• প্রথম পাতা
  • আরবী সাহিত্যে শাইখুল হাদিস সেমিনার
    • হযরত পাহাড়পুরী হুজুর দা: বা:
    • শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী
    • মুফতি আব্দুল মালেক দা: বা:
    • মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন
    • মুফতি মাহফুজুল হক দা:বা:
    • মাওলানা শহিদুল্লাহ ফজলুল বারী ও উবায়দুর র
    • মাওলানা আব্দুল জব্বার দা: বা:
    • ড: শামসুল হক সিদ্দিকি দা:বা:
    • মাওলানা যায়নুল আবেদীন
  • শাইখুল হাদিস কনফারেন্স
    • উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য প্রö
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-২
    • উলামা ওরাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা-৩
    • হাফেজ উমর রহ:
    • শাইখূল হাদিস মামুনুল হকের ভাষণ
    • তারানা- সাঈদ আহমাদ
  • রাহমানিয়া ছাত্র কাফেলা স্মৃতি আলোচনা
    • স্মৃতি আলোচনায় মাওলানা মামুনুল হক
    • স্মৃতি আলোচনায় মুফতি সাঈদ আহমাদ
  • জীবনের বাঁকে বাঁকে
    • আব্বার শাসন ও সযত্ন অনুশীলন
    • আমার আম্মার কথা
    • লেখাপড়ার সুচনা
    • হযরত শামছুল হক ফরিদপুরীর সাহচার্য আমার জী
    • আমার তালিম ও তরবিয়াতে হযরত ফরিদপুরির দরদ ও &#
    • হযরত রফিক আহমাদ কাশ্মিরী রহ. এর কথা
    • হাদিসে রাসুল সা. এর প্রথম পরশ
    • দাড়িয়ে তব দুয়ার মাঝে
    • অধমের মাথায় হযরত থানভীর পাগড়ি
    • হযরত হাফেজ্জী হুজুর রহ.
    • হুজুরের স্নেহের একটি নমুনা
  • সরাসরি সম্প্রচার
  • প্রধান কলাম সমূহ
    • বিদায় বাংলার শাইখুল হাদিস
    • উলামায়ে দেওবন্দের পতাকাবাহী
    • এক আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • শাইখুল হাদিস রহ. স্মরণে
    • আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক
    • হেফাজতে দ্বীনের জন্য শায়েখের আদর্শ গ্রহন 
    • শাইখুল হাদিসের স্মৃতিকথা, তাযকিরাতুল আজিö
    • শাইখুল হাদিস অনুদিত বুখারী শরীফ
    • জীবনের বেলাভূমিতে প্রিয়তম শাইখুল হাদিস
    • নবী প্রেমের কবি
  • জীবনউপলদ্ধি
    • তার জীবন আমাদের উপমা
    • ঘরে বাইরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক র
    • আদর্শ শিক্ষক যার শ্রেষ্ঠ পরিচয়
    • শাইখুল হাদিসের জীবনী পাঠ্য করা হোক
    • মওতুল আলেমি মওতুল আলমি
    • আজ আমি এতিম
    • অনন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
    • তিনি আমাদের বুখারীর ইমাম
    • আললামা
    • গন্তব্যে আমৃত্যু অবিচল
    • তিনি কোটি মানুষের প্রেরনা
    • দ্বীনের সফল মহানায়ক
  • গবেষনা
    • হকের উপর অটল এক ব্যক্তিত্ব
    • অসাধারন গুনাবলীর অপূর্ব সমাহার
    • হাদিস চর্চায় কালজয়ী অবদান
    • আমার দেখা শাইখুল হাদিস
    • তিনি কেন অসাধারণ
    • ঈমানদীপ্ত এক বীরের গল্প
    • রহমানিয়া ও শাইখুল হাদিস রহ.
