• প্রথম পাতা
  • আরবী সাহিত্যে শাইখুল হাদিস সেমিনার
    • হযরত পাহাড়পুরী হুজুর দা: বা:
    • শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী
    • মুফতি আব্দুল মালেক দা: বা:
    • মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন
    • মুফতি মাহফুজুল হক দা:বা:
    • মাওলানা শহিদুল্লাহ ফজলুল বারী ও উবায়দুর র
    • মাওলানা আব্দুল জব্বার দা: বা:
    • ড: শামসুল হক সিদ্দিকি দা:বা:
    • মাওলানা যায়নুল আবেদীন
  • শাইখুল হাদিস কনফারেন্স
    • উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য প্রö
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-২
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-৩
    • হাফেজ উমর রহ:
    • শাইখূল হাদিস মামুনুল হকের ভাষণ
    • তারানা- সাঈদ আহমাদ
  • রাহমানিয়া ছাত্র কাফেলা স্মৃতি আলোচনা
    • স্মৃতি আলোচনায় মাওলানা মামুনুল হক
    • স্মৃতি আলোচনায় মুফতি সাঈদ আহমাদ
  • জীবনের বাঁকে বাঁকে
    • আব্বার শাসন ও সযত্ন অনুশীলন
    • আমার আম্মার কথা
    • লেখাপড়ার সুচনা
    • হযরত শামছুল হক ফরিদপুরীর সাহচার্য আমার জী
    • আমার তালিম ও তরবিয়াতে হযরত ফরিদপুরির দরদ ও &#
    • হযরত রফিক আহমাদ কাশ্মিরী রহ. এর কথা
    • হাদিসে রাসুল সা. এর প্রথম পরশ
    • দাড়িয়ে তব দুয়ার মাঝে
    • অধমের মাথায় হযরত থানভীর পাগড়ি
    • হযরত হাফেজ্জী হুজুর রহ.
    • হুজুরের স্নেহের একটি নমুনা
  • সরাসরি সম্প্রচার
  • প্রধান কলাম সমূহ
    • বিদায় বাংলার শাইখুল হাদিস
    • উলামায়ে দেওবন্দের পতাকাবাহী
    • এক আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • শাইখুল হাদিস রহ. স্মরণে
    • আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক
    • হেফাজতে দ্বীনের জন্য শায়েখের আদর্শ গ্রহন 
    • শাইখুল হাদিসের স্মৃতিকথা, তাযকিরাতুল আজিö
    • শাইখুল হাদিস অনুদিত বুখারী শরীফ
    • জীবনের বেলাভূমিতে প্রিয়তম শাইখুল হাদিস
    • নবী প্রেমের কবি
  • জীবনউপলদ্ধি
    • তার জীবন আমাদের উপমা
    • ঘরে বাইরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক র
    • আদর্শ শিক্ষক যার শ্রেষ্ঠ পরিচয়
    • শাইখুল হাদিসের জীবনী পাঠ্য করা হোক
    • মওতুল আলেমি মওতুল আলমি
    • আজ আমি এতিম
    • অনন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
    • তিনি আমাদের বুখারীর ইমাম
    • আললামা
    • গন্তব্যে আমৃত্যু অবিচল
    • তিনি কোটি মানুষের প্রেরনা
    • দ্বীনের সফল মহানায়ক
  • গবেষনা
    • হকের উপর অটল এক ব্যক্তিত্ব
    • অসাধারন গুনাবলীর অপূর্ব সমাহার
    • হাদিস চর্চায় কালজয়ী অবদান
    • আমার দেখা শাইখুল হাদিস
    • তিনি কেন অসাধারণ
    • ঈমানদীপ্ত এক বীরের গল্প
    • রহমানিয়া ও শাইখুল হাদিস রহ.
