন. 
মদীনার টানে
শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.। সম্পাদনায় : মাওলানা গিয়াসুদ্দীন আহমাদ, মাওলানা মামুনুল হক। শিল্পনির্দেশক : মুফতি হাসান আহমাদ। 
স্বত্ত্বাধিকারী : মাওলানা মাহফুজুল হক।
প্রকাশনায় : ২০০৬ সালের জামিয়া রাহমানিয়ার সমাপনী ছাত্রবৃন্দ।
শিল্পী বশির মেছবাহ, শিবলী নোমানী, ইমদাদুল হকের যৌথ সাধানায় শৈল্পিক হয়ে উঠেছে গ্রন্থটি। ৩৮১ পৃষ্ঠার এই অনবদ্য গ্রন্থটির গায়ের দাম মাত্র ২৪০ টাকা। গ্রন্থের শুরুতে শাইখের বর্ণাঢ্য জীবন পাঠকের এক অসাধারণ প্রাপ্তি। নবীপ্রেমের গুচ্ছ কবিতা, হযরত শামছুল হক ফরিদপুরী রহ.-এর ইন্তেকালে রচিত শোক কাব্য, গ্রন্থটি নবীপ্রেমের সাগরে ঢেউ তোলার মতো। অচিরেই শাইখুল হাদীস ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশিত হচ্ছে শাইখের কাসিদাসমগ্র।

লেখক : সহযোগী সম্পাদক, মাসিক রাহমানী পয়গাম


Powered by Create your own unique website with customizable templates.