    • আপনি ঘুমাতে পারেন না
    • রাজনীতিবিদ শাইখুল হাদিস
    • বাবরী মসজিদ লংমার্চ
  • অনুভূতি
    • আমার অনুভূতি
    • দীনের দরদী খাদেম
    • তার সাথে আমার জীবনাচার
    • শাইখুল হাদিসকে যেমন দেখেছি
    • হাদিসের দিকপাল
    • মহানুভবতার উজ্জল দৃষ্টান্ত
    • ইলম ও আমলের প্রানময় বটবৃক্ষ
    • স্বপ্নের ফেরিওয়ালা
    • শাইখুল কুরআন
    • আদর সোহাগে গড়েছেন এক আদর্শ পরিবার
    • যে রত্ন আজ হারিয়ে খুজিঁ
  • স্মৃতি আলোচনা
    • প্রিয় রাহবারের শবযাত্রার মিছিলে ৩০ ঘন্টা
    • কতো স্মৃতি কতো কথা
    • সুযোগ পেলেই তার কপালে চুমু খেতাম
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
    • যার জিকিরে গুন্ঞ্জরিত মাদরাসা
    • শাইখুল হাদিস জিন্দাবাদ নয়
    • স্মৃতিগুলো জেগে থাকে মনে
    • স্মৃতি ও স্বপ্ন
    • স্মৃতিতে শাইখুল হাদিস
    • স্মৃতিগুলো এলোমেলো
    • মনের মুকুরে
    • সবই আছে শুধু নানাজি নেই
    • স্মৃতির পাতায় শাইখুল হাদিস
  • একান্ত সাক্ষাতকারে শাইখুল হাদিস
  • শাইখুল হাদিসের বৈচিত্রময় জীবন-সাধনা
    • বংশ ও পূর্ব পুরুষ
    • জন্ম ও শৈশব কাল
    • শিক্ষা জীবন
    • উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ
    • শিক্ষকতা
    • রচনা ও সংকলন
  • স্মৃতি তারানা
    • তুমি সত্য ন্যায়ের বাতি
    • এতিম হলো দেশ
    • তার বিদায়ে কেঁদেছে মানুষ
  • ছবি গ্যালারী

মনের মুকুরে শাইখুল হাদীস রহ.
মাওলানা তাউহীদুল আলম 

অসাধারণভাবে সাধারণ একটি গ্রামে বসবাস করতাম আমরা। রাজধানীর কাছে থেকেও যেখানে বছরে কোনো উত্তেজনাকর সংবাদ পাওয়া যেত না। একটি বড় মাছ ধরা পড়লেও গল্পের আসরে দীর্ঘদিন তার প্রসঙ্গ তোলা হতো। এমন নিস্তরঙ্গ গ্রামেও শাইখুল হাদীস  আল্লামা আজিজুল হক রহ.-এর খ্যাতির ঢেউ পৌঁছেছিল। যার রেশ ধরে আমার আব্বা আমাকে শাইখুল হাদীস  রহ.-এর মাদরাসায় এনে ভর্তি করে ছিলেন। 
শাইখুল হাদীস  আল্লামা আজিজুল হক নামটি পূর্ণতার সাক্ষাৎ প্রতীক। এ নামটি স্মরণে এলে কৌমুদী শুভ্র, রোদ ঝলমলে এমন এক গগনস্পর্শী উঁচু পর্বত শিখরের ছবি ভেসে ওঠে, যার শরীর থেকে অসংখ্য নদীধারা নির্গত হয়ে, দিকে দিকে প্রাণের সাড়া জাগিয়ে মহাসমুদ্রে এসে মিলিত হয়েছে। মানুষ পাহাড়ও নয় পর্বতও নয়। মানুষের তুলনা শুধুই মানুষ। তথাপি জীবন এবং মৃত্যুর যতি চিহ্নে বন্দী কোনো কোনো মানুষের জীবন সাধনা থেকে অমৃত লহরী এমন উচ্ছ্বসিত ধারায় উত্থিত হতে থাকে  যে, সে সকল মহামানবদের সম্পর্কে মন্তব্য করার অতিশয়োক্তি স্পষ্টতই প্রশ্রয় পেয়ে যায়। শাইখুল হাদীস  আল্লামা আজিজুল হক রহ. তেমনি একজন ব্যক্তিত্ব  তার জীবনের রৌদ্রকরোজ্জ্বল বিভিন্ন দিক নিয়ে যোগ্যতরে ব্যক্তিগণ লিখবেন আশা করি, সে সকল শাখায় হাত দিয়ে আমি অধম হযরতের মহিমাকে খাটো করতে চাই না। আমি শুধু শাইখুল হাদীস  রহ.-এর সঙ্গে আমার প্রথম সাক্ষাতের বিবরণ দিয়ে লেখার ইতি টানব। 