    • আপনি ঘুমাতে পারেন না
    • রাজনীতিবিদ শাইখুল হাদিস
    • বাবরী মসজিদ লংমার্চ
  • অনুভূতি
    • আমার অনুভূতি
    • দীনের দরদী খাদেম
    • তার সাথে আমার জীবনাচার
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • হাদিসের দিকপাল
    • মহানুভবতার উজ্জল দৃষ্টান্ত
    • ইলম ও আমলের প্রানময় বটবৃক্ষ
    • স্বপ্নের ফেরিওয়ালা
    • শাইখুল কুরআন
    • আদর সোহাগে গড়েছেন এক আদর্শ পরিবার
    • যে রত্ন আজ হারিয়ে খুজিঁ
  • স্মৃতি আলোচনা
    • প্রিয় রাহবারের শবযাত্রার মিছিলে ৩০ ঘন্টা
    • কতো স্মৃতি কতো কথা
    • সুযোগ পেলেই তার কপালে চুমু খেতাম
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
    • যার জিকিরে গুন্ঞ্জরিত মাদরাসা
    • শাইখুল হাদিস জিন্দাবাদ নয়
    • স্মৃতিগুলো জেগে থাকে মনে
    • স্মৃতি ও স্বপ্ন
    • স্মৃতিতে শাইখুল হাদিস
    • স্মৃতিগুলো এলোমেলো
    • মনের মুকুরে
    • সবই আছে শুধু নানাজি নেই
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
  • একান্ত সাক্ষাতকারে শাইখুল হাদিস
  • শাইখুল হাদিসের বৈচিত্রময় জীবন-সাধনা
    • বংশ ও পূর্ব পুরুষ
    • জন্ম ও শৈশব কাল
    • শিক্ষা জীবন
    • উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ
    • শিক্ষকতা
    • রচনা ও সংকলন
  • স্মৃতি তারানা
    • তুমি সত্য ন্যায়ের বাতি
    • এতিম হলো দেশ
    • তার বিদায়ে কেঁদেছে মানুষ
  • ছবি গ্যালারী

যে রত্ন আজ হারিয়ে খুঁজি
জহির উদ্দিন বাবর 

নিকট অতীতে যে দু’জন শীর্ষ আলেমের ব্যক্তিত্ব আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছিল তাদের একজন হলেন শাইখুল হাদীস  আল্লামা আজিজুল হক রহ. ও অন্যজন তাদের উভয়ের কাছে সরাসরি পড়ার সৌভাগ্যটুকু আমার হয়েছে। ইতোমধ্যে তাদের উভয়েই জান্নাতবাসী হয়ে গেলেন। একজন ছাত্রের কাছে তার উস্তাদ মহান হবেন এটাই স্বাভাবিক। কিন্তু আমার প্রিয় এই দু’জন উস্তাদের ব্যক্তিত্ব ও খ্যাতি শুধু তাদের ছাত্রদের পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি। তাদের পরিচিতির ব্যাপ্তি যেমন সর্বময় বিস্তৃত ছিল তেমনি তাদের ভক্ত-অনুরাগীও নির্দিষ্ট কোনো সীমায় ও গণ্ডিতে আবদ্ধ থাকেনি। সবাই ছিলেন তাদের অতি আপন, আর তারা ছিলেন সবার অতি প্রিয় ও কাছের জন। শুধু যোগ্যতা ও খ্যাতিতে নয়, তাদের মতো আকাশছোঁয়া ও ঈর্ষণীয় ব্যক্তিত্বসম্পন্ন আলেম আজ আক্ষরিক অর্থেই বিরল। প্রাণখুলে শ্রদ্ধা করা, অকুণ্ঠ সমর্থন দেয়া এবং কর্ম ও চিন্তায় জড়ানোর মতো আলেমের সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। ব্যক্তিত্ব ও যোগ্যতার বিভা দিয়ে পুরো আলেমসমাজকে নাড়া দেয়ার মতো ব্যক্তিত্বের অভাব আজ প্রচণ্ডভাবে অনুভব করছি। নানা সংকটেও আজ ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ প্লাটফর্মে আসতে পারছেন না। যোগ্য নেতৃত্ব ও ব্যক্তিত্বসম্পন্ন আলেমের অনুপস্থিতিই-এর প্রধান কারণ। বর্তমানে আলেমদের যে শীর্ষ শ্রেণীটি বিচ্ছিন্নভাবে হলেও নেতৃত্ব দিচ্ছেন তারা অতীত হলে এ ময়দানের শূন্যতা ও হাহাকার ভয়াবহরূপ ধারণ করবে। 
গত চার দশক ধরে বাংলাদেশে আলেম সমাজের সম্মিলিত এমন কোনো কর্মকাণ্ড নেই যেখানে শাইখুল হাদীস  আল্লামা আজিজুল হক রহ.-এর প্রত্যক্ষ বা পারোক্ষ ভূমিকা ছিল না। সদর সাহেব ও হাফেজ্জী হুজুর রহ.-এর পরবর্তী সময়ে তিনিই ছিলেন আলেম সমাজের অবিসংবাদিত নেতা। স্বাধীনতাপরবর্তী বাংলাদেশের ইসলামি রাজনীতি ও আন্দোলন-সংগ্রামের এমন কোনো পর্যায় নেই যেখানে শাইখুল হাদীস  রহ.-এর সরব উপস্থিতি ছিল না। জাতীয় ও ধর্মীয় ইস্যুতে সারা দেশের আলেম-ওলামা চাতকের মতো তাকিয়ে থাকতো শাইখুল হাদীসের নির্দেশনার প্রতি। ঐতিহাসিক বাবরী মসজিদ লংমার্চ থেকে শুরু করে ফতোয়াবিরোধী রায়ের প্রতিবাদে সর্বাত্মক জাগরণে শীর্ষ ভূমিকাটুকু পালন করেছেন সর্বজন শ্রদ্ধেয় এই মহান নেতা। তার বলিষ্ঠ নেতৃত্ব ও উঁচু হিম্মতের ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না। আজকে যারা এ দেশের ইসলামি রাজনীতি ও আন্দোলন-সংগ্রামের গতিবিধি নিয়ন্ত্রণ করছেন তারা সবাই কোনো না কোনোভাবে শাইখুল হাদীসের সাগরেদ বা ভাবশিষ্য। সুতরাং আগামী কয়েক দশকও এ দেশের ধর্মীয় অঙ্গনে শাইখুল হাদীস  রহ.-এর সুস্পষ্ট ছাপ অনুভব করা যাবে। 
এদেশে আলেম-ওলামা মাশাআল্লাহ কম নয়। সমাজে তাদের প্রভাবও আছে। তবে তাদের বেশির ভাগই নির্দিষ্ট বিষয় ও অঙ্গনে পারদর্শী। কিন্তু শাইখুল হাদীস  রহ. নির্দিষ্ট কোনো বিষয় ও অঙ্গনের বলয়ে আবদ্ধ ছিলেন না। তার ব্যক্তিত্ব ও যোগ্যতার ব্যাপ্তি ছিল দশদিকে প্লাবিত। আর তিনি প্রতিটি অঙ্গনেই সাফল্যের অনুভবযোগ্য ছাপ রেখে গেছেন। আমার জানামতে, বাংলাদেশে নিকট অতীতে এমন প্রভাবশালী, সর্বপ্লাবী ব্যক্তিত্ব ও কর্মমুখর আলেম আর অতীত হননি। তার ব্যক্তিত্বের বিশালতা ছুঁয়ে দেখার মতো ছিল না, বিষয়টি ছিল অনুভবের। বাংলাদেশে হাজারো ‘শাইখুল হাদীস ’ থাকা সত্ত্বেও উপাধিটি তাঁর সঙ্গে যেভাবে অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়েছিল তা আর কারো ক্ষেত্রে সম্ভব নয়। এই উপাধির ওজন বহন করার মতো যোগ্যতা পুরোপুরি তার ছিল। 
দুই.
