• প্রথম পাতা
  • আরবী সাহিত্যে শাইখুল হাদিস সেমিনার
    • হযরত পাহাড়পুরী হুজুর দা: বা:
    • শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী
    • মুফতি আব্দুল মালেক দা: বা:
    • মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন
    • মুফতি মাহফুজুল হক দা:বা:
    • মাওলানা শহিদুল্লাহ ফজলুল বারী ও উবায়দুর র
    • মাওলানা আব্দুল জব্বার দা: বা:
    • ড: শামসুল হক সিদ্দিকি দা:বা:
    • মাওলানা যায়নুল আবেদীন
  • শাইখুল হাদিস কনফারেন্স
    • উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য প্রö
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-২
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-৩
    • হাফেজ উমর রহ:
    • শাইখূল হাদিস মামুনুল হকের ভাষণ
    • তারানা- সাঈদ আহমাদ
  • রাহমানিয়া ছাত্র কাফেলা স্মৃতি আলোচনা
    • স্মৃতি আলোচনায় মাওলানা মামুনুল হক
    • স্মৃতি আলোচনায় মুফতি সাঈদ আহমাদ
  • জীবনের বাঁকে বাঁকে
    • আব্বার শাসন ও সযত্ন অনুশীলন
    • আমার আম্মার কথা
    • লেখাপড়ার সুচনা
    • হযরত শামছুল হক ফরিদপুরীর সাহচার্য আমার জী
    • আমার তালিম ও তরবিয়াতে হযরত ফরিদপুরির দরদ ও &#
    • হযরত রফিক আহমাদ কাশ্মিরী রহ. এর কথা
    • হাদিসে রাসুল সা. এর প্রথম পরশ
    • দাড়িয়ে তব দুয়ার মাঝে
    • অধমের মাথায় হযরত থানভীর পাগড়ি
    • হযরত হাফেজ্জী হুজুর রহ.
    • হুজুরের স্নেহের একটি নমুনা
  • সরাসরি সম্প্রচার
  • প্রধান কলাম সমূহ
    • বিদায় বাংলার শাইখুল হাদিস
    • উলামায়ে দেওবন্দের পতাকাবাহী
    • এক আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • শাইখুল হাদিস রহ. স্মরণে
    • আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক
    • হেফাজতে দ্বীনের জন্য শায়েখের আদর্শ গ্রহন 
    • শাইখুল হাদিসের স্মৃতিকথা, তাযকিরাতুল আজিö
    • শাইখুল হাদিস অনুদিত বুখারী শরীফ
    • জীবনের বেলাভূমিতে প্রিয়তম শাইখুল হাদিস
    • নবী প্রেমের কবি
  • জীবনউপলদ্ধি
    • তার জীবন আমাদের উপমা
    • ঘরে বাইরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক র
    • আদর্শ শিক্ষক যার শ্রেষ্ঠ পরিচয়
    • শাইখুল হাদিসের জীবনী পাঠ্য করা হোক
    • মওতুল আলেমি মওতুল আলমি
    • আজ আমি এতিম
    • অনন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
    • তিনি আমাদের বুখারীর ইমাম
    • আললামা
    • গন্তব্যে আমৃত্যু অবিচল
    • তিনি কোটি মানুষের প্রেরনা
    • দ্বীনের সফল মহানায়ক
  • গবেষনা
    • হকের উপর অটল এক ব্যক্তিত্ব
    • অসাধারন গুনাবলীর অপূর্ব সমাহার
    • হাদিস চর্চায় কালজয়ী অবদান
    • আমার দেখা শাইখুল হাদিস
    • তিনি কেন অসাধারণ
    • ঈমানদীপ্ত এক বীরের গল্প
    • রহমানিয়া ও শাইখুল হাদিস রহ.