কিশোর বয়সে যখন আমি জামিয়া রাহমানিয়া মাদরাসায় মক্তবে [শিশু শ্রেণী] এসে ভর্তি হলাম। কাদিয়ানি বিরোধী তসলিমা নাসরিন বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। সামনে থেকে এসব আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন শাইখুল হাদীস  রহ. আমরা  ছোটরা এসকল আন্দোলনের কাছে ঘেঁষতে না পারলেও ভেতরে ভেতরে প্রচণ্ড আলোড়িত হতাম। শাইখুল হাদীস  রহ. সম্বন্ধে আমার আরো ধারণগুলো ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করল।  সকলের অজান্তে আমার কিশোর মনে হযরতের ভালবাসা স্থায়ী আসন করেনিল। ভাবতাম কীভাবে হুজুরের সঙ্গে দেখা করা যায়। তখন গোঁমড়ামুখো দারোয়ানটাকেই এ ব্যাপারে আমার সবচেয়ে বড় বাধা মনে হলো। লোকটা হুজুরের নানা গল্প করে আমাদের আবেগকে উসকে দিত ঠিকই, কিন্তু তৃতীয় তলার গেট দিয়ে বের হতে চাইলে কষে ধমক লাগাত।   একদিন  সে দুর্লভ সুযোগ, মিলে গেল। তখন রাহমানিয়া মাদরসায় প্রতি ইংরেজি মাসের প্রথম বা শেষ শুক্রবার রাতে ইসলাহি মজলিস হতো। এমনি এক শুক্রবার মাগরিবের পর কোনো এক কাজের অজুহাতে তৃতীয় তলার বিভাগীয় গেট পেরোনের দুর্লভ সুযোগ লাভ করেছি। হঠাৎ দেখি শাইখুল হাদীস  রহ. তৃতীয় তলার সিঁড়ে ভেঙে ওপরে উঠে আসছেন। হুজুরের ঠিকালো নাক, তীক্ষè চোখ যে, যে কোনো দর্শকের ওপর খুব দ্রুত প্রভাব ফেলতো। আমিও হঠাৎ করে হুজুরকে এতো কাছ থেকে দেখে একেবারে আড়ই হয়ে পড়লাম। কিন্তু সাহস হারালাম না। মনের সকল জোর একত্র করে হুজুরকে লম্বা সালাম ঠুকে দিলাম।-এরপর মোসাফার জন্য হাত বাড়ালাম। আমার হাত দুটোকে হুজুর তার রেশমের মতো কোমল হাতে স্থানে দিলেন। এ সময় আমার এক আশ্চর্য অনুভূতি হলো, যা ইতিপূর্বে কখনো হয়নি।-এরপরেও আর কখনো হয়নি। হুজুরের সঙ্গে মোসাফা করার সঙ্গে সঙ্গে আমি স্পষ্টই অনুভব করলাম, আমার সারা শরীরজুড়ে একটি মিষ্টি, শীতল স্রোত ছড়িয়ে পড়ল। দীর্ঘক্ষণ রোদে থাকার পর লেবু দেওয়া চিনির শরবত বা অন্যকোনো ঠাণ্ডা মিষ্টি পানীয় পান করলে সার শরীরে যেমন শীতলতা অনুভব হয় আমার ঠিক তেমনি অনুভতি হলো। তখন আমি আতরের ঘ্রাণ সহ্য করতে পারতাম না। কিন্তু হুজুরের শরীর থেকে যে ঘ্রাণ বেরোচ্ছিল মনে হলো এ পৃথিবীর নয় বরং অন্য ভুবন থেকে ভেসে আসা কোনো ঘ্রাণ। 
হে পাঠক! আমি একটু বাড়িয়ে বলছি না। ভাষাগুলো আমি পরে পেয়েছি কিন্তু ভাবটা তখনই পেয়েছি যা এখনো আমার মনে সতেজ। আমি মোহাবিষ্ট হয়ে ছিলাম হুজুর দারাজ গলায় জানতে চাইলেন, তোমার নাম কী? তুমি কোথায় পড়? আমি মন্ত্রমুগ্ধের মতো জবাব দিলাম। এরপর কী হলো আমার স্পষ্ট মনে নেই। শুধু এতোটুকু মনে আছে কামরায় এসে হিমালয় জয়ের অনুভুতি নিয়ে সঙ্গীদের কাছে স্বগর্বে আমি আমার বিজয় বার্তা ঘোষণা করেছি। 
অল্প বয়সে কেউ মৃত্যুবরণ করলে বলা হয় অকাল মৃত্যু। শাইখুল হাদীস রহ. যে সকল কাজ হাতে নিয়ে ছিলেন, তার অনেক কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে। রাজীনিতিসহ বেশ কিছু  ক্ষেত্রে তাঁর শূন্যতা প্রকট আকার  ধারণ করেছে এ শূন্যতা আদৌ পূরণ হবে কী না আল্লাহ তা’লাই ভালো জানেন। এ সকল দিক লক্ষ করলে আমার মনে হয় প্রায় শত বছরে মৃত্যুবরণ করার পরও শাইখুল হাদীস  রহ. অকালেই মৃত্যুবরণ করেছেন। 
 শিক্ষক, জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ, মোহাম্মদপুর, ঢাকা

Powered by Create your own unique website with customizable templates.