শাইখুল হাদীস  আল্লামা আজিজুল হক রহ. ছিলেন একজন ক্ষণজন্মা মহাপুরুষ। তার মতো আলেমব্যক্তিত্ব প্রতি শতাব্দীতে দু’একজন জন্ম নেন কিনা তাতে যথেষ্ট সন্দেহ আছে। বিশেষ করে আমাদের অনুর্বর এই ভূখণ্ডে যেখানে হীরকতুল্য ব্যক্তিত্বের সম্মান ও অবস্থান বোঝার মতো লোকের যথেষ্ট অভাব। প্রায় পৌনে এক শতাব্দী যিনি এ দেশে মাটি ও মানুষকে অকাতরে দিয়ে গেছেন তাঁকে স্মরণীয় ও বরণীয় করে রাখার দায়িত্ব বর্তায় পরবর্তীদের ওপর। এতে শাইখুল হাদীসের মতো ব্যক্তিত্বকে মহীয়ান করার কিছু নেই, বরং অনাগতদের ভবিষ্যত আরো সমৃদ্ধ ও স্বপ্নীল করার জন্যই তা করা উচিত। দুর্ভাগ্যজনক ট্র্যাজেডি হলো, আমরা মহান ব্যক্তিদের জীবিত থাকাকালীন যথার্থ মূল্যায়ন করতে পারি না। রতœতুল্য অনেক মনীষী আমাদের অবমূল্যায়ন ও অবজ্ঞায় বিস্মৃতির আঁধারে তলিয়ে গেছেন। এ জন্যই আমাদের সমাজে এমন গুণীজন জন্মায় কম। জীবদ্দশায় শাইখুল হাদীস  রহ.ও কম তুচ্ছ-তাচ্ছিল্য ও অবমূল্যায়নের শিকার হননি। তবে তিনি ছিলেন আকাশের মতো উদার ও সমুদ্রের মতো বিশাল মনের অধিকারী। যারা তাকে অবমূল্যায়ন করার পাঁয়তারা করেছেন তাদের তিনি কাছে টেনে নিয়েছেন। যারা শাইখুল হাদীসের ব্যক্তিত্ব ও যোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে নানা কূট-চক্রান্ত করেছেন তাদের আজ কেউ স্মরণ করে না। শাইখুল হাদীস ই আজ মহান, খ্যাতির শীর্ষে। যারা শায়েখের নানা কর্মকাণ্ডে এককালে নাক সিঁঠকাতেন তাদেরও শাইখুল হাদীসের ইন্তেকালের পর তার মহান ব্যক্তিত্বের কথা অকপটে স্বীকার করতে দেখা গেছে। 
আমরা যদি শাইখুল হাদীস  রহ. কে বিগত এক শতকের অন্যতম শ্রেষ্ঠ পুরুষ বলি তবে আমার মনে হয় একটুও বাড়িয়ে বলা হবে না। এমন একজন যুগশ্রেষ্ঠ ব্যক্তিত্বের সংস্পর্শ, সান্নিধ্য, করুণা যারা পেয়েছি তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। এখন আমাদের নিজেদের স্বার্থেই ক্ষণজন্মা এই মহান পুরুষকে বাঁচিয়ে রাখা, তাঁর আদর্শকে ধরে রাখা, তাঁর কীর্তিময় জীবনের প্রতিটি মিশন সচল করা একান্ত জরুরি। আমাদের দেশের অপসংস্কৃতি হলো, আমরা আকাবিরের কথায় ভক্তিতে গদগদ করলেও তাদের কর্ম ও আদর্শকে সজীব রাখার উদ্যোগ কম নিই। আমি এটা বিশ্বাস করতে চাই, অন্তত শাইখুল হাদীস  রহ.-এর ক্ষেত্রে চিরাচরিত ধারার কিছুটা ব্যত্যয় ঘটবে। কারণ শাইখুল হাদীস  রহ. তাঁর সুযোগ্য সন্তানদের রেখে গেছেন, যারা তাঁর আদর্শ জীবন্ত করে রাখার মতো যথেষ্ট যোগ্যতা রাখেন। এছাড়া দেশের এমন কোনো থানা-ইউনিয়ন খুঁজে পাওয়া যাবে না যেখানে শাইখুল হাদীসের কোনো রূহানী সন্তান নেই। বিশ্বের নানা প্রান্তেও ছড়িয়ে-ছিটিয়ে আছে শায়েখের অগণিত ছাত্র-ভক্ত-অনুরাগী। 