    • আপনি ঘুমাতে পারেন না
    • রাজনীতিবিদ শাইখুল হাদিস
    • বাবরী মসজিদ লংমার্চ
  • অনুভূতি
    • আমার অনুভূতি
    • দীনের দরদী খাদেম
    • তার সাথে আমার জীবনাচার
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • হাদিসের দিকপাল
    • মহানুভবতার উজ্জল দৃষ্টান্ত
    • ইলম ও আমলের প্রানময় বটবৃক্ষ
    • স্বপ্নের ফেরিওয়ালা
    • শাইখুল কুরআন
    • আদর সোহাগে গড়েছেন এক আদর্শ পরিবার
    • যে রত্ন আজ হারিয়ে খুজিঁ
  • স্মৃতি আলোচনা
    • প্রিয় রাহবারের শবযাত্রার মিছিলে ৩০ ঘন্টা
    • কতো স্মৃতি কতো কথা
    • সুযোগ পেলেই তার কপালে চুমু খেতাম
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
    • যার জিকিরে গুন্ঞ্জরিত মাদরাসা
    • শাইখুল হাদিস জিন্দাবাদ নয়
    • স্মৃতিগুলো জেগে থাকে মনে
    • স্মৃতি ও স্বপ্ন
    • স্মৃতিতে শাইখুল হাদিস
    • স্মৃতিগুলো এলোমেলো
    • মনের মুকুরে
    • সবই আছে শুধু নানাজি নেই
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
  • একান্ত সাক্ষাতকারে শাইখুল হাদিস
  • শাইখুল হাদিসের বৈচিত্রময় জীবন-সাধনা
    • বংশ ও পূর্ব পুরুষ
    • জন্ম ও শৈশব কাল
    • শিক্ষা জীবন
    • উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ
    • শিক্ষকতা
    • রচনা ও সংকলন
  • স্মৃতি তারানা
    • তুমি সত্য ন্যায়ের বাতি
    • এতিম হলো দেশ
    • তার বিদায়ে কেঁদেছে মানুষ
  • ছবি গ্যালারী

আমার তা’লিম ও তারবিয়াতে হযরত ফরিদপুরী রহ.-এর দরদ ও অবদান


হযরত ফরিদপুরী রহ.-এর কাছেই আমি কায়েদায়ে বোগদাদী থেকে নিয়ে কুরআন শরিফ পর্যন্ত পড়েছি। হুজুর আমাকে নিজেই এগুলো অত্যন্ত আদর করে পড়াতেন। তার কাছে অন্যান্য কিতাব পড়েছি ঢাকা বড়কাটারা মাদরাসায় এসে। জামিয়া ইউনুসিয়ায় হুজুর সিনিয়র উস্তাদ ছিলেন। হযরত মাওলানা ইউনুস সাহেব রহ. এই মাদরাসার জন্য হাদিসের একজন ভালো উস্তাদ চেয়ে চিঠি লিখেছিলেন হযরত মাদানী রহ.-এর কাছে। তখন হযরত ফরিদপুরী রহ. দারুল উলুম দেওবন্দ পড়াতেন। হযরত মাদানী রহ.-এর বিশেষ নির্দেশে তিনি ব্রাহ্মবাড়ীয়ায় আসেন। এখানে হুজুর হাদিসের কিতাব পড়াতেন। 