শাইখুল হাদীস  রহ. যেসব দ্বীনি প্রতিষ্ঠান গড়ে গেছেন সেগুলোতে যেন তাঁর চলে যাওয়ার কোনো প্রভাব না পড়ে। ইসলামি রাজনীতির নতুন যে ধারার তিনি সূচনা করেছিলেন তা টিকিয়ে রাখার দায়িত্ব সংশ্লিষ্টদের। ব্যক্তিস্বার্থে যেন শায়খের স্বপ্নের এই আন্দোলন অকার্যকর ও নির্জীব না হয়ে পড়ে সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। লেখনির যে ভাণ্ডার শাইখুল হাদীস  রহ. রেখে গেছেন সেগুলো যেনো আম-জনতার উপকারে আসে এবং সবার দোড়গোড়ায় পৌঁছে যায় সে ব্যাপারেও ভাবতে হবে। পার্থিব কোনো চাওয়া-পাওয়ার জন্য নয়, একমাত্র ‘শাইখুল হাদীস ’ নামটির জন্য যারা যেকোনো সংগ্রাম-সাধনায় ঝাঁপিয়ে পড়তেন তাদের জন্য ঐক্যবদ্ধ কোনো প্লাটফর্ম গড়ে তোলার কথা বিবেচনা করা যেতে পারে। কারণ, একজন ব্যক্তিকে কেন্দ্র করে এমন জাগরণ বাংলাদেশে সত্যিই বিরল। শাইখুল হাদীসের জীবদ্দশায় তাঁর নামে একটি ফাউন্ডেশন গড়ে তোলা হয়েছে,-এর কার্যক্রম গতিশীল করা দরকার। শাইখুল হাদীসের আজীবনের স্বপ্ন ছিল কুরআনের শিক্ষা প্রসারে মক্তব আন্দোলনকে গ্রামে-গঞ্জে ছড়িয়ে দেয়া। শাইখুল হাদীস  ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ সফল হতে পারে। যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন সবার প্রিয় শাইখুল হাদীস  সে স্থানটিকে কেন্দ্র করে গড়ে তোলা যেতে পারে বিশাল কমপ্লেক্স, যা দীনের দুর্গ হিসেবে বিবেচিত হবে। 
মহীরুহতুল্য ব্যক্তিত্বের অধিকারী সবার প্রিয় [আজিজ] শায়েখ আজ আর নেইÑভাবতেই কেমন যেনো একটি শূন্যতা অনুভব হয়। দিকহারা বহুধা বিভক্ত এই আলেমসমাজ আশ্রয় লাভের শেষ ভরসাটুকুও হারিয়ে ফেলেছে। তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন তাঁর ব্যক্তিত্ব ও ভূমিকা তেমনটা অনুভব করতে না পারলেও আজ আমরা বুঝি কী রতœ আমরা হারিয়ে বসেছি। অমূল্য এই রতœ সহসাই লাভ হবে সে আশা ক্ষীণ। থানভী-মাদানী, সদর-হাফেজ্জীর যুগ আমরা পাইনি। আমরা শাইখুল হাদীস কে দেখেই তাদের বিশালত্ব অনুমান করতাম। কিন্তু তাঁকে হারানোর পর ওই মনীষীদের বিশালতা অনুভব করার মতো সার্বিক বিবেচনায় যোগ্য ব্যক্তিত্বের অভাব প্রকটভাবে অনুভূত হচ্ছে। জানি না, সেই অভাব আদৌ কোনোদিন পূর্ণ হবে কিনা! প্রভুর কাছে মিনতি, এ জাতিকে কখনো শাইখুল হাদীসের মতো সর্বপ্লাবী আলেমের ছোঁয়া থেকে বঞ্চিত করবেন না। আল্লাহুম্মা আমীন। 
  লেখক : সাব এডিটর, বার্তা ২৪ ডটনেট

Powered by Create your own unique website with customizable templates.