এক সময় নাজেমে তা’লিমাতের দায়িত্ব পালন করেন। শিক্ষা জীবন থেকেই হুজুর ও তাঁর অপর দুই বন্ধু হযরত হাফেজ্জী হুজুর রহ. ও হযরত পীরজী হুজুর রহ.এর সিদ্ধান্ত ছিল, তারা ফারেগ হওয়ার পর এক সঙ্গে থেকেই দীনের খেদমত আঞ্জাম দেবেন। এ প্রেক্ষিতেই ফরিদপুরী রহ. যখন জামিয়া ইউনুসিয়ায় মুহাদ্দিস হিসেবে আসলেন, তখন তিনি তার অপর দুই বন্ধুকেও এখানে নিয়ে আসেন। 
সদর সাহেব হুজুর আমার শিক্ষা জীবনের শুর লগ্ন থেকেই আমাকে তিলেতিলে গড়ার প্রতি মনোনিবেশ করেন। আমার প্রতিটি বিষয়েই হযরতের সুচিন্তিত দিক নির্দেশনা, আন্তরিক পরামর্শ ও হৃদয় বিধৌত স্নেহের ফলেই আমি হয়ত আজ এই পর্যন্ত পৌঁছতে পেরেছি। একটি নরম কাঁদা মাটিকে একজন দক্ষ কারিগর যেমন করে মনের মাধুরী দিয়ে সযতœ ভালোবাসা ও মমতায় আকাশচুম্বী স্বপ্নীল আশা নিয়ে গড়ে তুলে, তেমনি হযরত ফরিদপুরী রহ. ছাত্রদেরকে ধীরে ধীরে একটি আশা, পরিকল্পনা ও স্বপ্ন নিয়ে নিপুনভাবে গড়ে তুলেছিলেন। আমিও হৃদয় উজাড় করে দিয়ে সর্বসাকুল্য সাধ্যমত নিজেকে তাঁর সামনে পেশ করেছিলাম। তিনি যা বলতেন, যেভাবে বলতেন আমি তাঁর সকল নির্দেশ বাস্তবায়ন করতে আপ্রাণ সচেষ্ট ছিলাম। 
সমুদ্রের নিচে ঝিনুক বুক খুলে ধরে যেমন বৃষ্টির জন্য উৎসর্গীত অপেক্ষা করে, এক সময় তার মাঝে তৈরি হয় মুক্তার মত মহা মূল্যবান বস্তু। তেমনি কোন ছাত্র যদি শিক্ষকের চরণতলে নিজেকে কোরবান করতে পারে, তবে সে কামিয়াব হয়। 
জামিয়া ইউনুসিয়ায় পড়লাম তিন বছর। এ সময় একটি বিশেষ কারণে হযরত ফরিদপুরী রহ. সেখান থেকে অপর দুই সাথীসহ ঢাকা চলে এলেন। ঢাকার বড় কাটারা মাদরাসায় উস্তাদ হিসাবে যোগ দিলেন। আমিও বি-বাড়ীয়া থেকে ঢাকা চলে এলাম। 
এটাও অবশ্য হযরত ফরিদপুরী রহ. এর পরামর্শেই। হুজুর আমাকে বলে এসেছিলেন, আমি যেন ঢাকায় হুজুরের কাছে চলে আসি। তৎকালীন সময়ে ঢাকার সবচেয়ে বড় মাদরাসা ছিল এই আশরাফুল উলূম বড় কাটারা। একটি বিশাল প্রাচীন আমলের বিল্ডিংকে মাদরাসা বানানো হয়। এই মাদরাসা প্রতিষ্ঠার পিছনে সবচেয়ে বেশি মেহনত করেছেন জিঞ্জিরার এক হাফেজ সাহেব। তিনি খুবই মুখলেস মানুষ ছিলেন। তার নাম ছিল মনে হয় হাফেজ মুহাম্মাদ হোসেন। 
মাদরাসার বিল্ডিংটা ছিল নবাবদের একটা অট্রালিকা, ভারতের মসনদ ইংরেজদের হাতে চলে যাওয়ার পর এই অট্রালিকাটিও ইংরেজ সরকারের অধীনে চলে যায়। সে সময় হাফেজ সাহেব এই অট্রালিকাটি কিনে মাদরাসার জন্য ওয়াক্ফ করেছিলেন। হাফেজ সাহেব ছিলেন হযরত থানভী রহ.-এর একজন ভক্ত, যার কারণেই তিনি এই মহৎ কাজটি করেছিলেন। 

Powered by Create your own unique website with customizable templates.